মজিলা ফায়ারফক্সের সাথে পাল্লা দিলে গুগল ক্রোম ভালই এগিয়ে চলছে। ফাষ্ট ব্রাউজিং এর পাশাপাশি সহজবোধ্য ইন্টারফেস ও তুলনামূলক হ্যাংমুক্ত হওয়ায় অনেকেই এখন ঝুকে পড়ছেন গুগল ক্রোম এর দিকে।
ফন্ট সেটিংস ছাড়াই গুগল ক্রোম এ সুন্দর বাংলা দেখা গেলেও অনেক ক্ষেত্রেই সমস্যা হয়। এরমধ্যে একটি কমন সমস্যা নিচের মত দাড়ির পর বাংলা লাইনগুলির লেখাগুলি বক্স আকারে দেখানো।
মজিলা ফায়ারফক্সে সুন্দর বাংলা দেখার জন্য অনেক টিউন থাকলেও ক্রোমের জন্য এরকম কোন টিউন পাওয়া গেল নাহ্ ! সেজন্যই মূলত এই টিউনটা লিখছি। আসুন তাহলে দেখা যাক কিভাবে গুগল ক্রোম এ কোন সমস্যা ছাড়াই সুন্দর বাংলা দেখা যায়-
১. আপনার এড্রেসবারে chrome://settings/fonts লিখে Enter দিন অথবা সেটিং থেকে ম্যানুয়ালী সেটিংস এ গিয়ে Under the Hood এ ক্লিক করে Web Content থেকে Customized Fonts... এ ক্লিক করুন
২. নিচের স্ক্রিনশর্টে দেখানো Standard font, Serif font, Sans-serif font ও Fixed width font থেকে SolaimanLipi কিংবা SiyamRupali অথবা আপনার পছন্দমত যেকোন ইউনিকোড ফন্ট সিলেক্ট করে দিন। এবং Encoding থেকে Unicode UTF-8 সিলেক্ট করে OK করুন।
৩. ব্যাস এবার দেখুন দাড়ির শেষে বাংলা লেখাগুলি আবার বক্স বক্স দেখাচ্ছে না।
৪. তারপরেও যদি কোন জায়গায় বক্স বক্স আসে তাহলে Standard Font, Serif font, Fixed-width font সবগুলিতেই একই বাংলা ইউনিকোড ফন্ট দিয়ে দিন।
উপরের সমস্যাটির পাশাপাশি এই সমস্যাটিও একটি গুরুতর সমস্যা। এই সমস্যাটিতে সবাই নাও পড়তে পারেন কেননা এটি ফন্টগত সমস্যা অর্থাৎ যারা তাদের গুগল ক্রোম এ বাংলা দেখার জন্য SolaimanLipi ফন্টটির পুরানা ভার্সনটি ব্যবহার করেন তাদেরই এই সমস্যা হতে পারে।
ফন্টটির তৈরীকারক সোলাইমান ভাই ফন্টটির এই সমস্যাটি নিরসরনের জন্য SolaimanLipi ফন্টটির দ্বিতীয় সংস্করণ বের করেন। যারা অনেক আগেথেকেই ফন্টটির এই দ্বিতীয় সংস্করণটি ব্যবহার করেন তাদের এই সমস্যা হবে না।
সমাধান-
১। এখানে ক্লিক করে ফন্টটি ডাউনলোড করে নিন।
২। ডাউনলোডকৃত ফন্টটি কপি করে C:\windows\fonts ফোল্ডারে পেষ্ট করুন।
৩। ব্যাস এবার ঝকঝকে বাংলা দেখুন আপনার গুগল ক্রোম এ !
হ্যাপি ব্রাউজিং
ভাল থাকুন।
আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টপটিউনার হতে চাই !
শেয়ার করার জন্য ধন্যবাদ