অপেরা(Opera) তে বাংলা দেখা নিয়ে অনেকের ভুল ধারনা আছে। তারা বলেন বাংলা দেখা যায়না। ফালতু। উল্টাপাল্টা আসে। অথচ আমি দেড় বছর ধরে অপেরাতে সুন্দর বাংলা দেখে আসছি। যারা এসব বলে তারা ট্রাই না করেই বলে।
আমি কিছু সিম্পল স্টেপ মেনে চলি।
১. অভ্র ইন্সটল করুন। ইন্ডিক সাপোর্ট ইন্সটল করুন (একইসংগেই হয়)
২. ফন্ট ফিক্সার দিয়ে সিয়াম রূপালী ফন্ট দিন। (অথবা আপনার যা পছন্দ)
৩. Tools মেনুতে যান।
৪. Preferences এ যান।
৫. Advance ট্যাব এ যান।
৬. Fonts এ যান।
৭. International Fonts ক্লিক করেন।
৮. Arabic ড্রপ ডাউন মেনু থেকে Begali সিলেক্ট করুন। প্রয়োজনীয় বা সুবিধামত ফন্ট দিন। (বড় ফন্টের জন্যে আদর্শলিপি ভাল)
তাছাড়া International Fonts বাটনের উপর ফন্ট সাইজের ঘরে ফন্ট সাইজ বাড়ানো যাবে।
ফেসবুক
প্রজন্ম ফোরাম
আমি মেরাজ০৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 349 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একাধারে গেমার, টেক টিউনার, মেকানিক, গেমার, গেমার, ফোরামার, গ্রাফিক্স ডিজাইনার, গেমার, গেমার, চ্যাটার, মুভি ওয়াচার....................
আমার কিন্তু কোন কালে ভুল ধারনা ছিলনা অপেরা নিয়ে। দ্রুত ব্রাঊজিং জন্য অপেরা বেস্ট ,