অটোক্যাড এর কমান্ড গুলি জেনে নিই খুব সহজে জানা না থাকলে কিন্তু পস্তাবেন

টেকটিউনসে এটা আমার দ্বিতীয় টিঊনস। আশাকরি আমার টিউনটি ভাল লাগবে। বরাবরের মতো মাফ চাইছি ভুল বানান হলে। কারন প্রবাসে ইংরেজি টাইপ করতে করতে বাংলা টাইপ করতে খুব সমস্যা হয়।

প্রথমে আমার আমার অটোক্যাড জীবনের একটা গল্প বলি যা আমার সামনে হয়েছে। এটা ছিল অটোক্যাড কমান্ড না জানা থাকলে যা হয় আর কি। আমার অফিসে খুব কাজের প্রেসার তাই আরও ইঞ্জিনিয়ার দরকার অটোক্যাড এর ডিজাইন গুলো কম্লিট করার জন্য। কিন্তু লোক কোথায় পাব। আমার বস ছিল ফিলিস্তিনি আমার কাছে এসে জিজ্ঞাসা করল কোথায় এমন ইঞ্জিনিয়ার পাওয়া যাবে। আমি হয়ত বলতাম বাংলাদেশ থেকে নেন। কিন্তু কোন উপায় ছিল না কারন তখন বাংলাদেশের ভিসা বন্দ ছিল। তাই বললাম ইন্ডিয়া থেকে নিতে। বস ইন্ডিয়ান এমবাসিতে যোগাযোগ করে ২ সপ্তাহ পর ২ জন বি এস সি সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে আসল। যেদিন আসল সেদিন বস আমাকে ঢেকে বলল তোর দুইজন সহকারি নিয়ে আসলাম। দেখ প্রথমে এদের থেকে ইন্টারভিঊ নেই এরা অটো ক্যাডে কাজ পারে কিনা। আমি আমার অফিসে নিয়ে গেলাম দুইটা কম্পিউটারে নিয়ে গেলাম। আর প্রথমে অটোক্যাডে সবগুলো টুলবার হাইড করে দিলাম। আর বললাম দুইটা লাইন আকতে ত খন দেখলাম তারা অটোক্যাডে কোনায় কোনায় এদিক ওদিক তাকাছেছ কিন্তু কিছুতেই লাইন আকতে পারছেনা। এভাবে আমি তাদের দিকে তাকিয়ে আছি তারা ও দেখতেছি হন্যের মতো খুজছে কিন্তু কিছুই খুঁজে পাছেছ না। তাই এবার আমার নিরবতা ভেংগে বললাম তারা কি খুজতেছে জিজ্ঞাসা করলাম। তারা একজন আরেকজেনের দিকে তাকিয়ে বলল টুলবার খুঁজে পাছেছ না। আমার জা বুজার বুজা হয়ে গেল। আমি বস কে বললাম বস এরা সব পারে কিন্তু এই লাইনে এদের  টিক করতে আমার মিনিমাম দুই বছর লাগবে। বস মাথায় হাত কি বলতেসস। আমি যা বললাম তাই টিক কারন ওদের একটু সব শেখাতে হবে। বস বলল এরা ইঞ্জিনিয়ার এদের বেতন ও অনেক প্রায় ২ লাখ টাকা এখন দুই বছর যদি এভাবে পালতে হয় তাহলে তো কোম্পানির অনেক লোকসান হবে। আর আমি  আরো বললাম যে ওরা আছে তাই আমার সাথে ঘেন ঘেন করলে হবেনা। কারন আমি কাজের ফাকে ফাকে তাদের কিছু কিছু শেখাব। বস দেখলাম অফিসে সুপাব্র ভাইজার আর অন্যরা মিলে আমাকে নিয়ে মিটিং করল। সবার পরামশের পর ডিসিসান নেওয়া হল বাড়িতে পাটিয়ে দেবে অথবা লেবার হিসাবে কম বেতনে যদি থাকতে চাই তাহলে ফ্যাক্টরিতে কাজ করাবে। যখন তাদের বাংলার বেতন ২০হাজার ১০০০ রিয়াল দেবে। দুইজন ইঞ্জিনিয়ার কে যখন এই কথা বলা হলে তারা সাপ বলে দিল কাজ করবে না তাদের কে ইন্ডিয়াতে পাটিয়ে দেওয়ার জন্য। পরের দিন পিউন টিকেট কেটে আনল আর পাটিয়ে দিল।

অটোক্যাডে কাজ জানেন তো কোন সমস্যা নাই বেশি বেশি কমান্ড গুলো জানা দরকার। ওরা ইঞ্জিনিয়ার তবু ও কমান্ড না জানার কারনে একটা লাইন ও আকতে পারল না। তাই সবাইকে বলব অটোক্যাড শিখার আগে এর  কমান্ড গুলি জেনে নিন আমার ওয়েবসাইট থেকে। https://sameotech.com/2020/06/17/top-60-autocad-tricks-and-shortcuts-you-need-to-know/

Level 1

আমি মনজুর আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 13 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস