মেীজা ম্যাপ অটোক্যাডে এর মাধ্যমে ডিজিটাল মেীজা ম্যাপ এ রুপান্তর করি(Digital Mouza Map Scaling Part 02)

বিসমিল্লাহির রহমানির রাহীম

আসসালামু আলাইকুম,

মহান আল্লাহ রাব্বুল আলামীনের অসীম রহমতে,আমি আজ  আপনাদের দ্বিতীয় উপহার দিলাম। ডিজিটাল মেীজা ম্যাপ করার পদ্ধতি। অর্ধাৎ কিভাবে মেীজা ম্যাপ স্কেন করে  অটোক্যাড এর মাধ্যমে স্কেলিং করে কোন স্কেল ব্যাতিত সঠিক পরিমাপ নির্ধারন করা যায় তা আমি ভিডিও আকারে আপনাদেরকে দিলাম।এতে আপনারা যদি সামান্য উপকৃত হন তাহলে আমি নিযেকে ধন্য মনে করব।

যারা সার্ভে নিয়ে পড়ালেখা করে অথবা সার্ভে কাজ করে তাদের জন্য খুবেই প্রয়োজনীয় ‍বিষয়। অথবা মেীজা ম্যাপ সম্পর্কে জানতে আগ্রহী তারা এ ভিডিও দেখে দেখে খুব সহজে কাজ করতে পারবে।

মেীজা ম্যাপ এর নমুনা

ডিজিটাল মেীজা ম্যাপ এর সুবিধা:

  • কোন স্কেল এর প্রয়োজন নেই অথাৎ ‍গুনিয়া,থ্রি 30 ইত্যাদি।(যদি ইমেজ টা ঠিক থাকে)
  • প্রত্যেক প্লট এর পরিমাপ জানা যায় (যাহা স্কেল দিয়ে সম্পূর্ন সম্ভব নয়)একটু ভ্রান্তি থাকে।
  • সম্পূর্ন মেীজার পরিমাপ খুব কম সময়ে যানা সম্ভব।
  • সংরক্ষণ করে রাখা যায়।
  • প্রতেকটি দাগ নাম্বার দিয়ে আলাদা আলাদা ভাবে রাখা যায়।
  • পরিমাপ জানতে কোন ধরনের সূত্রের প্রয়োজন হয় না।
  • ভূমির আকৃতি অনুযায়ী পরিমাপ নিখুত ভাবে দিবে। যাহা সূত্রের ব্যবহারের ভূলের কারনে সঠিক আসে না।

এছাড়া আরো অনেক ‍সুবিধা পাওয়া যাবে যা আমি ‍ভিডিওতে দেখানোর চেস্টা করবো ইন-শা-আল্লাহ।

Digital Mouza Map Scaling Part 02

মেীজা ম্যাপ ডাউনলোড

Mouza Map Part 01

Mouza Map Part 03

Mouza Map Part 04

দুঃখিত আমার ভিডিও তে একটু সমস্যা আছে।

Level 0

আমি নাজিম উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নাজিম উদ্দিন সাহেবকে সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ। দোয়া করি আল্লাহ যেন আপনাকে দ্রুত সুস্খতা দান করেন। আশা করি আপনি পোস্ট চালিয়ে যাবেন। মৌজা ম্যাপ কী ভাবে স্ক্যান করতে হয় আগামী পোস্টে জানাবেন।
ধন্যবাদ।

কুমিল্লা মদিনা কম্পিউটার, 01712266955, এছাড়া ঢাকা ফার্মগেইট।আমার আগের ভিডিওতে আমি আলেচনা করেছি।