কি ভাবে ব্যবহার করবেন অটো ক্যাডের অরজিনাল ভার্সন

সবাইকে শুভেচ্ছা,আশা করি সবাই ভাল আছেন। আমি অনেক দিন ধরেই অটো ক্যাডে কাজ করি। আমি এত দিন অটো ক্যাড কেক ব্যবহার করতাম। আমার মত আনেকেই হয়ত অটো ক্যাড কেক করে ব্যবহার করেন। আপনারা সবাই হয়ত জানেন কেক

করা সফটওয়ার আর অরজিনার সফটওয়ারের মধ্যে পার্তক।

তাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব, কি ভাবে অরজিনার অটো ক্যাড ব্যবহার করবেন ফ্রিতে।

অটো ডেস্ক স্টুডেন্ট/ট্রেইনার এবং ম্যান্টরদের ৩ বছরের জন্য ফ্রি লাইসেন্স দিয়ে থাকে। তাহলে কেন অরজিনাল সফটওয়ার ব্যবহার করবেন না?

অরজিনার অটো ক্যাড কি ভাবে ব্যবহার করবেন?

কিছুই করতে হবে না। শুধু এই লিংক এ যান আর রেজিষ্টেশন করুন। রেজিষ্টেশন কম্পিলিট হয়ে গেলে আপনাকে ডাউনলোড করার অপশন পাবেন। ডাউনলোড শুরু করুন,আর অপনার ইমেইল অ্যাড্রেস এ গিয়ে দেখুন auto desk থেকে আপনাকে serial number এবং product key সহ একটি মেইল পাঠিয়েছ। এই serial number এবং product key ব্যবহার করে অনলাইনে রেজিষ্টার করুন আর ব্যবহার বরুন অরজিনাল অটক্যাড, থাকুন অটক্যাডের সাথে আপডেট।

সোর্স পেইজ AutoDesk Corporation

আপনি যেখান থেকেই অটো ক্যাড ডাউনলোড করেন না কেন, এই সিরিয়াল কি কাজ করবে। অরজিনাল ভার্সন ব্যবহার করলে অটো ক্যাড থেকে সকল ধরনের আপেট আপনি খুব সহজেই ব্যবহার করতে পাবেন AutoDesk Application Manager এর মাধ্যমে।

autodesk application manager

তাহলে এখন থেকে ব্যবহার করা শুরু করুন  ওরজিনাল ভার্সন।

 

 

 

 

 

 

 

Level 0

আমি রায়হান রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Taka lage naki vai?

অবশ্যই টাকা লাগবে না।অপনি যে student তার জন্য কোন প্রমানও দেকাতে হবে না।

Level 0

amr khub dorkar silo bro…… onk upokrito hoilam…..