শুরুতে বলছি আমি টেকটিউনস এর অনেক পুরাতন পাঠক। টিউন করার মত জগ্যতা আজও আমার হয়নি। আমাদের দেশে বিশ্ব মানের অনেক সফটয়্যার আছে। কিন্তু বিশ্বমানের কোন গেম নাই। তাই আমি চাই সবাই গেম ডেভেলপমেন্ট জন্য এগিয়ে আসুন। গেম খেলতে ভালবাসি তাই গেম বানাতে বসেছি, গত ২বছর ধরে যা শিখেছি তাই সবার সাথে সেয়ার করব বলে এই টিউন করতে বসা। একা একা যে টুকু কাজ করতে পেরেছি তা দেখুন কেমন হল অবশ্যয়ই জানাবেন..................
আর হ্যা কারো কাছে যদি ভালো কোন গেম এর গল্প বা থিম থাকে তা হলে অবশ্যয়ই জানাবেন। বা আমাকে ইমেল করতে পারেন
কেউ কি আছেন আমার সহযোদ্ধা হবেন?
দেশের জন্য গেম বানাব , আমি ই শিখাব কি কি করতে হবে বা জানতে হবে।
এখানেই গেম ডেভেলপমেন্ট উপর ধারাবাহিক টিউন করার ইছা আছে। পাশে আছেন কি না অবশ্যয়ই জানাবেন।
আমার ইমেইল ঠিকানা [email protected] ===
আমি Juwel Hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 124 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ডিজিটালাইজিং বাংলাদেশ
আমি…আছি……