আজ আপনাদের সামনে দেশীয় একটি ফার্মের করা বেশ কিছু ফটোরিয়েলিষ্টিকি থ্রিডি ভিজ্যুয়ালাইজেশন উপস্থাপন করব। যারা অনেক দিন ধরে আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত সুনামের সাথে থ্রিডি মডেলিং, প্রোডাক্ট ভিজ্যুয়ালাইজেশন, আর্কিটেচারাল ভিজ্যুয়ালাইজেশনসহ অসংখ্য ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র-এর কাজ করছেন। চলুন দেখি তাদের করা কিছু কাজ। আশা করি আপনাদের ভালো লাগবে।
নিচের ইমেজটি একটি ওয়াক ইন ওয়্যারড্রব এর ইন্টেরিওর। ইমেজটি তৈরীতে সফটওয়্যার হিসেবে ব্যবহৃত হয়েছে থ্রিডি স্টুডিও ম্যাক্স ২০১১ এবং রেন্ডারার হিসেবে V-ray ব্যবহার করা হয়েছে।
সদ্য সমাপ্ত একটি প্রযেক্ট ছিল নিচের ইমেজটি। স্কেচআপ মডেল থেকে রেন্ডারটি তৈরী করা হয়েছে। সফটওয়্যার ব্যবহার হয়েছে আগের ন্যায় থ্রিডি স্টুডিও ম্যাক্স ২০১১ এবং রেন্ডারার হিসেবে V-ray ।
উপরের প্রযেক্টির অপর একটি রেন্ডার নিচের ইমেজটি।
উপরের প্রযেক্ট সম্পাদন করা হয়েছে নিচের স্কেচআপ মডেলটি থেকে
চলুন দেখি ফার্মের করা আরো কিছু র্দুদান্ত এক্সটেরিয়র রেন্ডার। ছবি ভেবে ভুল করার মতেই কিছু রেন্ডার।
প্রযেক্টের নাম- Roberto Coin Display
প্রযেক্টের নাম- Roberto Coin Display [Close view]
জুয়েলারী মডেলিং এন্ড ভিয্যুয়ালাইজেশন
যে কোন প্রয়োজন যোগাযোগ করার মিডিয়া আপাতত ফেইসবুক পেজটি। ফার্মের বয়স অনেক দিন হলেও ফেইসবুকে পদার্পন মাত্র কয়েকদিনের। তথাপি যারা থ্রিডিতে কাজ করছেন অথবা কাজ করবেন বলে চিন্তা ভাবনা করছেন তারাও যোগাযোগ রাখতে পারেন।
আজ এ পর্যন্তই।
আল্লাহ হাফেজ।
আমি marufbillah। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সত্যি অসাধারন…!!!