আসসালামু আলাইকুম। টেকটিউনস ওয়েবসাইটের নতুন আরো একটি টিউনে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশাকরি সকলেই অনেক অনেক ভালো আছেন। স্বাগতম সবাইকে জিমেইল মার্কেটিং এর সেরা ৫ টি উপায় নিয়ে নতুন আরো একটি টিউনে। বর্তমান সময়ে অনলাইনে সবচেয়ে জনপ্রিয় একটি বিষয় হলো AI টুলস। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে এত জনপ্রিয় হওয়ার পিছনে কারণটা কী? AI টুলসগুলো জনপ্রিয় হওয়ার সবচেয়ে বড় একটি কারণ হলো এর কার্যক্ষমতা। অফলাইন থেকে অনলাইন প্রায় সকল সমস্যার সমাধান দিয়ে থাকে এই এ আই টুলস গুলো। এই AI টুলসগুলোর জনপ্রিয় সকল সার্ভিসের মধ্যে আরো একটি জনপ্রিয় সার্ভিস হল হলো ইমেজ জেনারেট করা। হ্যাঁ আজকে আমরা এমনই চমৎকার সার্ভিস প্রদান করে এমন ৫ টি ফ্রি ইমেজ জেনারেটর AI ওয়েবসাইট নিয়ে বিস্তারিত আলোচনা করব।
এবার জেনারেটর AI ওয়েবসাইটগুলোর সুবিধা হচ্ছে আপনাকে কষ্ট করে কোন ইমেজ এডিট করতে কিংবা বানাতে হবে না। আপনারা যারা অনেকেই ইমেজ এডিটর নিয়ে কাজ করেন তারা খুব ভালো করে জানেন একটা ইমেজ এডিট করতে অথবা ইউনিক একটি ইমেজ বানাতে কি পরিমাণ কষ্ট করতে হয়। তারা খুব সহজেই বুঝতে পারবেন ফ্রিতে ইমেজ জেনারেট করা AI ওয়েবসাইটটি কতটা প্রয়োজনীয় একটি টুলস। কারণ আপনি এখানে সম্পূর্ণ ইউনিক আর নিজের ইচ্ছামতো যে কোন ইমেজ মুহূর্তের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হলো এই ইমেজ গুলো বানানোর জন্য আপনার কোন এক্সট্রা অভিজ্ঞতার প্রয়োজন নেই। শুধুমাত্র লিখে অথবা টিউমেন্ট করে নিজের ইচ্ছামতো ইউনিক টাইপের ইমেজ তৈরি করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের টিউন সেরা ৫ টি ফ্রি ইমেজ জেনারেটর AI ওয়েবসাইট যেগুলো আপনার ব্যবহার করা উচিত।
DaVinci AI আমাদের আজকের টিউনের সর্বপ্রথম এবং সেই সাথে জনপ্রিয় একটি অনলাইন ইমেজ জেনারেটর AI ওয়েবসাইট। কেন এটি আজকের টিউনের সর্বপ্রথম স্থানে স্থান পেলো এবং বর্তমান সময়ে কেন এটি সবচেয়ে বেশি জনপ্রিয় তা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। DaVinci AI বর্তমান সময়ে বেশ জনপ্রিয় এবং শক্তিশালী একটি AI আর্ট জেনারেটর টুলস অথবা ওয়েবসাইট যা আপনার কল্পনাকে বাস্তবে রূপান্তর করবে। আপনি যদি নিজের মনের কোনো চিত্রকে বাস্তব রূপ দিতে চান তাহলে DaVinci AI দিয়ে আপনি খুব সহজেই আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারবেন। এর জন্য আপনাকে খুব বেশি পরিশ্রম করতে হবে না, আপনাকে একজন দক্ষ চিত্রশিল্পী হওয়ারও প্রয়োজন নেই। আপনার শুধুমাত্র লেখার মাধ্যমে মনের ভাব প্রকাশ করার ক্ষমতা থাকলেই আপনি আপনার মনের চিত্রকে বাস্তবে রূপান্তর করতে পারবেন DaVinci AI এর মাধ্যমে। DaVinci AI দিয়ে ইমেজ জেনারেট করার কিছু জনপ্রিয় উপায় হলঃ
DaVinci AI দিয়ে খুব সহজেই এবং মুহূর্তের মধ্যে অনেক সুন্দর সুন্দর ইমেজ তৈরি করার জন্য আপনাকে লেখার মাধ্যমে টেক্সট আকারে কমান্ড দিতে হবে। যাকে আমরা অনলাইনের ভাষায় টেক্সট প্রম্পট বলে থাকি। আপনি শুধুমাত্র এই টেক্সট প্রম্পট দিয়েই মুহূর্তের মধ্যেই অনেক সুন্দর সুন্দর ইমেজ তৈরি করতে পারবেন। যেমন আপনি মনে মনে ভাবছেন, "একটি রঙিন টেবিলের নীচ দিয়ে দৌড়াচ্ছে একটি কিউট বিড়াল"। আপনার দেওয়া এই কমান্ডটিকে DaVinci AI বিশ্লেষণ করবে তারপর একটি ছবি তৈরি করবে। এই ছবিটি আপনার দেওয়া বর্ণনার মতোই হবে যা আপনি লেখার মাধ্যমে বিশ্লেষণ করছিলেন। আপনি চাইলে জনপ্রিয় এই DaVinci AI দিয়ে কয়েকভাবে সুন্দর সুন্দর ইমেজ জেনারেট করতে পারবেন। DaVinci AI এর জনপ্রিয় কিছু ফিচার হলোঃ
আপনাকে শুধু একটি টেক্সট প্রম্পট দিতে হবে তারপর DaVinci AI আপনার সেই টেক্সটকে বিশ্লেষণ করে আপনার সেই টেক্সট অনুযায়ী অনেক সুন্দর সুন্দর আর্টওয়ার্ক তৈরি করে দেবে।
DaVinci AI দিয়ে বিভিন্ন ধরনের আর্ট স্টাইলে ইমেজ তৈরি করতে পারবেন যেমন রিয়ালিজম, এনিমে, সায়েন্স ফিকশন ইত্যাদি। যে স্টাইল আপনার কাছে ভালো লাগবে আপনি আপনার ইচ্ছা মতো সেই স্টাইল ব্যবহার করে ইমেজ তৈরি করতে পারবেন।
DaVinci AI সর্বশেষ জেনারেটিভ AI টেকনোলজি দ্বারা পরিচালিত, যা অত্যন্ত বিস্তারিত এবং বাস্তবসম্মত ইমেজ তৈরি করতে পারে। DaVinci AI এর এমন সূক্ষ্ম দক্ষতার কারণে এটি বর্তমান সময়ে বেশি জনপ্রিয়।
আপনি আপনার নিজের ইচ্ছামতো একটি ফটো আপলোড করে DaVinci AI ব্যবহার করে বিভিন্ন পোজ বা স্টাইলে আপনার সেই ইমেজের একটি নতুন ফটো তৈরি করতে পারেন। এগুলো সম্পূর্ণ কপিরাইট ফ্রি হওয়ার কারণে আপনি আপনার ইচ্ছা মতো যে কোন প্লাটফর্মে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন।
DaVinci AI এর একটি অফিসিয়াল মোবাইল অ্যাপ রয়েছে যা আপনাকে যে কোনো সময়, যে কোনো জায়গায় আপনার পছন্দমতো ইমেজ তৈরি করতে সাহায্য করবে।
DaVinci AI এর অনেক বড় এবং বর্তমানেও অ্যাক্টিভ এমন একটি মেসেজিং গ্রুপ রয়েছে যেখানে আপনি অন্যান্য ব্যবহারকারীদের তৈরি করা আর্ট দেখতে এবং তা কীভাবে তারা বানিয়েছিল সেটিও বিনামূল্যে শিখতে পারেন।
Official Website @ DaVinci AI
বর্তমান সময়ে বেশ জনপ্রিয় ফ্রি ইমেজ জেনারেটর একটি AI ওয়েবসাইট হল Bing AI ইমেজ জেনারেটর ওয়েবসাইট। যারা বেশিরভাগ সময় AI ওয়েবসাইট গুলো নিয়ে ঘাঁটাঘাটি করেন তারা সকলেই জানেন Bing AI ইমেজ জেনারেটর ওয়েবসাইট বর্তমান সময়ে ঠিক কতটা জনপ্রিয়। এই Bing AI ওয়েবসাইট দ্বারা শুধুমাত্র লেখার মাধ্যমে অনেক সুন্দর সুন্দর ইমেজ তৈরি করতে পারবেন। এছাড়াও জনপ্রিয় এই Bing AI ওয়েবসাইট দ্বারা DALL-E এর মাধ্যমে সুন্দর সুন্দর অ্যানিমেশন ইমেজ সহ অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। তবে এই DALL-E এর মাধ্যমে জেনারেট করার কিছু লিমিটেশন আছে। এই লিমিটেশনগুলো পার করতে হলে অবশ্যই আপনার ফ্রি অ্যাকাউন্টটি প্রিমিয়াম অ্যাকাউন্টে কনভার্ট করে নিতে হবে।
তবে Bing AI এর সাধারণ ইমেজ জেনারেট টুলসটি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। Bing ইমেজ জেনারেটর টুলসটিতে আপনি যখন নতুন ইউজার হিসেবে অ্যাকাউন্ট করবেন তখন আপনাকে ফ্রিতে ১০০ ক্রেডিট প্রদান করা হবে। এই ক্রেডিটগুলো ব্যবহার করে অনেক দ্রুত সুন্দর আর ইউনিক একটি ইমেজ বানাতে পারবেন। প্রতিটি ইমেজ জেনারেট করার জন্য আপনার অ্যাকাউন্ট থেকে একটি করে কয়েন কেটে নেওয়া হবে। এভাবে আপনার অ্যাকাউন্টে থাকা ১০০ কয়েন পর্যন্ত অনেক দ্রুত আর সহজেই ইউনিক টাইপের ইমেজ জেনারেট করতে পারবেন।
আপনার অ্যাকাউন্ট থেকে যখন ১০০ টি পয়েন্ট শেষ হয়ে যাবে। তারপরেও আপনি Bing AI ইমেজ জেনারেটর টুলসটি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তবে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট থাকা অবস্থায় সহজে আর যত দ্রুত ইমেজ জেনারেট করতে পারতেন, আপনার অ্যাকাউন্টে ক্রেডিট না থাকার কারণে ততটা দ্রুত ইমেজ জেনারেট করতে পারবেন না। সেক্ষেত্রে Bing AI টুলসটি দিয়ে ফ্রি ইমেজ জেনারেট করার জন্য একটু বেশি সময় লাগবে। তবে আপনি চাইলে আবারও পেমেন্ট করার মাধ্যমে আপনার Bing AI টুলসটিতে কয়েন কিনতে পারবেন। তারপর আবারো আগের মতো অনেক দ্রুতই ইমেজ জেনারেট করতে পারবেন।
Official Website @ Bing AI
ফ্রি এআই ইমেজ জেনারেট এর মধ্যে Ideogram AI একটি জনপ্রিয় ইমেজ জেনারেটর এ আই টুলস। এর মাধ্যমে অনেক সহজেই কোয়ালিটি ফুল আর সুন্দর ইমেজ বানাতে পারবেন। সুন্দর ইমেজ বানাতে পারবেন, এ কথা কেন বললাম জানেন? কারণ ওয়েবসাইটটিতে যখন প্রবেশ করবেন তখন ওয়েবসাইটটি তাদের Ideogram AI টুলস দিয়ে বানানো নিজস্ব ইমেজগুলো দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর ইমেজ বানাতে পারে এই Ideogram AI টুলস। বিশেষ করে এর ইমেজ তৈরির বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কারণ এখানে ইমেজ তৈরির জন্য কোন লিমিটেশন নাই। এছাড়াও আপনার অ্যাকাউন্ট তৈরি জন্য কোন অর্থ প্রদান করতে হয় না। এ কারণে অনেকে হয়ত ভাবতে পারেন এর ইমেজ তৈরির কোয়ালিটি অনেক খারাপ হবে কিন্তু না আমার দেখা যত ইমেজ তৈরির AI টুলস রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেটার টুলস মনে করি।
Ideogram AI ব্যবহার করার জন্য অনেক বেশি এক্সপার্ট লেভেলের কোনো অভিজ্ঞতা প্রয়োজন হবে না। এখানে ইউনিক টাইপের ইমেজ বানানোর জন্য আপনার সুন্দর চিন্তা-ভাবনা আর সেই চিন্তা-ভাবনার উপর ভিত্তি করে ইংরেজিতে লেখার অভিজ্ঞতা থাকলেই Ideogram AI ব্যবহার করে বাস্তব রিয়েলাস্টিক আর অসম্ভব সুন্দর ইমেজ তৈরি করতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হল ইমেজ ডাউনলোডের কোয়ালিটি, আপনি এখানে হাই রেজুলেশনের ইমেজ একদম ফ্রিতেই মেক করতে পারবেন সেই সাথে হাই রেজুলেশনের ইমেজগুলো হাই রেজুলেশনেই ডাউনলোড করতে পারবেন। হাই রেজুলেশনের ইমেজ ডাউনলোড করার জন্য কোন প্যাকেজ subscription এর প্রয়োজন নেই। এতসব ফিচারের মধ্যে আমি বলব ফ্রিতে ইমেজ জেনারেট করার জন্য Ideogram AI অনেক এগিয়ে থাকবে।
Official Website @ Ideogram AI
বর্তমান সময়ে অফলাইনে অথবা অনলাইনে যারা ইমেজ এডিটিং এর কাজগুলো করে থাকেন তারা ক্যানভার সাথে বেশ ভালোভাবেই পরিচিত। তাই ক্যানভা কী এ বিষয়ে আর বিস্তারিত কিছু বললাম না। Canva একটি ইমেজ এডিটর ওয়েবসাইট। অনেকেই জানেন Canva দিয়ে ইমেজ এডিট করা যায়। তাই Canva AI এর কথা শুনে অনেকেই একটু নড়েচড়ে বসলেন। আবার অনেকেই ভাবছেন Canva আবার AI হলো কবে থেকে? হ্যাঁ আপনি হয়ত এই বিষয়টা জানেন না। কিছুদিন আগে Canva তাদের ইউজারদের ধরে রাখার জন্য কিছুদিন আগে একটি অটোমেটিক ইমেজ জেনারেটর AI টুলস পাবলিশ করে। তারা অফিসিয়াল ভাবে এই টুলসটির নাম দেয় Canva AI টুলস। যার মাধ্যমে আপনারা সহজে শুধুমাত্র টিউমেন্ট করে ইউনিক এবং অনেক সুন্দর ইমেজ মুহূর্তেই তৈরি করতে পারবেন।
Canva তাদের AI ফিচারটি সম্প্রতি তাদের সকল ইউজারদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। Canva AI টুলসটি ব্যবহার করতে চাইলে আলাদা করে কোন Canva অ্যাকাউন্ট করার প্রয়োজন নেই। আপনার যদি আগে থেকে একটি Canva অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেখান থেকেই আপনি Canva AI টুলসটি আরামসে ব্যবহার করতে পারবেন। অন্যান্য সকল ইমেজ জেনারেটর টুলস এর মতই যাবতীয় সকল ফিচার Canva AI টুলসটিতে বিদ্যমান রয়েছে। টুলসটিতে থাকা প্রায় সকল ফিচার ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। তবে স্পেসিক কিছু ফিউচার ব্যবহার করতে চাইলে অবশ্যই আপনাকে অর্থ প্রদান করেছে ফিচারটি উপভোগ করতে হবে। Canva AI টুলস দ্বারা অনেক সুন্দর সুন্দর ইমেজ তৈরি করা সম্ভব।
Official Webaite @ Canva AI
PicFinder AI ওয়েবসাইট অন্যান্য সকল ইমেজ জেনারেটর ওয়েবসাইট গুলোর মতই বর্তমান সময়ে বেশ জনপ্রিয় একটি ইমেজ জেনারেটর AI ওয়েবসাইট। এখানে আপনি একদম ফ্রিতে আপনার নিজের মনের মত সুন্দর সুন্দর ইমেজ এক মুহূর্তে জেনারেট করতে পারবেন। বর্তমান সময়ে এটি জনপ্রিয় হওয়ার অন্যতম একটি কারণ হলো, আপনি একটি টিউমেন্ট লিখলে সে টিউমেন্ট অনুযায়ী অসংখ্য ইমেজ জেনারেট করে দিতে সক্ষম PicFinder AI টুলস। যার ফলে আপনি খুব কম সময়ে একটিমাত্র টিউমেন্ট দিয়েই নিজের ইচ্ছামতো অনেকগুলো ইমেজ বাছাই করার সুযোগ পেয়ে যাবেন। তারপর সেগুলোর মধ্য থেকে আপনার পছন্দমতো ইমেজ বাছাই করে হায় রেজুলেশনের ইমেজটি ডাউনলোড করতে পারবেন।
PicFinder ইমেজ জেনারেটর AI টুলসটি একদম ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। এই AI টুলস টি ব্যবহার করে যেই ইমেজগুলো তৈরি করবেন সেই ইমেজগুলোর জন্য সুন্দর ডিটেলস তৈরি করার জন্য বেশ কার্যকরী একটি ইমেজ জেনারেটর টুলস হলো PicFinder AI টুলস। এছাড়াও আপনার যে ইমেজটি পছন্দ হবে সেই ইমেজটি ডাউনলোড করার জন্য ক্লিক করলে সেই ইমেজ অনুযায়ী আপগ্রেড ইমেজ অটোমেটিক জেনারেট হয়ে তা আপনার সামনে শো করবে। অন্য সকল ইমেজ জেনারেটর AI ওয়েবসাইট একসাথে অনেকগুলো এবং পছন্দসই ইমেজের আপগ্রেড ফিচার ফ্রিতে দিতে পারবে না। তাই আমার কাছে PicFinder AI টুলসটি অনেক বেশি জনপ্রিয় বলে মনে হয়েছে।
Official Website @ PicFinder AI
বর্তমান সময়ে এটিও বেশ জনপ্রিয় একটি AI ওয়েবসাইট। এই AI টুলসটির নামের শুরুতে Art লেখা দেখে অনেকে হয়ত বুঝে গেছেন এই টুলসটির কাজ কেমন হতে পারে। হ্যাঁ, এই AI টুলসটি অনেকটা ড্রয়িং টাইপেরই ইমেজ জেনারেট করে দিতে সক্ষম। আপনি যখন প্রথমবার তাদের ওয়েবসাইটে প্রবেশ করবেন তখন এদের নিজেদের Lexica Art AI টুলস দিয়ে তৈরি অনেক সুন্দর সুন্দর ইমেজ দেখতে পারবেন। ইমেজগুলো দেখে আপনি সহজেই ধারণা করতে পারবেন এই Lexica Art AI টুলস দিয়ে কত সুন্দর সুন্দর ইমেজ বানানো সম্ভব। আপনি যদি চান, এই ইমেজগুলো আপনার পছন্দ হলে পছন্দ মত ইমেজগুলোর ডাউনলোড অপশনে ক্লিক করেও সেই ইমেজ গুলো ডাউনলোড করে নিতে পারবেন।
এছাড়াও তাদের হোমপেজে থাকা ইমেজগুলোতে ক্লিক করলে সেই ইমেজগুলো কীভাবে এবং কোন টিউমেন্ট AI prompted দ্বারা তৈরি করা হয়েছে তার সম্পূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন। পরে সেই প্রম্পট গুলো আপনার ইচ্ছা মত কিছুটা মডিফাই করে সেই ইমেজগুলোর থেকেও আরও সুন্দর সুন্দর ইমেজ তৈরি করতে পারবেন। Lexica Art AI টুলসটিতে ইমেজ জেনারেট করতে চাইলে প্রথমেই আপনাকে একটি ফ্রি অ্যাকাউন্ট করে নিতে হবে। তারপর আপনি আপনার ইচ্ছামতো যত খুশি তত ফ্রিতে সুন্দর সুন্দর ইমেজ জেনারেট করতে পারবেন।
Official Website @ Lexica AI
আজকের টিউনে আলোচনা করা সেরা ৬ টি ফ্রি ইমেজ জেনারেটর AI ওয়েবসাইটগুলো দিয়ে আপনি আপনার ইচ্ছা মত অনেক সুন্দর সুন্দর ইমেজ জেনারেট করতে পারবেন। এই AI ওয়েবসাইটগুলো ব্যবহার করার জন্য আপনাকে এক্সট্রা কোন অর্থ খরচ করার প্রয়োজন হবে না। শুধুমাত্র ফ্রিতে একটি অ্যাকাউন্ট করে নিবেন তারপর নিজেই ইচ্ছামতো ইমেজ জেনারেট করতে থাকবেন। আজকের টিউনে আলোচনা করা এই ৬ টি ফ্রি ইমেজ জেনারেটর AI ওয়েবসাইট বর্তমান সময়ে বেশ জনপ্রিয় ফ্রি ইমেজ জেনারেটর টুলসগুলোর মধ্যে অন্যতম। তাছাড়া এই টুলসগুলো দিয়ে তৈরি করা ইমেজগুলো ইউনিক আর কপিরাইট ফ্রি হওয়ার কারণে যেকোনো কাজে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। এতে আপনার ওয়েবসাইট বা ভিডিওতে কোন প্রকার কপিরাইট আসার সম্ভাবনা নেই।
তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টিউন, ৬ টি ফ্রি ইমেজ জেনারেটর AI ওয়েবসাইট! আশাকরি টিউন টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী টিউনে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনস এর সাথেই থাকবেন।
আমি স্বপন মিয়া। Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকনোলজি বিষয়ে জানতে শিখতে ও যেটুকু পারি তা অন্যর মাঝে তুলে ধরতে অনেক ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আমি নিয়মিত রাইটিং করি। আশা করি নতুন অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন।