বর্তমানে দৈনন্দিন কাজের সেরা ৩ টি AI ওয়েবসাইট!

Level 4
Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর

আসসালামু আলাইকুম। টেকটিউনস এর নতুন আরো একটি টিউনে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশাকরি সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা বর্তমানে অনলাইনে জনপ্রিয় শক্তিশালী মেশিন লার্নিং সিস্টেম হলো AI ওয়েবসাইট। ওপেন সোর্স AI এর শক্তিশালী মেশিন লার্নিং প্রোগ্রাম ব্যবহার করে বর্তমানে শক্তিশালী আর জনপ্রিয় আলাদা আলাদা অন্য সকল AI সার্ভিস তৈরি হচ্ছে। আপনি অনলাইন থেকে অফলাইন, সকাল থেকে রাত পর্যন্ত আপনার সারাদিনের কাজকর্মগুলোর মধ্য এমন কোন কাজ হয়ত নেই যার সাহায্য আমি AI দ্বারা নিতে পারবেন না। বর্তমানে এই Open সোর্স প্রজেক্ট AI এর জনপ্রিয়তা এতো বেশি যে মানুষ তাদের প্রায় সকল কাজের AI এর নির্ভরশীল হয়ে পড়েছে।

বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এমন জনপ্রিয় ৩ টি AI ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো। এই ওয়েবসাইট গুলো আপনি আপনার সকল কাজের জন্য ব্যবহার করতে পারবেন। অনলাইন অথবা অফলাইনের সকল পরামর্শ নিতে পারবেন। এছাড়াও ভাষা শিক্ষা থেকে শুরু করে গান গাওয়া মিউজিক বাজানোর মতো অনেক কঠিন কাজগুলো খুব সহজেই শিখতে পারবেন। তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের টিউন - বর্তমানে সেরা ৩ টি AI ওয়েবসাইট।

1. Vetted AI

এবার কেনাকাটা হবে আরো সহজে Vetted AI মাধ্যমে। ডিজিটাল কমার্সের যুগে অনলাইন শপিং দিন দিন অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। আমাদের হাতের নাগালেই পাওয়া যায় এমন পণ্যগুলির সাথে, ভোক্তারা সহজেই তাদের প্রয়োজনীয় পণ্যগুলো বাজারে না এসেও ক্রয় করতে পারেন। অনলাইন থেকে কেনাকাটা করতে মানুষ অনেক বেশি হয়রানি স্বীকার হতে পারে, এখানেই মানুষ সমস্ত হয়রানি থেকে চির মুক্তি দিতে পারে Vetted AI (জেনারেটিভ প্রি-ট্রেনড ট্রান্সফরমার)। যা বর্তমানে বাজারে গিয়ে পণ্য আনার সময়টাকে অনেক বদলে ফেলেছে। Vetted AI শক্তিশালী প্রোগামিং চালিত বেশ শক্তিশালী একটি Ai সিস্টেম বা জনপ্রিয় ওপেন সোর্স Open Ai দ্বারাই তৈরি করা হয়েছে। Open Ai বানানো Chat Gpt এর ক্ষমতাকে কাজে লাগিয়ে Vetted AI তাদের সার্ভিসগুলো প্রদান করে থাকে। Vetted AI প্রদান করা জনপ্রিয় একটি সার্ভিস হলো পণ কেনাকাটায় পরামর্শ দিয়ে সহায়তা করা।

অনলাইনে কেনাকাটার সময় সাধারণ মানুষদের নানা রকম সমস্যার চ্যালেঞ্জিং বিষয়গুলো মোকাবেলা করতে হয়। তাদের মধ্য চ্যালেঞ্জিং কিছু বিষয় হলোঃ

  1. পণ্যের বিবরণ
  2. পণ্যের গঠনপ্রণালি
  3. পণ্য কোম্পানির তথ্য
  4. সুবিধা অসুবিধা
  5. কোয়ালিটি
  6. ব্যবহার বিধি ইত্যাদি

সাধারণ ক্রেতাদের এমন সকল সমস্যার একমাত্র সমাধান হলো Vetted AI পরামর্শ। এই শক্তিশালী AI দ্বারা পণ্য ইউজার এক্সপেরিয়েন্স, রেটিং, স্পেসিফিকেশন এবং ব্যবহার বলা সামাজিক মিডিয়া পোস্টগুলো থেকে তথ্য সংগ্রহ করে তা ইউজারদের পরামর্শ হিসাবে প্রদান করে থাকেন। যা দ্বারা আপনি খুব সহজেই উক্ত পণ্যের সমস্যাগুলো খুব সহজেই বুঝতে পারবেন।

Vetted AI কেনো এতো বেশি জনপ্রিয় তা জানলে আপনি সত্যি অনেক বেশিই অবাক হয়ে যাবেন। শক্তিশালী ওপেন সোর্স Open AI দ্বারা বানানো Vetted AI পণ্যের পরামর্শ হিসাবে ভালো বা খারাপ কোনো পরামর্শ গোপন রাখেন না। উক্ত প্রডাক্টগুলোর গুণাগুন যেমন Vetted AI সাধারণ ইউজারদের কাছে তা ঠিক সেইভাবেই তুলে ধরে। যার কারণে Vetted AI দ্বারা পরামর্শ নিয়ে আপনি পণ্য কিনলে তা কিনে ঠকে যাওয়ার চান্স একদম কম অথবা নাই বললেই চলে।

এছাড়াও Vetted AI উক্ত পণ্যের উপর একটি নিদিষ্ট গবেষণার মাধ্যমে নিজে নিজেই ধারণা করতে থাকে, পণ্যটির রেটিং কেমন হতে পারে অথবা পণ্যটি ক্রেতাদের কাছে কেমন পছন্দ তা তাদের শক্তিশালী মেশিন লার্নিং অ্যালগরিদম ব্যবহার করে খুব সহজেই বুজে নিতে পারে। তার উপর ভিত্তি করেই পরবর্তী পরামর্শ প্রদান করে থাকে৷ মূলত এই জন্যই Vetted AI পরামর্শ প্রদানে বর্তমানে জনপ্রিয় একটি AI.

আপনি অনেক বেশি ব্যস্ত মানুষ। নিজের প্রায় প্রতিটি মুহূর্ত ব্যস্ততার সাথে কেটে যায়। এমন সময় আপনার প্রতিটি দোকানে দোকানে ঘুরে পণ্য যাচাই বাছাই করা সম্ভব নয়। এমনটি অনেক বেশি ব্যস্ততার কারণে অনেক বেশি দাম দিয়ে পণ্য কেনাও উচিত নয়। আপনার এমন সমস্যাগুলো একমাত্র Vetted AI দ্বারাই সমাধান করতে পারবেন। আপনার মূল্যবান সময়, শ্রম, এবং টাকা সবগুলো শুধুমাত্র একটু সময় ব্যয় করেই অপচয় থেকে রোধ করতে পারবেন। Vetted AI আপনার ধারণ অথবা প্রশ্নের উপর ভিত্তি করে এমন কিছু পরামর্শ প্রদান করবে যাতে আপনি খুব সহজেই পণ্যটি কেমন তা সম্পর্কে পূর্ণ ধারণা নিতে পারেন। আপনি এই পরামর্শের কারণে পণ্য কেনার পর অনুসুচনা হওয়ার বিন্দুমাত্র কারণ থাকবে না। Vetted AI দ্বারা পরামর্শ নিয়ে পণ্য কিনলে আপনি পূর্ণ সন্তুষ্ট হবেন বলে আমি মনে করি।

এছাড়াও বর্তমানে Vetted AI এর কারণেই পণ্য উৎপাদনকারী সকল প্রতিষ্ঠান নিজেদের স্থান থেকে নিজেকে সুদরে নিতে পারবেন। এমন অনেক প্রতিষ্ঠান আছে যারা শুধুমাত্র টাকা খাওয়ার আশায় মার্কেটে ভুলভাল পণ্য দিয়ে সাধারণ মানুষদের অনেক বেশি ঠকিয়ে আসছেন। এমন কোম্পানিগুলো Vetted AI কারণে তাদের এমন ব্যবসা চালিয়ে যেতে পারবে না। কারণ এমন প্রডাক্টগুলো Vetted AI তাদের ইউজারদের সাজেস্ট করবে না। যার ফলে বাজে প্রোডাক্টগুলো আস্তে আস্তে মার্কেট আউট হয়ে যাবে। এক সময় সেই সমস্ত বাজে প্রডাক্ট কোম্পানিগুলো বন্ধ হিয়ে যাবে। শুধুমাত্র ভালো উপাদান, ভালো প্রডাক্ট মার্কেটে টিকে থাকে। যার ফলে তাদের বিক্রিও বেশি হবে। এমন পরিস্থিতি সামাল দিয়ে ভালো অথবা মন্দ উভয় কোম্পানিগুলো তাদের আরো বেশি উন্নত করার প্রতিযোগিতা করবে৷ যার ফলে লাভবান হবো আমরা সাধারণ মানুষ।

বন্ধুরা কেনাকাটার জন্য Vetted AI নামক শক্তিশালী প্রযুক্তি ব্যবহার করে ক্রয় পরামর্শ নিতে পারেন। ডিজিটাল যুগে প্রযুক্তির এমন পরিবর্তন ব্যবহার করা থেকে আপনি কেনো বিরত থাকবেন? বর্তমানে নতুন নতুন প্রডাক্ট নিয়ে প্রতিযোগিতার কারণে একেক কোম্পানি তাদের সার্ভিস অথবা প্রোডাক্টে একেক ধরনের সুবিধা দিয়ে থাকেন। Vetted AI দ্বারা আপনি খুব সহজেই সেই বিষয়ে খোঁজ নিতে পারবেন। যার ফলে মার্কেটপ্লেসে সুবিশাল কেনাকাটায় আপনিও থাকবেন সবার আগে। শক্তিশালী মেশিন লার্নিং Vetted AI ব্যবহার করে আপনার প্রতিদিনের কেনাকাটাকে আরো বেশি সহজ করে তুলুন।

Vetted AI

Official Website @ Vetted AI

2. Compose AI

Compose AI জনপ্রিয় এবং আলোচিত একটি সঙ্গীত রচনা করার AI ওয়েবসাইট। বর্তমানে Compose AI সঙ্গীত রচনার জগতে বিপ্লব ঘটিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা সহ অসাধারণ সুর, চিত্র অঙ্কনের মতো অনেক কঠিন কাজগুলো করতে সক্ষম। আপনি যদি একজন অনভিজ্ঞ চিত্রাঙ্কন, সুরকার হয়ে থাকেন তাহলে Compose AI দ্বারা আপনি খুব সহজেই আপনার নিজের অভিজ্ঞতাকে আরো অনেক বেশি বাড়িয়ে তুলতে পারবেন। Compose AI জনপ্রিয় ওপেন সোর্স Open AI দ্বারা তৈরি করা হয়েছে। শক্তিশালী মেশিন লার্নিং এর মাধ্যমে তৈরি করা এই Compose AI দ্বারা আপনি আপনার চাহিদামতো ছবি আকা থেকে গান বাজানোর মতো প্রায় সকল কঠিন কাজগুলো খুব সহজেই করে নিতে পারবেন।

বর্তমানে Compose AI জনপ্রিয়তা প্রায় আকাশ ছোঁয়া। কারণ হলো দেশের প্রতিটি মানুষ চায় নতুন নতুন ক্রিয়েটিভ কিছু করতে। নতুন নতুন গান শিখতে, ছবি একে নিজের মনের ভাবগুলো প্রকাশ করতে। মানুষের এমন আশ্চর্য চাওয়ার কারণে জনপ্রিয় শক্তিশালী ওপেন সোর্স দিয়ে বানানো হয় জাদুকরী এই Compose AI ওয়েবসাইট। আপনি যদি কোনো গান অথবা ছবি আকার জন্য সাহায্য চান তাহলে খুব সহজেই আর সুন্দরভাবে আপনার সাহায্য নিতে পারবেন। যে ব্যক্তি সংগীত গাওয়ার জন্য নিজে কখনও মিউজিক বাজাতে পারেন সে ব্যক্তিও শক্তিশালী মিউজিক সিস্টেমগুলো Compose AI থেকে প্রশিক্ষণ নিয়ে বাজাতে পারবেন। নিজেকে একজন অভিজ্ঞ লোকে পরিণত করতে অথবা পেশাদার অভিজ্ঞতায় অভিজ্ঞ করে তুলতে Compose AI ভূমিকা অতি গুরুত্বপূর্ণ।

আমরা অনেকেই আছি যারা সঠিক গাইডলাইন এর অভাবে ভালো চিত্রাঙ্কন, গান গাওয়া, মিউজিক বাজানো অথবা গানে সুর তুলতে পারি না। তা Compose AI ব্যবহার করে খুব সহজেই এই সকল সমস্যাগুলোর সমাধাব করতে পারবেন। তবে সবকিছুতেই ভালোবাসা ফুটিয়ে তুলতে হয়। আপনি গান করুন অথবা চিত্রাঙ্কন করুন যাই করুন না কেনো এই বিষয়ে সকল কাজগুলো আপনাকে ভালোবাসা দিয়ে ফুটিয়ে তুলতে হবে৷ মেশিনে ভালোবাসা নেই যেটা আমরা সবাই জানি। তাই আপনার গান গাওয়া অথবা ছবি আকা বাস্তব সৌন্দর্য বারাতে চাইলে মনে ভালোবাসায় পরিপূর্ণ থাকতে হবে। তবে Compose AI আমাওরা খুব সহজেই ছবি আকা থেকে গান গাওয়ার মতো কঠিন কাজগুলো শিখে নিতে পারবো।

Compose AI

Official Website @ Compose AI

3. Grammarly AI

Grammarly বর্তমান সময়ে জনপ্রিয় একটি AI ওয়েবসাইট। বাংলা হোক অথবা ইংরেজি গ্রামার আমার সবার কাছে বেশ কঠিন একটি বিষয়। আমরা যারা অনলাইনে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করি তাদের গ্রামার শেখা, গ্রামার জানা বেশ জরুরি। কারণ আমাদের ফ্রিল্যান্সিং করার সময়ে দেশ ও দেশের বাহিরে অনেক লোকের সাথেই কথা বলতে হয়। ইংরেজিতে স্মার্টনেস ছাড়া করতে বললে আপনাকে কেউ সহজে পাত্তা দিবে না। তাই আমার মাঝে কথা বলার স্মার্টনেস ভালোভাবেই থাকতে হবে। সেই সাথে কথা বলার গ্রামারলি সঠিক হতে হবে। ভুল ভাল কথা বললে লোকজন আপনার উপর একটি নেগেটিভ মনোভাব নিয়ে আসবে। যার ফলে যথেষ্ট অভিজ্ঞতা থাকলেও বায়ারকে বোঝাতে পারবে না যার কারণে কাজও পাবেন না। তাই সফলতার জন্য গ্রামার সঠিক হওয়া অত্যন্ত জরুরি।

বর্তমানে Grammarly AI আপনার এমন সমস্যার সহজ সমাধান দিবে। আপনার Grammarly AI ব্যবহার করে খুব সহজেই বাংলা অথবা ইংরেজি ভাষায় গ্রামার শিখতে পারবেন। এছাড়াও দেশের যেকোনো ভাষায় গ্রামার চর্চা করতে পারবেন। এই AI ওয়েবসাইট এমনভাবে তৈরি করা হয়েছে যেখান থেকে আপনি যেকোনো ভাষাকে নিকের ভাষা রূপে শিখে নিতে পারবেন। অনেকেই দেখায় যায় বিভিন্ন দেশে যাওয়ার জন্য আলাদা আলাদা ভাষা অনেক টাকা দিয়ে কোর্স করে শিখে নেয়। তারা যদি চায় তাহলে খুব সহজেই Grammarly AI দ্বারা দেশের যেকোনো ভাষা শিখে নিতে পারবেন। সম্পূর্ণ নির্ভুল অথবা সঠিকভাবে Grammarly সম্পূর্ণ করার Grammarly AI শক্তিশালী মেশিন লার্নিং সিস্টেম ব্যবহার করে থাকে। Grammerly হল বর্তমান সম্যে 100 টি সবচেয়ে প্রভাবশালী কোম্পানির মধ্যে জনপ্রিয় একটি AI সিস্টেম। যার মাধ্যমে আপনি খুব সহজেই গ্রামার শিখতে পারবেন।

Grammarly AI

Official Website @ Grammarly AI

শেষ কথা

আজকের টিউনে আলোচনা করা AI গুলো বর্তমান সময়ে জনপ্রিয় AI গুলোর তালিকাতে শীর্ষ অবস্থান করছে। বর্তমানে আমাদের প্রতিদিনের অনলাইনের কাজগুলোতে AI প্রায় চলার সাথে হয়ে গেছে। আপনি আপনার প্রয়োজনীয় যে কাজগুলো করেন না কেনো AI আপনার প্রতিদিনের কঠিন কাজগুলো অনেক বেশি সহজে করতে সহায়তা করে থাকে। আপনার টিউনে আলোচনা করা বিষয়গুলো সম্পর্কে আপনি যদি অনলাইনে কোনো কাজ করতে দ্বিধাবোধ করেন তাহলে আপনি এই AI গুলোর সহায়তা নিয়ে নিজের কাজগুলো আরো অনেক বেশি সহজ করে তুলতে পারবেন। আপনি চাইলে আজকে থেকেই আমার আলোচনা করা এই AI গুলো আপনার প্রতিদিনের কাজে ব্যবহার করতে পারেন। মানুষ মাত্রই ভুল। হয়ত এই টিউনেও অনেক ভুল ত্রুটি থাকতে পারে। ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের টিউনের বিষয়ে আপনার কোন মতামত থাকলে তা অবশ্যই টিউমেন্ট করে জানাবেন৷ গঠনমূলক মন্তব্য হলে তা অবশ্যই আমি আমার টিউনে সংযুক্ত করে দিবো।

তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টিউন, বর্তমানে সেরা ৩ টি AI ওয়েবসাইট! আশাকরি টিউন টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী টিউনে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনস এর সাথেই থাকবেন।

Level 4

আমি স্বপন মিয়া। Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলজি বিষয়ে জানতে শিখতে ও যেটুকু পারি তা অন্যর মাঝে তুলে ধরতে অনেক ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আমি নিয়মিত রাইটিং করি। আশা করি নতুন অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস