Vizard AI – অস্থির একটি AI ওয়েবসাইট! যেকোনো ভিডিওকে শর্ট ভিডিওতে পরিণত করুন খুব সহজেই!

Level 6
Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর

আসসালামু আলাইকুম। টেকটিউনস ওয়েবসাইটের নতুন আরো একটি টিউনে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশাকরি সকলেই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা আমরা সবাই জানি বর্তমানে জনপ্রিয় একটি ভিডিও শেয়ারিং উপায় হলো রিলস ভিডিও অথবা শর্ট ভিডিও। আপনি যদি অনলাইন থেকে ইনকাম করার সফলতা অনেক দ্রুত পেতে চান তাহলে শর্ট ভিডিও আপলোড করা জনপ্রিয় একটি উপায়। কারণ অন্যান্য ভিডিওর থেকে রিলস ভিডিও অথবা শর্ট ভিডিও অনেক দ্রুত ভাইরাল হয়। যার ফলে আপনি খুব সহজেই অনেক দ্রুত অনলাইনে নিজের পরিচিতি বিস্তার করতে পারবেন। তবে এই শর্ট বা রিলস ভিডিওগুলো বানানোই অনেক বেশি কঠিন।

বন্ধুরা কেমন হতো, যদি আপনি আপনার ইচ্ছামতো একটি বড়ো সাইজের ভিডিও থেকেই রিলস অথবা শর্ট ভিডিও বানাতে পারতেন? এবার হয়ত ভাবছেন, তাহলে তো ভালোই হতো। হ্যাঁ, এবার শুধু আমরা আমাদের ভাবনার মাঝেই সীমাবদ্ধ থাকবো না। এবার আপনি আপনার ইচ্ছামতো যেকোনো বড়ো ভিডিও থেকেই ছোট করে রিলস ভিডিও অথবা শর্ট ভিডিও বানাতে পারবেন। এখানে আরো একটি মজার বিষয় হলো ভিডিওগুলো আপনাকে কষ্ট করে বানাতে হবে না। আপনি শুধু আপনার ভিডিওগুলো আপলোড করবেন তা অটোমেটিক শর্ট ভিডিওতে পরিবর্তন হবে। হ্যাঁ বন্ধুরা, আপনি একদম ঠিকই শুনছেন। আজকে আমরা আলোচনা করবো Vizard Ai নিয়ে। আপনি এই Vizard Ai দিয়ে যেকোনো ভিডিওকে খুব সহজেই শর্ট ভিডিওতে রুপান্তর করতে পারবেন। তার আগে চলুন যেনে নেই Vizard AI কী?

Vizard AI কী?

বর্তমান সময়ে বেশ জনপ্রিয় একটি অটোমেটিক অনলাইন শট ভিডিও মেকিং এআই ওয়েবসাইট হলো এই Vizard Ai ওয়েবসাইট। কেন এই ওয়েবসাইটটিকে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট বললাম তা আপনারা আস্তে আস্তে টিউনের মাঝে বুঝতে পারবেন। Vizard Ai টুলসটি দ্বারা আপনি যে কোন বড় ভিডিওকে মুহূর্তের মধ্যে শর্ট ভিডিওতে পরিণত করতে পারবেন। বর্তমান সময়ে এই Vizard Ai ওয়েবসাইটটি ব্যবহার করেই অনেকেই রিলস ভিডিও অর্থাৎ শর্ট ভিডিও মেক করে ইউটিউব অথবা ফেসবুকে আপলোড করে অর্থ ইনকাম করছেন।

বর্তমানে আপনি অনলাইনে একটু ঘাঁটাঘাঁটি করলে প্রায় সময় ভাইরাল অনেক ভিডিও দেখতে পাবেন। যেগুলোর দৈর্ঘ্য ৫ মিনিটেরও বেশি থাকে। সেই সমস্ত ভিডিওর মাঝে ইন্টারেস্টিং অনেক বিষয়ে থাকে যা আমরা ভিডিওতে খুব ভালোভাবেই দেখতে পারি। এখন সেই মজার ভিডিওর অংশ যদি আমরা ছোট ছোট করে কেটে নিয়ে ইউটিউবে আপলোড করতে চাই তাহলে ভিডিও এডিটের জন্য আমাদের অনেকটা সময় ব্যয় করতে হবে। তবে আপনি জানলে অবাক হবেন যে, বর্তমান সময়ে Vizard Ai ব্যবহার করে অনেকেই এই সমস্ত ভিডিও থেকে মুহূর্তের মধ্যে কয়েকটি রিলস ভিডিও বানিয়ে ফেলছে। তারপর সেগুলোকে আবার সামাজিক সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করেও তারা সফল হচ্ছেন।

এবার আপনি হয়ত খুব ভালোভাবেই বুঝতে পারলেন Vizard Ai কী? বর্তমান সময়ে আপনি এটিকে কী কাজে ব্যবহার করতে পারবেন? হ্যাঁ Vizard Ai এটি বর্তমান সময়ে জনপ্রিয় একটি লং ভিডিও থেকে শর্ট ভিডিও মেকিং এর Ai টুলস। এই টুলস দ্বারা আপনার বানানোর ভিডিও গুলো আপনি যদি বিভিন্ন ধরনের সামাজিক সোশ্যাল মিডিয়া অথবা ইউটিউবে আপলোড করেন তাহলে আপনার সেই সমস্ত চ্যানেলে কোনোরকম কপিরাইট জনিত সমস্যা আসবে না তাই আপনি নিশ্চিন্তে শর্ট ভিডিও বানিয়ে আপলোড করে ইনকাম করতে পারবেন।

Vizard Ai টির আরো একটি সুন্দর আর সেই সাথে অবাক করা বিষয় হলো, আপনি যখন ফুল ভিডিও আপলোড করে শর্ট ভিডিও বানাবেন। তখন Vizard Ai আপনার বানানো সেই শর্ট ভিডিওতে নির্ভুল সাবটাইটেল সহ ভিডিও তৈরি করে দিবে। এছাড়াও আপনি আপনার ভিডিও গুলো আপলোড না করেও শুধুমাত্র সেই ভিডিও লিংক দিয়েও একসাথে অনেকগুলো শর্ট ভিডিও বানাতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের টিউন - খুব সহজে যেকোনো ভিডিওকে শর্ট ভিডিওতে রুপান্তর করুন Vizard Ai দিয়ে।

Vizard Ai

Official Website @ Vizard Ai

১. কাজটি করার জন্য আপনি সর্বপ্রথম Vizard Ai এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। ওয়েবসাইটের লিঙ্ক আমি টিউনের শেষে দিয়ে দেবো আপনারা সেখানে ক্লিক করে ওয়েবসাইটটিতে ভিজিট করবেন।

২. এবার আপনার ডান কোণের একদম উপরে থ্রি-ডট ডট মেন্টু বারে ক্লিক করুন।

৩. তারপর নিচে থেকে Sing-Up অপশনে ক্লিক করে আপনাদের একটি সচল জিমেইল অ্যাকাউন্ট দিয়ে Vizard Ai ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট করে নিন। কারণ এখানে অটোমেটিক শর্ট ভিডিও বানাতে হলে আপনাকে অবশ্যই একটি অ্যাকাউন্ট করে নিতে হবে।

এবার Vizard Ai ওয়েবসাইট আপনাকে তাদের ড্যাশবোর্ডে প্রবেশ করাবে। একটু নিচে খেয়াল করলে দেখতে পারবেন রিলস বা শর্ট ভিডিও বানানোর জন্য আপনি মোট ৩ টি অপশন পাবেন।

  • Upload From Link
  • Upload Local File
  • Recorded Video
  • Import From Zoom

আপনি এখানে এই তিনটি অপশনের যেকোনো একটি, আপনার ইচ্ছামতো অপশনটি ব্যবহার করে শর্ট ভিডিও বানাতে পারবেন। তো চলুন আমরা এই ৩ টি বিষয়ে একটু ক্লিয়ার হই। কীভাবে আপনি এই তিনটি অপশন ব্যবহার করবেন অথবা কোন অপশনটি কেনো ব্যবহার করবেন।

  1. Upload File Link: এই অপশনটি দিয়ে আপনি যেকোনো ভিডিও লিংক ব্যবহার করেই সেই ভিডিওটির এক সাথে অনেকগুলো শর্ট ভিডিও বানাতে পারবেন। আপনি এখানে ইউটিউব ভিডিও লিংক ব্যবহার করতে পারবেন।
  2. Upload Local File: আপনি এই অপশনটি দ্বারা যেকোনো আপনার ডিভাইস স্টোরেজে থাকা যেকোনো ভিডিও অথবা আপনার ম্যামুরিতে সেভ থাকা যেকোনো ভিডিও সিলেক্ট করে আপলোড করতে পারবেন। সেই একটিমাত্র ভিডিও থেকে অনেকগুলো রিলস অথবা শর্ট ভিডিও বানাতে পারবেন।
  3. Recorded Video: আপনি এই Recorded Video অপশন টি দ্বারা উক্ত ওয়েবসাইটে লাইভ ভিডিও রেকর্ড করতে পারবেন। আপনার রেকর্ড করা সেই ভিডিও থেকে খুব অল্প সময়ের মধ্য অনেকগুলো শর্ট ভিডিও বানাতে পারবেন।
  4. Import From Zoom: এই অপশনটি ব্যবহার করে সরাসরি Zoom থেকে ভিডিও ইমপোর্ট করে মুহূর্তের মধ্যে একটি ভিডিও থেকে অনেকগুলো শর্ট ভিডিও অথবা রিলস ভিডিও বানাতে পারবেন।

আশাকরি আপনাদের এই অপশন গুলো সম্পর্কে আর কোন প্রশ্ন থাকবে না। তারপরেও যাদের এই Vizard Ai ওয়েবসাইটে কাজ করতে অসুবিধা হবে। তারা টিউমেন্ট করে জানাবেন। আমি তাদের জন্য সম্পূর্ণ আলাদা একটি ভিডিও অথবা টিউন লিখবো ইনশাআল্লাহ।

৪. তো এবার আমরা যেহেতু ইউটিউব থেকে ভিডিও লিংক কপি নিয়ে কাজ করবো সেহেতু আমরা Upload From Link অপশন টিতে ক্লিক করবো।

৫. তারপর আপনারা নিচের লিংক বক্সে আপনাদের ইউটিউব, ড্রাইভ অথবা আলাদা ভিডিও লিংকটি দিন আর সাইডের Continue অপশনে ক্লিক করুন।

৬. এবার একটু লোডিং হবে, আপনারা অপেক্ষা করুন। তারপর আপনারা Select Language অপশনে ক্লিক করে আপনাদের পছন্দমতো একটি ভাষা যুক্ত করে দিন। তারপর আপনি কতক্ষণ পর পর শর্ট ভিডিও বানাতে চান সেটিও আপনার ইচ্ছামতো সেট করে দিন। সবকিছু সেট করা হয়ে গেলে নীচ থেকে Next অপশনে ক্লিক করুন।

৭. তারপর আপনাদের দেওয়া লিংক থেকে ভিডিওটি আপলোড হবে। তারপর ভিডিওটি রিলস অথবা শর্ট ভিডিওতে প্রসেস হবে। আপনারা অপেক্ষা করুন।

৮. কিছুক্ষণ অপেক্ষা করার পর, দেখুন আমাদের ভিডিওটি শর্ট ভিডিওতে রুপান্তর হয়েছে। আপনি আপনার বানানো শর্ট ভিডিওটি ডাউনলোড করার জন্য Export অপশনে ক্লিক করুন।

৯. এবার আপনারা নিচের এই Download অপশনে ক্লিক করে আপনাদের শর্ট ভিডিওটি ডাউনলোড করে নিবেন।

কেনো আপনি Vizard AI ব্যবহার করবেন?

Vizard Ai আপনি আপনার প্রতিদিনের প্রয়োজনে প্রায় সকল কাজে ব্যবহার করতে পারবেন। এখানে আপনি আপনার প্রতিদিনের প্রয়োজনীয় সকল কাজ অর্থাৎ শুধু ভিডিও এডিটিং এ কাজগুলোকেই বোঝানো হয়েছে। আমরা সকলেই জানি বর্তমান সময়ে শর্ট ভিডিও অর্থাৎ রিলস ভিডিও কতটা বেশি জনপ্রিয়। আমি অথবা আপনি আমরা যখনই ফেসবুকে প্রবেশ করি তখনই আমরা রিলস ভিডিও থেকে থাকি। তাই রিলস ভিডিও আপলোড করে ভিডিও সহজেই ভাইরাল এবং সেখান থেকে ইনকাম করা যায়। এই কাজি শুরুতেই আপনার মনে একটি প্রশ্ন আসতে পারে!

রিলস ভিডিও আপলোড করে তা ভাইরাল করা এবং সেই ভিডিওতে খুব অল্প সময়ে অনেক বেশি ভিউজ নিয়ে আসার জন্য ফানি ভিডিও প্রয়োজন। এত ফানি ভিডিও আমি কোথায় পাবো? ফানি ভিডিওগুলো কি নিজেকেই বানাতে হবে? আমার তো ভালো ক্যামেরা নাই, আমি তো ভালো অ্যাক্টিং পারিনা তাহলে আমি রিলস ভিডিও বানাবো কীভাবে? হ্যাঁ বন্ধুরা, এখানে আপনার চিন্তার কোন কারণই নেই! ঠিক এজন্যই আপনি Vizard Ai ব্যবহার করবেন। অনেক বড় বড় ফানি ভিডিও গুলো থেকে একদম সহজেই Vizard Ai এর মাধ্যমে মুহূর্তের মধ্যে হাজার হাজার রিলস ভিডিও বানিয়ে নিতে পারবেন। আমি মনে করে, ঠিক এজন্যই আপনার "এস এ রিলস ভিডিও পাবলিশার্স" হিসাবে অবশ্যই আপনাকে Vizard Ai ব্যবহার করা উচিত।

বন্ধুরা, যেকোনো ভিডিওকে শর্ট ভিডিওতে রুপান্তর করার অসাধারণ একটি উপায় আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনি চাইলে আজ থেকেই যেকোনো ভিডিওকে শর্ট ভিডিওতে রুপান্তর করে আপনার ফেসবুক অথবা ইউটিউবে ছাড়তে পারবেন। আজকের এই অটোমেটিক শর্ট ভিডিও বানানোর উপায় আপনার কাছে অনেক হেল্পফুল একটি টিউন হবে।

তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টিউন, কীভাবে যেকোনো ভিডিওকে শর্ট ভিডিওতে পরিণত করবেন? আশাকরি টিউন টি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী টিউনে নতুন কোন বিষয় নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনস এর সাথেই থাকবেন।

Level 6

আমি স্বপন মিয়া। Sonic টিউনার, টেকটিউনস, গাইবান্ধা, রংপুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলজি বিষয়ে জানতে শিখতে ও যেটুকু পারি তা অন্যর মাঝে তুলে ধরতে অনেক ভালো লাগে। এই ভালো লাগা থেকেই আমি নিয়মিত রাইটিং করি। আশা করি নতুন অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস