এআই এর এই ভবিষ্যত প্রজেক্ট গুলো জীবন পাল্টিয়ে দিবে

আসসালামু আলাইকুম। শুভ শুক্রবার। কেমন আছেন?, আশাকরি সকলে ভালো আছেন। আশাকরি দিনটি ও ভালো যাচ্ছে। আজ আমি কথা বলবো এ আই এর ভবিষ্যত প্রযুক্তি গুলো নিয়ে।

যতদিন যাবে এআই উন্নত হতে থাকবে। এআই এখন পর্যন্ত যা চমক দেখিয়েছে তা ভবিষ্যতের সামনে কিছুই না। এআই নিয়ে মানুষের কৌতুহল ও প্রশ্নের শেষ নেই। এই কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতে এতটা আধুনিক হবে যা আপনার কল্পনার বাইরে। আমাদের যে কাজগুলো শিখতে কয়েক দশক লেগে যায় তা এআই এর ভবিষ্যত প্রযুক্তি দ্বারা তা তৈরির সাথে সাথে তার অপারেটিং সিস্টেম মাধ্যমে সে সেই কাজ করার জন্য প্রস্তুত হয়ে যাবে। এই এআই আমাদের মানুষের সহযোগী হিসেবে কাজ করবে। তারা আমাদের সাহায্য করবে, তারা আমাদের মতো কাজ করবে। আমাদের কাজগুলো সহজ করবে এবং কাজের গতি বাড়াবে। এতে মানুষের সাহায্যের পাশাপাশি তারা মানুষের কাজগুলোকেও কেড়ে নেবে। কিন্তু এআই এর থেকে ভয় পাওয়ার কিছু নেই, কারন তারা আমাদের কাছ থেকে কাজ কেড়ে নেওয়ার পাশাপাশি তারা আমাদের নতুন নতুন কাজ করার জন্য সেক্টর তৈরি করে দিবে। একটি জরিপ অনুযায়ী, এআই আমাদের ৭ কোটি চাকরি নেওয়ার পাশাপাশি তারা আমাদের ১৩ কোটি চাকরি করার সেক্টর তৈরি করে দিবে। এতে লেবার জাতীয় কাজ কমে যাবে এবং প্রযুক্তি গত চাকরি বেড়ে যাবে। এখন আমি এআই এর ভবিষ্যত প্রযুক্তি নিয়ে কথা বলবো। চলেন বেশি কথা না বলে মুল পর্বে চলে যাই:-

এআই এর ভবিষ্যত প্রযুক্তি কোন গুলো?

এআই ইমেজ চিহ্নিত করন:-

এই প্রযুক্তির মাধ্যমে আপনি আপনার ছবি গুলো চিহ্নিত করতে পারবেন। মানে আপনি আপনার ছবির বিভিন্ন অবজেক্ট বা বস্তু গুলো কে চিহ্নিত করতে পারবেন। বর্তমানে আমাদের এডিটিং এর জন্য ঘন্টার পর ঘন্টা ব্যায় করতে হয়। এই প্রযুক্তির মাধ্যমে আপনি সেই কাজগুলো কে তাড়াতাড়ি শেষ করতে পারবেন।

স্বাস্থ্য সমস্যা চিহ্নিতকরণ

সমস্যা আমাদের একটি অনাকাঙ্ক্ষিত সমস্যার মধ্যে। তারপরেও আমাদের জীবনের চলমান প্রক্রিয়াতে এটি আসবে। এই প্রযুক্তির মাধ্যমে অটোমেটিকালি আপনার স্বাস্থ্য গত সমস্যা গুলো চিহ্নিত করতে পারবে। ঘন্টার পর ঘন্টার রিপোর্ট গুলো কয়েক মিনিটে করা সম্ভব হবে। এটি আমাদের বিজ্ঞানীদের একটি যুগান্তকারী আবিষ্কার। এতে অনেক মানুষের জীবন বেঁচে যাবে।

সার্জারি রোবট

এই রোবট গুলোও স্বাস্থ্য খাতে ব্যাবহৃত হবে। এই রোবট গুলো ডাক্তারের সহযোগী হিসেবে কাজ করবে। এছাড়া যদি সেটি আরও আধুনিক করা যায় তাহলে তা হয়তোবা সার্জারিও করতে পারবে। এতে ডাক্তারের প্রতি নির্ভরশীলতা কমবে এবং মানুষের জীবনও বেচে যাবে।

অটোমেটেড গাড়ি

আপনি এই অটোমেটেড গাড়ির মাধ্যমে আপনার ড্রাইভারের খরচ বাঁচাতে পারবেন। এই প্রযুক্তি এখনও বাজারে রয়েছে কিন্তু পুরো দমে এটি এখনও শুরু হয়নি। এই গাড়ি গুলোর মাধ্যমে আপনি নিজের গন্তব্য সেট করে দিলে আপনি সেই স্থানে নিজের হাত না ব্যবহার করেই পৌছাতে পারবেন। এই প্রযুক্তি আপনার কাজ কে সহজ করবে।

ইন্ডাস্ট্রিয়াল রোবট

এই রোবট গুলো বানিজ্যিক কাজে ব্যাবহৃত হবে। এই রোবটগুলোর মাধ্যমে আপনি আপনার ব্যাবসায় গতি আনতে পারবেন। এই রোবট গুলোর কারনে লেবার কস্ট কমে যাবে। এবং ২৪/৭ কাজ চলমান থাকবে। এগুলো নিজ থেকে কাজ করবে। এগুলো আরও বেশি কাজ করতে পাবে। কারন এদের বিশ্রাম প্রয়োজন নেই।

শেষ কথা

রোবট এর মতো প্রযুক্তি গুলো ভবিষ্যতে কাজের গতি বাড়াবে, খরচ কমাবে, সবসময় পাশে থাকবে। এই প্রযুক্তি গুলো আরও প্রতিষ্ঠিত হবে। আমাদের বিজ্ঞানি
গন সবসময় এই গুলোকে আরও প্রতিষ্ঠিত করতে কাজ করে যাচ্ছেন। এছাড়া ও আরও অনেক প্রযুক্তি তৈরি হচ্ছে যা নিয়ে এই আর্টিকেলে আলোচনা করা সম্ভব না।

শেষ পর্যন্ত আসলেন, আশাকরি ভালো লেগেছে।
জোসস দেওয়ার অনুরোধ রইলো

Level 1

আমি মাসুমা মিরা। Field officer, Sfdf, Ishwardi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 মাস 2 সপ্তাহ যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি টেকটিউনস এ আর্টিকেল লিখি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস