সেরা ইউটিউব অভিজ্ঞতা পেতে ব্যবহার করতে পারেন ৫ টি AI টুল

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আমিও ভালো আছি। আজকে আবার হাজির হলাম আপনাদের জন্য নতুন টিউন নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের জীবনকে আরও সহজ করে দিচ্ছে৷ ChatGPT এর মত এআই টুল গুলো অনেক কঠিন কাজ সহজ করে দিচ্ছে। ডেভেলপাররা বিভিন্ন সার্ভিসে যুক্ত করছে AI ফিচার ফলে সেগুলো আরও কার্যকর হয়ে উঠছে। তেমনি ইউটিউবেও হচ্ছে AI এর ব্যবহার।

তো আজকের এই টিউনে আমরা ৫ টি AI টুল নিয়ে আলোচনা করব যেগুলো আপনার ইউটিউবিং এক্সপেরিয়েন্স বদলে দিতে পারে। ইউটিউবে এই টুল গুলো দিয়ে ইনস্ট্যান্ট ট্রান্সক্রিপশন, সামারি, চ্যাট ফিচার এবং ফ্ল্যাশ কার্ড তৈরি করতে পারবেন, একই সাথে যুক্ত করতে পারবেন বিভিন্ন হ্যান্ড Gesture।

১. Chat YouTube

সেরা ইউটিউব অভিজ্ঞতা পেতে ব্যবহার করতে পারেন ৫ টি AI টুল

Chat YouTube এমন এক ধরনের টুল যা দিয়ে আপনি যেকোনো ইউটিউব ভিডিও সম্পর্কে চ্যাটিং করতে পারবেন। ভিডিও লিংক টুলটিতে দিয়ে, যেকোনো প্রশ্ন করতে পারবেন। এটা ChatGPT ব্যবহার করবে এবং প্রায় একই ধরনের একটা ইউজার ইন্টারফেস পাবেন এখানে।

ভিডিও ঠিক ভবে লোড হবার পর আপনি ভিডিও সম্পর্কে একটি সামারি পেয়ে যাবেন এবং বিভিন্ন প্রশ্ন করতে পারবেন। বট আপনাকে তিনটি প্রশ্ন সাজেস্ট করতে পারে। এই টুলটি ব্যবহার করতে হলে অবশ্যই আপনার ChatGPT Plus এর এক্সেস থাকতে হবে।

Chat YouTube

অফিসিয়াল ওয়েবসাইট @ Chat YouTube

২. ExpoReader

ExpoReader দারুণ একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল যা আপনার ইউটিউব ভিডিওকে ব্লগ Post এ রূপান্তর করে ফেলতে পারে। এবং চাইলে সেটি আপনি বিভিন্ন জায়গায় শেয়ারও করতে পারেন।

কখনো কখনো লম্বা ভিডিও দেখার চেয়ে সেটি পড়ে ফেলা বেশি সহজ। ExpoReader আপনাকে সেই সুযোগটিই করে দেবে। ইউটিউব ভিডিও লিংক কপি পেস্ট করে কিছুক্ষণ অপেক্ষা করুন, এটি আপনাকে রিডেবল কন্টেন্ট দিয়ে দেবে।

সেই রিডেবল পেজটির নিজস্ব একটি লিংক থাকবে যা আপনি যেকোনো জায়গায় শেয়ার করতে পারবেন। সেই পেজে ভিডিওটিও Embeded থাকবে। ইউজার চাইলে দেখতেও পারবে।

ExpoReader, GPT ব্যবহার করে ট্রান্সক্রিপশন এবং ল্যাংগুয়েজ ক্লিনআপও করতে পারবে। যদি আপনার OpenAI API কী থাকে তাহলে, ফাইনাল পেজে সেটা এন্টার করে আর্টিকেলটির গ্রামার মিস্টেক ঠিক করা সহ এটিকে দুর্দান্ত পড়ার উপযোগী করে ফেলতে পারবেন।

ExpoReader

অফিসিয়াল ওয়েবসাইট @ ExpoReader

৩. You-TLDR

ইউটিউবের যেকোনো ভিডিও এর ট্রান্সক্রিপশন বা সামারি তৈরি করতে ব্যবহার করতে পারেন You-TLDR। সামারি ডাউনলোডও করতে পারবেন। ভিডিও সম্পর্কে প্রশ্ন করতে সেখানে পেয়ে যাবেন চ্যাটবট অপশন।

ভিডিও লিংক কপি পেস্ট করে দিলে কিছুক্ষণের মধ্যে সেটা ভিডিওকে প্রসেস করে ফেলবে। ভিডিও প্রসেস করার পর আপনি বিভিন্ন ফিচার পাবেন।

Transcript: You-TLDR আপনার ভিডিও এর ব্যাসিক ট্রান্সক্রিপ্ট করবে সাথে Timestamp ও পাবেন।

Summary: OpenAI, ব্যবহার করে You-TLDR ভিডিও এর একটি শর্ট সামারি তৈরি করবে। গুরুত্বপূর্ণ বিষয় গুলোই থাকে সামারিতে। কীওয়ার্ড ব্যবহার করে সামারি সার্চও করতে পারবেন৷

Chat: Chat YouTube, এর মত এখানেও আপনি ভিডিও সম্পর্কে প্রশ্ন করতে পারবেন। এটি একটি প্রিমিয়াম ফিচার সুতরাং ফ্রিতে এটি ব্যবহার করতে পারবেন না।

Settings সেকশন ব্যবহার করে আপনি You-TLDR, এর ট্রান্সক্রিপশন ইন্টারভেল টাইম চেঞ্জ করতে পারবেন। CSV, TXT, অথবা DOC ফরমেটে ফ্রিতে সামারি ও ট্রান্সক্রিপ্ট ডাউনলোড করতে পারবেন।

You-TLDR

অফিসিয়াল ওয়েবসাইট @ You-TLDR

৪. Freeze

Freeze একটি ক্রোম এক্সটেনশন যা দিয়ে আপনি বিভিন্ন Gesture যোগ করতে পারবেন। হাতের ইশারায় play, pause, mute, অথবা skip করতে পারবেন ইউটিউব ভিডিও। ওয়েবক্যাম ব্যবহার করে এআই Hand Gesture গুলো এনেভল করবে। এটি Disney এবং Netflix এর সাথেও কাজ করে।

স্ক্রিনশটের Guesture গুলো ফলো করুন।

Freeze

ক্রোম এক্সটেনশন লিংক @ Freeze

৫. Wisdolia

যেকোনো ইউটিউব ভিডিও এর ফ্ল্যাশকার্ড তৈরি করতে ব্যবহার করতে পারেন Wisdolia। চাইলে সেগুলো সেভ করেও রাখতে পারেন। Wisdolia শুধু মাত্র ইউটিউব ভিডিও এর জন্যই নয় বরং ওয়েব পেজ অথবা PDF থেকেও ফ্ল্যাশ কার্ড তৈরি করতে পারে।

এটি ব্যবহার করা বেশ সহজ। যখন ইউটিউব ভিডিও দেখবেন তখন নির্দিষ্ট এক্সটেনশন আইকনে ক্লিক করে ফ্ল্যাশ কার্ড জেনারেট করে ফেলতে পারবেন। Wisdolia আপনার ভিডিও এনালাইসিস করে বিভিন্ন প্রশ্নের ফ্ল্যাশ কার্ড তৈরি করবে। আপনি কোন প্রশ্নের উত্তর না জানলেও সমস্যা নেই, Don't Know তে ক্লিক করুন। Wisdolia আপনাকে প্রশ্নের উত্তর দিয়ে দেবে।

আপনি চাইলে ফ্ল্যাশ কার্ড গুলো আপনার একাউন্টে সেভ করেও রাখতে পারেন।

Wisdolia

অফিসিয়াল ওয়েবসাইট @ Wisdolia

শেষ কথা

এই কাজ গুলো করার জন্য ইন্টারনেটে আরও অনেক টুল রয়েছে তবে উল্লেখিত টুল গুলো পরিক্ষিত এবং ভাল কাজ করে। তারপরেও আপনি ট্রায়েল এন্ড এরর এর মাধ্যমে আপনার জন্য সেরাটি বেছে নিতে পারবেন।

তো আজকে এই পর্যন্তই, কেমন হল আজকের টিউন তা অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস