ChatGPT নিয়ে ৯ টি প্রশ্ন এবং উত্তর, যেগুলো আপনার অবশ্যই জানা উচিত!

Level 15
কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা

ChatGPT বর্তমান সময়ের সবচাইতে বড় প্রযুক্তি উদ্ভাবন গুলোর মধ্যে থেকে অন্যতম একটি। আপাতদৃষ্টিতে চ্যাটজিপিটি সকল মানুষেরাই ব্যবহার করছেন। যেখানে ছাত্র, শিক্ষক, প্রোগ্রামার, ডিজিটাল মার্কেট, কনটেন্ট রাইটার থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ রয়েছে। আর প্রত্যেকে ChatGPT ব্যবহারে ভালো অভিজ্ঞতা ও পাচ্ছে।

যাইহোক, এই চ্যাট বটটি যেহেতু বর্তমানের একটি ট্রেন্ডিং টপিক, তাই এটি নিয়ে মানুষদের মাঝে প্রশ্নের ও শেষ নেই। আর আপনার ও হয়তোবা এই ChatGPT নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, যা আপনি শুরু থেকেই খুঁজছেন। তাই আজকের এই টিউনটিতে আমি এরকম ৯ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর একসাথে রেখেছি, যার মাধ্যমে আপনি চ্যাটজিপিটি নিয়ে সম্পূর্ণ ক্লিয়ার হতে পারবেন।

১. চ্যাটজিপিটি (ChatGPT) কী‍?

চ্যাটজিপিটি (ChatGPT) কী‍?

চ্যাটজিপিটি (ChatGPT) হলো একটি কথোপকথন মূলক AI চ্যাটবট, যা OpenAI দ্বারা তৈরি করা হয়েছে। এটি মানুষের করা প্রশ্নের উত্তর দিতে, বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য প্রদান করতে, বিভিন্ন সমস্যার সমাধান করার ক্ষেত্রে মানুষের মতো করে প্রতিক্রিয়া জানাতে পারে।

আপনি তাই চ্যাটজিপিটি কে একজন মানুষের মত করে ভাবতে পারেন, যে আপনার করা প্রতিটি প্রশ্নের উত্তর আপনার মনের মত করেই দিবে। আপনি যখন গুগল কিংবা অন্য কোন সার্চ ইঞ্জিনে কোন বিষয়ে তথ্য পাওয়ার জন্য সার্চ করেন, তখন গুগল আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট শো করে, যেগুলো থেকে আপনাকে তথ্য খুঁজে নিতে হয়। আর, সার্চ ইঞ্জিন গুলোর সাজেস্ট করা ওয়েব পেজে আপনি কাঙ্ক্ষিত তথ্য নাও পেতে পারেন, যা আপনি এই মুহূর্তে চাচ্ছেন।

কিন্তু, এই দিক থেকে ChatGPT ব্যতিক্রম। আপনি ChatGPT কে প্রশ্ন করেন, তখন আপনার প্রশ্নের সাথে প্রাসঙ্গিক উত্তর দেয়। আর আপনি পরবর্তীতে সেই উত্তরের বিষয়ে পাল্টা প্রশ্ন করতে পারবেন। এক্ষেত্রে, চ্যাটজিপিটি অতীতের প্রশ্নগুলোর ভিত্তিতে স্মৃতি ধরে রাখে এবং সেই ডেটার উপর ভিত্তি করে আপনাকে পরবর্তীর রেসপন্স গুলো প্রদান করে।

সে দিক থেকে বিবেচনায়, ChatGPT কে একজন অত্যন্ত জ্ঞানী মানুষের মতো কল্পনা করতে পারেন, যিনি আপনার কনভার্সেশন এর টপিক মাথায় রেখে ঠিক আপনার মত করেই উত্তর দিতে থাকবে।

২. চ্যাটজিপিটি কতটা সঠিক তথ্য দিতে পারে?

চ্যাটজিপিটি কতটা সঠিক তথ্য দিতে পারে?

OpenAI এর মতে, চ্যাটজিপিটি এর উত্তর কখনো কখনো বিভ্রান্তিকর, ভুল এবং অসত্য হতে পারে। তবে, এটি শুনে আপনার হতাশ হওয়ার কিছু নেই। কেননা, ChatGPT আপনার করা অনেক মাঝারি থেকে ছোট সব প্রশ্নের উত্তর নির্ভুলভাবে দিতে সক্ষম। এটি মূলত বিশাল ডেটা এর উপর প্রশিক্ষিত একটি Large Language Model, যা আপনার প্রতিটি জটিল প্রশ্নের ও অবিশ্বাস্যভাবে নির্ভুল উত্তর দিতে পারে।

আর এটি বিশেষ করে নির্দিষ্ট কিছু টপিকের প্রশ্নের উত্তর যথার্থভাবে দিতে পারবে না। যেমন, এটি আপনাকে কোন একটি বিষয় নিয়ে ভবিষ্যৎবাণী করতে পারেনা। তবে, সেই বিষয়টি নিয়ে ভবিষ্যৎবাণী করতে না পারলেও আপনাকে একটি নির্ভরযোগ্য তথ্য দিবে, যা এই মুহূর্তে ChatGPT জানে। এছাড়াও আপনি জটিল সব কম্পিউটার প্রোগ্রাম লেখার জন্য ChatGPT কে বলতে পারেন। আর এটিও আপনাকে একেবারে সঠিক কম্পিউটার প্রোগ্রাম লিখে দিতে পারে।

উদাহরণস্বরূপ, আমি যদি একটি জাভাস্ক্রিপ্ট কম্পিউটার প্রোগ্রাম লেখার জন্য ChatGPT কে বলেছি। যেখানে, চ্যাট বটটি আমাকে এই সমস্যাটির সমাধান প্রোগ্রাম লিখে দিয়েছে।

চ্যাটজিপিটি দিয়ে তৈরি করা জাভাস্ক্রিপ্ট কোড

এটি বিভিন্ন সমস্যার জন্য কম্পিউটার প্রোগ্রাম লিখতে কিংবা কোন গাণিতিক সমস্যার সমাধান করতে দারুণভাবে দক্ষ। আপনি যদি জটিল কোন গাণিতিক সমস্যায় পড়েন, তাহলে সেটির সমাধান করার জন্য চ্যাটজিপিটি কে প্রশ্ন করতে পারেন। এটি আপনাকে বিস্তারিত ব্যাখ্যাসহ সেই অংকটির সমাধান করে দিতে পারে।

ChatGPT আপনাকে অনেক বিষয়ে সঠিক তথ্য দিতে পারলেও, আপনি যদি সাম্প্রতিক বা রিয়েল টাইম এর বিষয়গুলো নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করেন, তাহলে এটি আপনাকে সেই তথ্য দিতে পারে না। কেননা, আপনার অনুরোধের ভিত্তিতে সাম্প্রতিক সময়ের ডেটা গুলো ChatGPT ইন্টারনেট থেকে অ্যাক্সেস করতে পারে না। যেমন, সাম্প্রতিক সময়ে হয়ে যাওয়া কোন ফুটবল কিংবা ক্রিকেট বিশ্বকাপের ফলাফল সম্পর্কে যদি চ্যাটজিপিটি কে আপনি জিজ্ঞেস করেন, তাহলে এটি আপনাকে সেই আপডেট ইনফরমেশন জানাতে পারেনা।

চ্যাটজিপিটি এর প্রশ্ন ও উত্তরের লিমিটেশন

আবার, অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ইনফরমেশন সংগ্রহ করার জন্য চ্যাটজিপিটি নির্ভরযোগ্য সমাধান নয়। ‌কারণ, এমন অনেক রিসার্চ, সাইন্টিফিক ও চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো রয়েছে, যেগুলো ChatGPT এর মত AI মডেল গুলো ব্যাখ্যা করতে পারে না। আর এক্ষেত্রে আপনি সেসব বিষয়ের উত্তর পাওয়ার ক্ষেত্রে বিভ্রান্তিতে পড়তে পারেন।

কিন্তু তবুও, সাধারণ বিভিন্ন টপিকে প্রশ্ন, কম্পিউটার প্রোগ্রাম লিখে নেওয়া, মার্কেটিং টিপস নেওয়া, ক্রিয়েটিভ কোন আইডিয়া খোঁজা, ব্লগ আর্টিকেলের টপিক লিখে নেওয়া, ভিডিও স্ক্রিপ্ট তৈরি করা ইত্যাদি কাজসহ আপনি আরো অনেক কিছু ChatGPT দিয়ে করতে পারেন। আর এসব বিষয়ে, চ্যাটজিপিটি আপনাকে সঠিক তথ্য দিতে পারে।

৩. ChatGPT কী আপনার কনভার্সেশন সংরক্ষণ করে?

ChatGPT কী আপনার কনভার্সেশন সংরক্ষণ করে?

অনেক ব্যক্তি রয়েছেন, যারা অনলাইনে নিজেদের প্রাইভেসি নিয়ে বেশি সচেতন। আর সেজন্যই তারা জানতে চান যে, ChatGPT তাদের কথোপকথনের ডেটা গুলো সংরক্ষণ করে রাখে কিনা। এর উত্তর হল, হ্যাঁ। আপনি যখন OpenAI এর সাথে কথোপকথন করেন, তখন এটি আপনার কথোপকথন গুলো সেভ করে রাখে, যাতে করে আপনার কথোপকথনের উপর ভিত্তি করে AI Model কে Improve করা যায়।

আপনি যদি ChatGPT এর AI Model কে Improve করার জন্য আপনার ডেটা গুলোকে শেয়ার করতে না চান, তাহলে ChatGPT এর Settings ওপেন করুন।

ChatGPT এর সেটিংস অপশন

এরপর, Data Control অপশন থেকে “Chat history & training” অপশনটি বন্ধ করে দিন।

Data Control অপশন থেকে “Chat history & training” অপশনটি বন্ধ করা

এতে করে আপনার কনভারসেশন গুলো আর রেকর্ড থাকবে না। আর আপনি চাইলে সেটিংস এর General অপশনের “Delete all chat” থেকে Delete All বাটনে ক্লিক করে পূর্বের সমস্ত চ্যাট ডিলিট করে দিতে পারেন।

General অপশনের “Delete all chat” থেকে Delete All বাটনে ক্লিক করে পূর্বের সমস্ত চ্যাট ডিলিট

৪. চ্যাটজিপিটি কী নিরাপদ?

চ্যাটজিপিটি কী নিরাপদ?

চ্যাটজিপিটি এর সবচেয়ে ভালো দিক হলো, OpenAI টিম চ্যাট বটটিকে নিরাপদ করার জন্য যথেষ্ট উদ্যোগ নিয়েছে। যদিও, ChatGPT সামনে আনার পর নিরাপত্তা সংক্রান্ত অনেক সমস্যা ছিল। আর এই ধরনের সমস্যা সমাধানের OpenAI যথেষ্ট কাজ করেছে এবং বর্তমানে চ্যাট বটটিকে নিরাপদ বলা যেতে পারে।

এখানে আপনি যেকোন অপরাধমূলক কাজের সাহায্যের জন্য টিপস কিংবা কাজের ধাপ চেয়ে প্রশ্ন করলে, এটি আপনাকে সে প্রশ্নের উত্তর দিতে অপারগতা প্রকাশ করবে। এমনকি, আপনি যদি আপনার কোন একটি শারীরিক লক্ষণ বর্ণনা করে ChatGPT এর কাছে চিকিৎসা সংক্রান্ত সাহায্য চান, তাহলে এটি আপনাকে সেই তথ্যের উপর পুরোপুরি নির্ভর করতে বলবেনা। বরং, আপনার কিছু সমস্যার কথা উল্লেখ করে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলার জন্য পরামর্শ দিবে।

চ্যাটজিপিটি এর নিরাপদ প্রশ্ন উত্তর

একইভাবে, আইনি পরামর্শ এবং কোন সেন্সেটিভ বিষয়ে প্রশ্নের উত্তরের ক্ষেত্রে ও আপনাকে সতর্ক করবে। এমনকি, এটি আপনাকে কোন প্রশ্নের উত্তর দেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকবে। সেদিক থেকে বিবেচনায়, চ্যাটজিপিটি তে সেনসিটিভ বিষয়ের প্রশ্নের উত্তর না দেওয়ায়, এটি পূর্বের চাইতে অনেক নিরাপদ।

৫. ChatGPT কি ফ্রি ব্যবহার করা যায়?

ChatGPT কি ফ্রি ব্যবহার করা যায়?

ChatGPT ব্যবহারকারীদেরকে যে ধরনের সমস্যার সমাধান দিতে পারে এবং এটি যতটা উপকারী, সেই তুলনায় এটির মূল্য অনেক হওয়া উচিত ছিল। কিন্তু অবিশ্বাস্যভাবে এখনো পর্যন্ত আপনি ChatGPT 3.5 সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারেন। তবে, আরো শক্তিশালী Large Language Model এর GPT 4.5 ব্যবহার করার জন্য আপনাকে সাবস্ক্রিপশন করতে হয়।

OpenAI তাদের ব্যবহারকারীদের জন্য GPT 3.5 সম্পূর্ণ বিনামূল্যের করে দিয়েছেন। এমনকি, বিনামূল্যের ব্যবহারকারীদের কে অন্যান্য সার্ভিস এর মত বিজ্ঞাপণ পর্যন্তও দেখানো হয় না। তবে, আপনি কিছু ট্রিক্সস ফলো করে GPT 4.5 ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে প্রতিমাসের সাবস্ক্রিপশন ফি দিতে হবে না। যদিও, এই পদ্ধতিতে GPT 4.5 ব্যবহারের ক্ষেত্রে কিছু লিমিটেশন রয়েছে।

কীভাবে GPT 4.5 বিনামূল্যে ব্যবহার করবেন, এটি নিয়ে আমার পূর্বের একটি টিউন রয়েছে, আপনি চাইলে এই টিউনটি দেখে আসতে পারেন।

৬. আপনি চ্যাটজিপিটি দিয়ে কী কাজ করতে পারেন?

আপনি চ্যাটজিপিটি দিয়ে কী করতে পারেন?

চ্যাটজিপিটি দিয়ে আপনি কী কী করতে পারেন, এই তালিকা অসংখ্য। ChatGPT দিয়ে কী কী কাজ করা যায়, আপনার যদি এই প্রশ্ন থাকে, তাহলে এই প্রশ্নটিকেই আপনি লিখিত আকারে ChatGPT এর কাছে বলতে পারেন।

ChatGPT দিয়ে যেসব কাজ করা যায়

ChatGPT দিয়ে কী কী করা যেতে পারে, এই প্রশ্নটিই চ্যাট বটটিকে করা হয়েছিল; যেখানে তার কাজের টপিকগুলো সংক্ষেপে বর্ণনা করে আমাকে উত্তর দিয়েছে।

আপনি চ্যাটজিপিটি দিয়ে, ইমেইল লেখা, দরখাস্ত লেখা, মার্কেটিং টিপস নেওয়া, ভিডিও স্ক্রিপ্ট লিখে নেওয়া, জটিল কোন কম্পিউটার প্রোগ্রাম লিখে নেওয়া থেকে শুরু করে আরো যাবতীয় কাজ করতে পারবেন। তাই, আপনার যে প্রশ্নই থাকুক না কেন, তা নির্দ্বিধায় ChatGPT কে করুন এবং একটি ক্রিয়েটিভ উত্তর নিন।

৭. ChatGPT কী Google Search কে রিপ্লেস করতে পারে?

ChatGPT কী Google Search কে রিপ্লেস করতে পারে?

ChatGPT রিলিজ হওয়ার পর থেকেই একটি জল্পনা-কল্পনা তৈরি হয়েছিল যে, এখন কী গুগলের দিন শেষ হতে চলেছে? আর এটি বলার পেছনে ও যুক্তিযুক্ত কারণ রয়েছে। কেননা, চ্যাটজিপিটি এর ক্ষমতা দেখে সবাই আশ্চর্য হয়েছিল এবং যে কারণে সবাই এমনটি ভাবছে যে, ChatGPT কি গুগলের বিকল্প হতে পারে?

যদিও ChatGPT এখনো পর্যন্ত গুগলের মতো সার্চ ইঞ্জিনের জায়গা দখল করতে পারবে না। কেননা, গুগল সার্চ ইঞ্জিন হিসেবে ও যথেষ্ট শক্তিশালী, যা ব্যবহারকারী Personalized সার্চ রেজাল্ট এনে দেয়।

ChatGPT কিন্তু গুগলের সার্চ ইঞ্জিনের মত ওয়েব পেজগুলোকে Crawl করতে পারে না। আর চ্যাটজিপিটি এর সবচেয়ে ডাইড সাইড হলো, এটি ইন্টারনেটের বিভিন্ন বিষয়গুলোকে রিয়েল টাইম অ্যাক্সেস করতে পারে না। তারমানে, নির্দিষ্ট সময়ের পর ঘটে যাওয়া কোন ইভেন্টের তথ্য এখানে পাওয়া যাবে না।

অপরদিকে, গুগলে কিছু সময় আগে ঘটে যাওয়া ঘটনা গুলোও খুঁজে পাওয়া যায়। গুগলে কোন বিষয়ে সার্চ করে বিভিন্ন ওয়েবসাইট থেকে কাঙ্ক্ষিত বিষয়টি খুঁজে নেওয়া যায়। আর বর্তমানে ChatGPT এর ক্রোম এক্সটেনশন ও রয়েছে, যা গুগল সাবজেক্ট এর সাথে Integrate করা যায়।

আপনি এখানে আমার নিচের গুগল সার্চ রেজাল্ট টি দেখুন। যেখানে, গুগল সার্চে ChatGPT Chrome Extensions ব্যবহার করার মাধ্যমে একই সাথে গুগল সার্চ রেজাল্ট এবং ChatGPT থেকে জেনারেট হওয়া টেক্সট গুলো দেখা যাচ্ছে।

গুগল সার্চে ChatGPT Chrome Extensions ব্যবহার

আপনি চাইলে, নিচে দেওয়া লিংকে ক্লিক করে এই ব্রাউজার এক্সটেনশন টি ব্যবহার করতে পারেন।

যাইহোক, আমাদের অবশ্যই স্বীকার করতে হবে যে, আমরা কখনোই আত্মবিশ্বাসের সাথে প্রযুক্তির এই গতিপথের ভবিষ্যৎবাণী করতে পারব না। তবে, বর্তমান প্রযুক্তি বিশ্বে যেমনটি দেখা যাচ্ছে, তাতে করে গুগল এবং চ্যাটজিপিটি সম্পূর্ণ আলাদা। যেখানে, এখনো পর্যন্ত ও Google তথ্য খোঁজার ক্ষেত্রে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। কারণ, এখান থেকে নির্ভরযোগ্য তথ্য অনুসন্ধান করা যায়।

তাই আমরা এমনটি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি না যে, ChatGPT গুগলের জায়গা কে রিপ্লেস করতে চলেছে। বরং, ChatGPT হলো একটি শক্তিশালী এআই টুল, যা মানুষের দৈনন্দিন কাজগুলোকে আরো সহজ করেছে।

ChatGPT Chrome extensions

অফিসিয়াল ওয়েবসাইট @ ChatGPT Chrome extensions

৮. চ্যাট জিপিটি কী কর্মক্ষেত্রে আপনার প্রতিস্থাপন হতে পারে?

চ্যাট জিপিটি কী কর্মক্ষেত্রে আপনার প্রতিস্থাপন হতে পারে?

যদিও চ্যাটজিপিটি মানুষের কর্ম ক্ষেত্রে প্রভাব ফেলবে কিনা, এটি নিয়ে অনেকেই চিন্তিত নন। কিন্তু, এই ধারণার পেছনে অনেক ভালো যুক্তি রয়েছে। কারণ হলো, ChatGPT কম্পিউটার প্রোগ্রাম লিখে দেওয়া, আর্টিকেল তৈরি করা, ইমেইল লিখতে পারা এবং এমনকি একজন হিউম্যান কাস্টমার সাপোর্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে ও কাজ করতে পারে।

তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে, ChatGPT এর কারণে কি আমাদেরকে অবসরে যেতে হবে? এর উত্তর হল, না। চ্যাটজিপিটি এর কারণে আপনাকে খুব শীঘ্রই কর্মক্ষেত্র নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।

ChatGPT এর মত AI Model গুলো প্রকৃত অর্থে বুদ্ধিমান নয়। কারণ হলো, তারা মানুষের মতো করে চিন্তা করতে পারেনা। আপনি এই বিষয়টি আপনার স্মার্টফোনের Auto Correct ফিচারগুলোর প্রতি লক্ষ্য করুন। যেখানে, আপনি কী টাইপ করতে চান, তা আপনার স্মার্টফোন বলতে পারেনা। যেখানে আপনি একটি শব্দ টাইপ করার পর সেই শব্দের ক্রম অনুসারে আরো একটি অর্থপূর্ণ শব্দ আপনাকে সাজেস্ট করা হয়, যা আপনি ইতিমধ্যে টাইপ করেছেন, তার উপর ভিত্তি করে।

এভাবে করেই Transformer AI Model কাজ করে থাকে। যদিও তাদের Prediction অনেক বেশি Better হয়।

সেই সাথে, এটি দ্বারা তৈরি করা অটো জেনারেটেড টেক্সট দিয়ে কখনোই আপনার গ্রাহকদের প্রশ্নের উত্তর দেওয়া পুরোপুরি সম্ভব নয়। কেননা, এটি বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের মতো করে প্রতিক্রিয়া ও আবেগ বুঝতে পারবেনা। আর, আপনি হলে কি ChatGPT দিয়ে কোন চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আর্টিকেল লেখার জন্য বলবেন?

এর উত্তর হতে পারে, না। আপনি গ্রাহক সেবা থেকে শুরু করে কোন ক্ষেত্রেই হয়তোবা AI Chat Bot এর উপর পুরোপুরি নির্ভর করতে চাইবেন না। যদিও, কাস্টমার সাপোর্ট থেকে শুরু করে আরো কিছু ক্ষেত্রে সীমিত সাহায্যের জন্য ChatGPT এর মত AI Tool গুলোকে ব্যবহার করা যেতে পারে। তবে দিনশেষে চ্যাটজিপিটি আমাদের দৈন্দদিন কাজগুলোর প্রোডাক্টিভিটি বাড়িয়ে দেয়, আমাদের চাকরি হারানো নয়।

৯. ChatGPT এর বিকল্প আছে কী?

ChatGPT এর বিকল্প আছে কী?

চ্যাটজিপিটি আমাদের সামনে আসার আগ পর্যন্ত অনেকেই হয়তোবা জানতেন না যে, ChatGPT এর মতো আরো অনেক AI Chat Bot বাজারে রয়েছে। এসব চ্যাট বট গুলোও Large Language Model এ তৈরি করা হয়েছে এবং যেগুলো ও যথেষ্ট ক্রিয়েটিভ Answer দিতে পারে।

চ্যাটজিপিটি এর এসব বিকল্প গুলোর মধ্যে যেমন Google Birds, Copilot, Claude, Chatsonic, Claude 2 ইত্যাদি।

আপনি এসব এআই টুলগুলো ব্যবহার করেও চ্যাটজিপিটি এর মত বিভিন্ন জটিল প্রশ্নের উত্তর খুঁজতে পারেন।

শেষ কথা

চ্যাটজিপিটি বর্তমানে এআই প্রযুক্তি বিশ্বে একটি দুর্দান্ত গেম চেঞ্জার। এআই প্রযুক্তি যে কী করতে পারে, তা ChatGPT সামনে আসার পর অনেকেই অনুধাবন করতে পেরেছেন। আর চ্যাটজিপিটি সামনে আসার পর থেকেই আমাদের মাথায় ও বেশ কিছু প্রশ্ন আসতে শুরু করেছে, যেগুলোর মধ্য থেকে আজকের আলোচনা করা প্রশ্নগুলো অন্যতম।

তাই, আজকের এই টিউনে আমি ChatGPT সম্পর্কে এরকমই গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় ৯ টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করলাম, যেগুলো হয়তোবা আপনার মাথাতে ও এসেছিল। তাহলে, আজ থেকে আপনিও আপনার দৈনন্দিন কাজগুলোকে সহজ করার জন্য ChatGPT এর ব্যবহার করতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।

Level 15

আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস