বর্তমানে ChatGPT, GPT-4, Bard, এবং Claude এআই টুলগুলোর সাথে আমরা বেশ পরিচিত। যেসব টুলগুলো আমাদেরকে মানুষের মত করে বিভিন্ন কনটেন্ট লিখে দিতে পারে। এআই টুল দিয়ে তৈরি করে কনটেন্ট প্রায়ই বিভ্রান্তিমূলক হতে পারে। এক্ষেত্রে, যারা সেই কনটেন্টটি পড়বে, তারা সঠিক তথ্য এবং তাদের বোধগম্য ভাষায় কনটেন্ট নাও পেতে পারে।
আর আমরা বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার এমন এক যুগে বাস করছি, যেখানে মানুষের মত করে লিখতে পারে এমন সব বড় বড় ল্যাঙ্গুয়েজ মডেল উদ্ভাবিত হচ্ছে। যে ল্যাঙ্গুয়েজ মডেল গুলো দিয়ে অনেক বেশি ক্রিয়েটিভ কন্টেন্ট তৈরি করা সম্ভব। আর, এই সুযোগটিকে কাজে লাগিয়েই অনেকে তাদের কনটেন্ট তৈরি করার ক্ষেত্রে কিংবা ব্যক্তিগত কাজের জন্য এ ধরনের এআই টুলগুলো ব্যবহার করছে। যা অনেক ক্ষেত্রেই চুরি কিংবা নৈতিক অবক্ষয় ঘটাচ্ছে।
বিশেষ করে, অনেকেই ChatGPT, GPT-4, Bard, এবং Claude দিয়ে তৈরিকরা কনটেন্ট নিজের বলে চালিয়ে দিচ্ছেন।
আর তাই, এআই টুলগুলো দিয়ে তৈরি করা কনটেন্ট সনাক্ত করা অপরিহার্য। যাতে করে, প্রতিটি কর্মক্ষেত্রে, শ্রেণিকক্ষে এবং গবেষণা প্রতিষ্ঠানে স্বচ্ছতা, বিশ্বাস, কনটেন্টের কোয়ালিটি এবং ভুলগুলো প্রতিহত করা যায়। আজকের এই টিউনে ChatGPT, GPT-4, Bard, এবং Claude এর লেখা সনাক্ত করার জন্য যে ১০ টি টুল নিয়ে আলোচনা করা হয়েছে, সেগুলো দিয়ে আপনি খুব সহজে বিভিন্ন রিসার্চ পেপার, অ্যাসাইনমেন্টস, ডকুমেন্টস এবং ব্লগ কনটেন্ট সনাক্ত করতে পারবেন।
এই টিউনে উল্লেখিত টুলগুলো আপনি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। সেই সাথে, কিছু টুল ক্রোম এক্সটেনশন হিসেবেও ব্যবহার করতে পারবেন। যার ফলে, কোন কনটেন্ট সনাক্ত করার জন্য আপনাকে আলাদা করে ওয়েবসাইট ওপেন করতে হবে না। তাহলে চলুন, চ্যাটজিপিটি, গুগল বার্ড ও ক্লড দিয়ে তৈরি করা লেখা সনাক্ত করার টুলগুলো দেখে নেওয়া যাক।
এআই দিয়ে তৈরিকরা কনটেন্ট তৈরি করার জন্য GPTZero অন্যতম সেরা একটি টুল। এই টুলটি ব্যবহার করে Google Bard (PalM 2), ChatGPT, GPT-4 এবং আরো অন্যান্য AI Generated কনটেন্ট সনাক্ত করতে পারেন।
আপনি যদি কোন ব্যক্তিকে দিয়ে আর্টিকেল লিখে নেন অথবা আপনার যদি কোন টেক্সট দেখে সেটিকে এআই দিয়ে লেখা মনে হয়, তাহলে সেটি সনাক্ত করার জন্য আপনি চাইলে GPTZero ব্যবহার করতে পারেন। যেটি দিয়ে খুব সহজে ও দ্রুত সময়ের মধ্যে এ ধরনের এআই কনটেন্ট সনাক্ত করা যায়। এই টুলটি আপনার দেওয়া কনটেন্ট চেক করার পর, AI Generated Text অংশকে হাইলাইট করে দেখাবে।
অফিসিয়াল ওয়েবসাইট @ GPTZero
আপনি নিশ্চয় জানেন যে, চ্যাটজিপিটি OpenAI দিয়ে তৈরি করা হয়েছে এবং এটি দিয়ে যেকোনো বিষয়ে মানুষের মতো করে কনটেন্ট লিখে নেওয়া যায়। তাহলে, এই টুলটি দিয়ে কোন কনটেন্ট তৈরি করা হয়েছে কিনা, তা কীভাবে চেক করবেন?
চ্যাটজিপিটি সহ যেকোন ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে তৈরি করা কনটেন্ট সনাক্ত করার জন্য OpenAI তাদের নিজস্ব OpenAI AI Text Classifier টুল নিয়ে এসেছে, যেটি দিয়ে খুব সহজেই অত্যন্ত নির্ভুলভাবে যেকোনো ল্যাঙ্গুয়েজ মডেল এর দিয়ে তৈরি করা এআই কনটেন্ট সনাক্ত করা যায়।
আপনার কাছে থাকা কনটেন্টটি কোন এআই টুল দিয়ে তৈরি করা হয়েছে কিনা, সেটি চেক করে দেখার জন্য আপনিও চাইলে OpenAI AI Text Classifier টুলটি ব্যবহার করে দেখতে পারেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ OpenAI AI Text Classifier
আপনি যদি ChatGPT, GPT-4, Bard, এবং Claude এর মত গুলো টুলগুলো দিয়ে তৈরি করা কনটেন্টগুলো সনাক্ত করতে চান, তাহলে CopyLeaks আপনার জন্য অন্যতম একটি সেরা টুল হতে পারে। যে টুলটি দিয়ে আপনি সরাসরি ওয়েবসাইট অথবা ক্রোম এক্সটেনশন এর মাধ্যমে এআই দিয়ে তৈরিকরা কনটেন্ট চেক করার সুযোগ পাবেন।
CopyLeaks ক্রোম এক্সটেনশন হিসেবে ব্যবহার করে খুব সহজেই Plagiarism Check চেক করতে পারবেন। এমনকি আপনি কোন ওয়েবসাইটে গিয়ে মাউস দিয়ে টেক্সটকে হাইলাইট করে, মাউসের রাইট বাটনে ক্লিক করে খুব সহজেই এ ধরনের চেকিং করতে পারবেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ CopyLeaks
অন্যান্য সব এআই কনটেন্ট সনাক্ত করার টুল থেকে SciSpace টুলটি বেশ ভিন্ন। অন্যান্য টুলগুলো দিয়ে যেখানে শুধুমাত্র লেখা কপি পেস্ট করার মাধ্যমে চেক করা যায়, সেখানে এটি দিয়ে যে কোন পিডিএফ ফাইল আপলোড করে ও সেটিকে চেকিং করা সম্ভব হয়। এই টুলটিকে PDF এর কন্টেন্ট সনাক্ত করার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।
তাই এখন থেকে আপনার যদি কোন একাডেমিক কাজের জন্য কোন পিডিএফ ফাইল চেক করার প্রয়োজন পড়ে, তাহলে আপনি এই টুলটি ব্যবহার করে খুব সহজেই পিডিএফ ফাইল অথবা সরাসরি লেখা কপি পেস্ট করার মাধ্যমে এআই কনটেন্ট সনাক্ত করতে পারবেন।
আমি Bard, ChatGPT, এবং HuggingChat এর মতো ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে তৈরি করা কনটেন্ট চেক করতে SciSpace ব্যবহার করেছি। যেটি আমাকে সঠিকভাবেই এআই কনটেন্ট সনাক্ত করে দিতে সক্ষম হয়েছে।
অফিসিয়াল ওয়েবসাইট @ SciSpace
আপনি যদি কোন টেক্সট অথবা ইমেজ এআই দিয়ে তৈরি করা কিনা সেটি চেক করতে চান, তাহলে Hive Moderation আপনার জন্য একটি সেরা টুল হতে পারে। কোন প্যারাগ্রাফ অথবা কোন আর্টিকেল এআই দিয়ে তৈরি করা হয়েছে কিনা, সেটিকে নির্ভরযোগ্য ভাবে সনাক্ত করার জন্য এই টুলটি আপনার জন্য বেশ সাহায্যকারী হবে।
এটি বিভিন্ন AI-generated Image ওয়েবসাইট, যেমন DALL-E, Midjourney, এবং Stable Diffusion এর মতো আরো টুল দিয়ে তৈরি করা ইমেজ শনাক্ত করার জন্য ব্যবহার করা যাবে। আকর্ষণীয় সব এআই জেনারেটেড ইমেজ অনেক সময় নিজে থেকে শনাক্ত করা যায় না। এসব ক্ষেত্রে আপনি চাইলে, Hive Moderation ব্যবহার করতে পারেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ Hive Moderation
এআই কনটেন্ট সনাক্ত করার জন্য Content at Scale মোটামুটি নির্ভুল রিপোর্ট তৈরি করে থাকে। এই টুলটি ChatGPT এবং Google Bird এর মতো বৃহৎ ল্যাঙ্গুয়েজ মডেলের দিয়ে তৈরি করা কনটেন্ট ভালোভাবে সনাক্ত করতে পারে এবং শনাক্তকৃত কন্টেন্ট গুলোকে হাইলাইট করে।
অনলাইন থেকে প্রাপ্ত কন্টেন্ট অথবা অন্য কারো কাছ থেকে নেওয়া কোন কন্টেন্ট এআই দিয়ে তৈরি করা কিনা, সেটি চেক করার জন্য আপনি নির্ভরযোগ্য টুল হিসেবে Content at Scale ও ব্যবহার করতে পারেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ Content at Scale
ChatGPT এর দিয়ে তৈরিকরা কনটেন্ট সনাক্ত করার জন্য Hello Simple AI হলো একটি অন্যতম বিনামূল্যের ওপেন সোর্স টুল। এই টুলটি ও বিভিন্ন প্যারামিটারের উপর ভিত্তি করে দ্রুত সময়ের মধ্যে আপনাকে একটি সঠিক রেজাল্ট প্রদর্শন করে, যেখানে সেই কনটেন্টটি এআই দিয়ে তৈরি করা হয়েছে কিনা, তার একটি সম্ভাব্য ফলাফল থাকে।
যদিও এই টুলটি OpenAI এর Classifier টুলটির মত একেবারে সঠিক তথ্য প্রদান করতে সক্ষম নয়, কিন্তু তবুও এটি আপনাকে এমন লেখা গুলো সনাক্ত করতে দেয় যে, এটি এআই দিয়ে তৈরি করা হয়েছে কিনা। তাই, কোন একটি কন্টেন্ট চেক করার জন্য আপনি অন্যান্য টুলগুলো ব্যবহার করার পাশাপাশি চাইলে এই টুলটিও ব্যবহার করে দেখতে পারেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ Hello Simple AI
OpenAI HF Detector হল একটি জনপ্রিয় বিনামূল্যের ওপেন সোর্স টুল, যা OpenAI এর ChatGPT দিয়ে তৈরি কৃত কনটেন্ট সনাক্ত করার জন্য ব্যবহার করা যেতে পারে।
যদিও এই টুলটি অনেক সময় এআই কনটেন্ট শনাক্ত করতে ব্যর্থ হতে পারে। কেননা, ChatGPT এবং আরো অন্যান্য সার্ভিসগুলো অনেক বড় Language Model ব্যবহার করে। সেই সাথে, তারা আরো শক্তিশালী ল্যাঙ্গুয়েজ মডেল আনছে, যেগুলো দিয়ে তৈরি করা কনটেন্ট আরো বেশি মানুষের মতো হয়ে থাকে। কিন্তু তবুও, যেকোনো এআই জেনারেটেড কনটেন্ট চেক করার জন্য আপনি চাইলে OpenAI HF Detector ব্যবহার করতে পারেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ OpenAI HF Detector
ChatGPT, Bard এবং আরো সব বৃহৎ Language Models এর দিয়ে তৈরি করা কনটেন্ট চেক করার জন্য Corrector.app একটি নির্ভরযোগ্য টুল, যা এসব Language Models এর দিয়ে তৈরিকরা কনটেন্ট চেক করার পাশাপাশি আরো সব Older Version দিয়ে জেনারেট করা টেক্সট সনাক্ত করতে ব্যবহার করা যেতে পারে।
তবে এই টুলটি ব্যবহার করার সমস্যা হলো, এটি শুধুমাত্র পুরাতন সব Language Models দিয়ে তৈরি করা কনটেন্ট শনাক্ত করতে ভালো কাজ করে। যেটি নতুন Large Language Models সংস্করণ এর টেক্সট সনাক্ত করতে সক্ষম নয়। এর কারণ হলো, নতুন Large Language Models গুলো বিভিন্ন টেক্সট তৈরি করতে আরো বেশি মানুষের মতো ভাষা ব্যবহার করছে। অন্যদিকে, এই টুলটি শুধুমাত্র এআই লেখাগুলোর Syntax এবং শব্দার্থ গুলো বিশ্লেষণ করার মাধ্যমে ফলাফল দেখাতো।
অফিসিয়াল ওয়েবসাইট @ Corrector.app
AI Content Detector হিসেবে Writer.com আজকের তালিকার শেষ টুল। অন্যান্য টুলগুলোর মতোই আপনি এই টুলটি দিয়ে ও এআই কনটেন্ট সনাক্ত করার কাজ করতে পারবেন। তবে, এটি দিয়ে শুধুমাত্র ১৫০০ অক্ষরের লেখা একসঙ্গে চেক করা যায়। এআই দিয়ে লেখা কনটেন্ট সনাক্ত করার ক্ষেত্রে অন্যান্য টুলগুলো অকার্যকর হলেও, এটি দিয়ে খুব সহজেই সেটের সমাধান করা সম্ভব।
আপনি Writer.com ব্যবহার করে খুব সহজেই অনলাইনে থাকা যেকোন কনটেন্ট এআই দিয়ে লেখা হয়েছে কিনা তা চেক করে দেখতে পারেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ Writer.com
বর্তমানে আমরা এমন এক সময় বাস করছি, যখন এআই মানুষের মতো করে কনটেন্ট লিখে দিতে পারছে। আর এসব কনটেন্ট গুলোতে এমন ভাবে লেখাগুলোকে উপস্থাপন করা হয়, যেটি মানুষের দিয়ে তৈরি করা কনটেন্ট বলেই মনে হয়। কিন্তু, আপনি যদি অন্য কোন ব্যক্তির কাছ থেকে টাকার বিনিময়ে কন্টেন্ট লিখে নেন, অথবা কেউ যদি কোন সৃজনশীল কন্টেন্ট নিজের বলে দাবি করে, তাহলে সেসব কনটেন্ট যথাযথভাবে সনাক্ত করার জন্য আপনি এ ধরনের এআই কনটেন্ট সনাক্ত করণ টুল ব্যবহার করতে পারেন।
এসব টুলগুলো আপনাকে ChatGPT, GPT-4, Bard, এবং Claude এর মতো Large Language Models দিয়ে তৈরি করা কনটেন্ট সনাক্ত করতে দিবে।
আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)