চ্যাটজিপিটি কমান্ড প্রমপ্ট (ChatGPT Command Prompt): চ্যাটজিপিটির ব্যবহারের সাথে পরিচিত হওয়ার সাথে সাথে আমরা আরো কতগুলো পদবাচ্য (Term)-এর সাথে পরিচিত হয়েছি। যেমনঃ প্রমপ্ট(Prompt), প্রমপ্ট ইঞ্জেনিয়ারিং (Prompt Engineering), কমান্ড প্রমপ্ট (Command Prompt) ইত্যাদি। আজকের আলোচনায় আমরা সর্বোত্তম কমান্ড প্রমপ্ট সম্পর্কে জানবো যা ChatGPT-এর ব্যবহারকে আরো বেশি user friendly করে তুলবে এবং best response নিশ্চিত করবে।
যে শব্দগুচ্ছ, বাক্যাংশ অথবা পূর্ণ বাক্য চ্যাটজিপিটির টেক্সট বক্সে নির্দেশনা, প্রশ্ন বা জিজ্ঞাসা ইনপুট হিসেবে দেওয়া হয় তাকে Prompt বলে। এই প্রমপ্টের ধরনের বোধগম্যতার প্রেক্ষিতে চ্যাটজিপিটি response প্রস্তুত করে থাকে। একটি উত্তম prompt-ই কেবল কাঙ্ক্ষিত response প্রদান করতে পারে।
চ্যাটজিপিটি কমান্ড প্রমপ্ট (ChatGPT Command Prompt) হলো কিছু সুনির্দিষ্ট কমান্ড বা নির্দেশনা যা প্রমপ্ট বক্সে ইনপুট দিয়ে চ্যাটজিপিটিকে direction দেওয়া হয়। ফলে ব্যবহারকারী সাশ্রয়ী শ্রমে উত্তম response পেতে পারেন। এই কমান্ডগুলো চ্যাটজিপিটিকে নির্দিষ্ট পথে পরিচালিত করে এবং অনেকটা নির্ভুল উত্তরদানে সাহায্য করে থাকে।
চ্যাটজিপিটির কমান্ডসমূহ (Commands of ChatGPT Prompt): চ্যাটজিপিটির কতিপয় জনপ্রিয় ও সর্বোচ্চ ব্যবহার উপযোগী কমান্ড প্রমপ্টগুলো নিম্নে তুলে ধরা হলো :
- কন্টিনিউ (Continue): চ্যাটজিপিটির প্রতি একক টেক্সটকে (per unit of text) টোকেন (Token) বলে। এই টোকেনের দৈর্ঘ্যসীমা 8, 192 টোকেন (ChatGPT 4)। ফলে একত্রে অনেক বড় দৈর্ঘ্যের বিষয়বস্তু রচনা করা এই টুলের দ্বারা সম্ভব হয় না। আর তাই এটি যখন একটি response generate করে থেমে যায় এবং সেই response-এ ব্যবহারকারী সন্তুষ্ট না হন; তখন ব্যবহারকারী আরো জানতে ‘Continue’ কমান্ডটি প্রমপ্টে ব্যবহার করতে পারেন। চ্যটজিপিটি যেহেতু পূর্বের আলোচনা মনে রাখতে পারে সেহেতু, ঠিক যেখানে থেমেছিল ঐখান থেকেই আবার response generate করা শুরু করতে পারে। সুতরাং একই প্রশ্ন বারবার ইনপুটে দেওয়ার শ্রম হতে ব্যবহারকারী রেহাই পান।
উদাহরণঃ
‘কন্টিনিউ’ কমান্ডের পূর্বেঃ
‘কন্টিনিউ’ কমান্ডের পরেঃ
- ট্রানস্লেট (Translate): যে কোনো ভাষায় অনুবাদ করতে দক্ষ চ্যাটজিপিটি। ট্রানস্রেট (Translate) কমান্ড দিয়ে যে কোনো ভাষায় অনুবাদের কাজ করা যায় চ্যাটজিপিটির সাহায্যে।
উদাহরণঃ
‘ট্রানস্লেট’ কমান্ডের পূর্বেঃ
‘ট্রানস্লেট’ কমান্ডের পরেঃ
- সামারাইজ (Summarize): জেনারেট করা রেসপন্সের দৈর্ঘ্য যদি অপেক্ষাকৃত অনেক বড় হয় এবং ব্যবহারকারীর সময় সল্পতা বা বিষয়বস্তু বুঝতে সমস্যা হয়, তবে ব্যবহারকারী ‘সামারাইজ’ কমান্ডটি ব্যবহার করে দীর্ঘ টেক্সটের সারসংক্ষেপ পেতে পারেন। এটি ব্যবহা্রকারীকে মূল বিষয়বস্তু অনুধাবনে ব্যাপক সাহায্য করবে। উল্লেখ্য যে, ব্যবহারকারী যদি অন্য কোনো উৎসের দীর্ঘ টেক্সট চ্যাটজিপিটিকে প্রদান করে তার সামারাইজ করতে বলে, সেই টেক্সটও চ্যাটজিপিটি সামারাইজ করে দিতে পারে।
উদাহরণঃ
এই উদাহরণের বিষয়বস্তু পূর্বের ভ্রমণের উদাহরণ ব্যবহার করা হয়েছে।
- List (লিস্ট): গুরুত্বপূর্ণ কার্য প্রক্রিয়ায় কি কি বিষয় অর্ন্তভুক্ত করা প্রয়োজন তার একটি তালিকা বা লিস্ট আমাদের প্রায়শই তৈরি করতে হয়। এই কাজটি নিখুঁতভাবে করতে চ্যাটজিপিটির সাহায্য নেওয়া যেতে পারে। এক্ষেত্রে ‘লিস্ট’ কমান্ড ব্যবহার করা হয়। লিস্ট কমান্ড দিয়ে কোন কিছুর তালিকা করতে বললে সম্ভাব্য সকল বিষয়বস্তুর সুন্দর তালিকা চ্যাটজিপিটি তৈরি করতে পারে।
উদাহরণ:
- ইলাবোরেট (Elaborate): চ্যাটজিপিটির কোনো response এর আরও বিস্তারিত জানতে ‘ইলাবোরেট’ কমান্ডটি ব্যবহার করা হয়। এই কমান্ড অনুসারে চ্যাটজিপিটি আলোচ্য বিষয়টি আরো সুবিস্তৃতভাবে ব্যাখ্যার আকারে তুলে ধরে।
উদাহরণঃ
এই উদাহরণে পূর্বের সাক্ষাৎকার প্রশ্নাবলিকে ‘ইলাবরেট’ করতে বলা হয়েছিল তার response দেখা যাচ্ছে।
- এক্ট এজ (Act as): ‘এক্ট এজ’ কমান্ড দ্বারা চ্যাটজিপিটিকে যে কোনো চরিত্রের ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়। এই কমান্ডকে ‘Roleplay’ কমান্ডও বলা হয়। একটি নির্দিষ্ট ভূমিকায় আচরণ করতে বললে চ্যাটজিপিটি উক্ত ভূমিকা অত্যন্ত দায়িত্ব সহকারে পালন করে। বিক্রেতা কিংবা ক্রেতা, চাকুরিদাতা কিংবা চাকুরিপ্রার্থী, বিনিয়োগকারী কিংবা ঋণগ্রহীতা এবং শিক্ষক কিংবা ছাত্র সকল ভূমিকাই এটি পালন করে তার স্বপক্ষে তথ্য প্রদান করতে পারে।
উদাহরণঃ
- প্রজ এন্ড কনস (Pros & cons): কোন বিষয়ের সুবিধা ও অসুবিধা সম্পর্কে জানতে ‘pros & cons’ কমান্ড ব্যবহার করা হয়। এতে ব্যবহারকারী অজানা বিষয় সম্পর্কে আরো সুনির্দিষ্ট ধারণা পায়।
উদাহরণঃ
পূর্বের উদাহরণে ক্রেতাকে কীরূপে পণ্যের প্রতি আকৃষ্ট করা যায় এরূপ প্রশ্নে চ্যাটজিপিটি যে রেসপন্স তৈরি করেছে তার মধ্য হতে ‘গুণগতমান সংরক্ষণ’ এর সুবিধা ও অসুবিধা জানতে চাইলে, চ্যাটজিপিটি নিম্নোক্ত রেসপন্স প্রদান করে:
- সাদৃশ্য এবং বৈসাদৃশ্য (Compare & contrast): আমাদের অনেক সময় বিভিন্ন বিকল্পসমূহের (options) মাঝে তুলনা করে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য বা পার্থক্য (Compare & contrast) নির্ধারণ করতে হয়। যাতে আমরা সর্বোত্তম বিকল্পটি বেছে নিতে পারি। বিশেষত ব্যবসায় জগতে এরূপ পরিস্থিতি ব্যাপক উদ্ভুত হয় যেখানে একাধিক বিনিয়োগখাত হতে উত্তম বিনিয়োগখাত বাছাই করতে হয় অথবা একাধিক কর্ম প্রক্রিয়া হতে সর্বোত্তম কর্ম প্রক্রিয়া নির্ধারণ করতে হয়। এমতাবস্থায় বিকল্পগুলোর মাঝে ‘Compare & contrast’ অ্যানালাইসিস করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এক্ষেত্রেও চ্যাটজিপিটি দক্ষ। চ্যাটজিপিটির প্রমপ্টে ‘Compare & contrast’ কমান্ড লিখলে এটি বিষয়বস্তুর মধ্যকার মিল ও অমিল তুলে।
উদাহরণঃ
- ধাপে ধাপে ব্যাখ্যা কর (Explain step-by-step): চ্যটজিপিটি হতে প্রাপ্ত রেসপন্স যদি ব্যবহারকারীর বুঝতে সমস্যা হয় এবং তিনি যদি কোন বিষয় বিস্তৃত জানতে চান তবে ‘Explain step-by-step’ বা ‘In simple Term’ বা ‘Clarify’ কমান্ড ব্যবহার করতে পারেন। এতে চ্যাটজিপিটি বিষয়বস্তুর বিস্তৃত ব্যাখ্যা ধাপে ধাপে বা ভেঙ্গে ভেঙ্গে করে থাকে।
উদাহরণঃ
‘Explain step-by-step’ বা ‘In simple Term’ বা ‘Clarify’ কমান্ড ব্যবহার করার পরেঃ
- ট্রাবলশুট (Troubleshoot): বিভিন্ন ডেটা আন্যালাইস সফট্ওয়্যার যেমন এক্সল, এক্সস, পাইথন ইত্যাদির সূত্র বা গণনায় কোন ভুল নির্ণয় করতে চ্যাটজিপিটির ‘Troubleshoot’ কমান্ড ব্যবহার করা হয়।
উদাহরণঃ
উপর্যুক্ত কমান্ডসমূহ আমাদের চ্যাটজিপিটির ব্যবহারকে আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং দক্ষতাপূর্ণ করে তুলবে। আমরা কম সময়ে অতিদ্রুত চ্যটজিপিটিকে দিয়ে সঠিক রেসপন্স জেনারেট করাতে সক্ষম হবে যা আমাদের কাজ কর্মকে করবে নির্ভুল এবং গতিশীল। তাই আমাদের এই কমান্ডসমূহ জানা অত্যন্ত জরুরী।
বি. দ্র: এখানে কমান্ডসমূহের কার্যকারিতা বাংলা ভাষায় কাজের ক্ষেত্রে উপস্থাপন করা হয়েছে বিধায় অনেক কমান্ড ইংরেজিকে সরাসরি বাংলায় লিখা হয়েছে। মূলত চ্যাটজিপিটির বাংলা ভাষায় পারদর্শীতা উপস্থাপনের উদ্দেশ্যে এমনটা করা হয়েছে।