আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, আশা করছি ভাল আছেন। বরাবরের মত হাজির হলাম নতুন একটি টিউন নিয়ে।
আমরা সবাই জানি ChatGPT কতটা বুদ্ধিমান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরেও আমরা আমাদের চাহিদা মত রেজাল্ট পাই না। মূলত চাহিদামত রেজাল্ট পাবার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সঠিক ভাবে Prompt দেয়া। আপনি যদি সঠিক ভাবে Prompt দিতে পারেন তাহলে সেরা রেজাল্টটি আপনি পেতে পারেন।
তো আজকের টিউনে আমরা জানব কীভাবে সঠিক এবং স্মার্টভাবে Prompt দেয়া যায় এবং সেরা রেজাল্ট পাওয়া যায়। এই কাজে আমরা সাহায্য নিব ৩ টি ক্রোম এক্সটেনশনের এবং চ্যাট ChatGPT এর একটি Prompt এর। তাহলে চলুন শুরু করা যাক।
ChatGPT কে সঠিক ভাবে Prompt দেয়ার অন্যতম একটি ক্রোম ব্রাউজার এক্সটেনশন হচ্ছে AIPRM। সঠিক ভাবে ব্লগ আর্টিকেল লেখা থেকে শুরু করে আরও অনেক কাজ করতে পারবেন এই টুল দিয়ে।
এক্সটেনশনটি এড করার সাথে আপনার ChatGPT ইন্টারফেসটি চেঞ্জ হয়ে যাবে, নতুন একটি ইন্টারফেস পাবেন। বিভিন্ন Prompt এখানে আপনি পাবেন। এখানে আপনি ১০০% হিউম্যান আর্টিকেল, SEO ফ্রেন্ডলি আর্টিকেল লিখতে পারবেন। একই সাথে রয়েছে আর্টিকেল রিরাইট করার ব্যবস্থা। আর্টিকেলকে দুর্দান্ত করার পাশাপাশি এই এক্সটেনশনটি আপনি প্রোডাক্ট ডেসক্রিপশন লিখার কাজেও ব্যবহার করতে পারবেন, তৈরি করতে পারবেন Youtube এর SEO ফ্রেন্ডলি টাইটেল।
ক্রোম এক্সটেনশন @ AIPRM
ChatGPT ব্যবহার করে আপনি যদি চমৎকার ইমেইল লিখতে চান তাহলে আপনার জন্য রয়েছে ChatGPT Writer ক্রোম এক্সটেনশনটি। এখানে আপনি প্রথমে Context লিখবেন এবং পরের বক্সে ব্রিফ করে দেবেন কি চান, ব্যাস কিছুক্ষণের মধ্যে ইমেইল ক্রিয়েট হয়ে যাবে। এক্সটেনশনটির দারুণ আরেকটি সুবিধা হচ্ছে ChatGPT Writer দিয়ে আপনি ইমেইলের রিপ্লাইও দিতে পারবেন।
এক্সটেনশনটি এড করে Gmail এ চলে যান। Compose এ ক্লিক করলে আপনি ChatGPT Write এর একটি আইকন পাবেন। আইকনটিতে ক্লিক করে আপনি লিখুন কি চান।
ক্রোম এক্সটেনশন @ ChatGPT Writer
আপনি যদি ChatGPT এর গুগল ব্যবহার করতে চান তাহলে আপনার জন্য রয়েছে ChatGPT for Google। এক্সটেনশনটি এড করার পর থেকে গুগলে কোন কিছু সার্চ করলে ডান পাশে পাবেন ChatGPT রেজাল্ট।
ChatGPT এর রেজাল্টটি স্ক্রিনের ডানপাশে ছোট করে থাকবে, এটিকে চাইলে এক্সপান্ডও করে নিতে পারবেন।
ক্রোম এক্সটেনশন @ ChatGPT for Google
কোন কিছুর সঠিক রেজাল্ট পেতে আপনার Prompt কেমন হবে সেটি আপনাকে যদি ChatGPT ঠিক করে? কেমন হবে? এক কথায় অসাধারণ হবে।
নিচের, Prompt টা ChatGPT তে দিন, এবার ChatGPT আপনাকে বিভিন্ন প্রশ্ন করবে, আপনি উত্তর দেবেন ChatGPT সঠিক রেজাল্ট দেবে এবং আপনাকে আরও অনেক প্রশ্ন করবে। এভাবে প্রশ্নের উত্তর দিতে দিতে আপনি ফাইনাল একটা Prompt পেয়ে যাবেন। এই Prompt ব্যবহার আপনি পেয়ে যাবেন দুর্দান্ত কন্টেন্ট। প্রমাণের জন্য নিজেই ট্রাই করে দেখুন।
I want you to become my Prompt Creator. Your goal is to help me craft the best possible prompt for my needs. The prompt will be used by you, ChatGPT. You will follow the following process: 1. Your first response will be to ask me what the prompt should be about. I will provide my answer, but we will need to improve it through continual iterations by going through the next steps. 2. Based on my input, you will generate 3 sections. a) Revised prompt (provide your rewritten prompt. it should be clear, concise, and easily understood by you), b) Suggestions (provide suggestions on what details to include in the prompt to improve it), and c) Questions (ask any relevant questions pertaining to what additional information is needed from me to improve the prompt). 3. We will continue this iterative process with me providing additional information to you and you updating the prompt in the Revised prompt section until it's complete.
ChatGPT কে সঠিক ভাবে Prompt দিতে পারলেই আপনি সেরাটি এখান থেকে বের করে নিয়ে আসতে পারবেন। আশা করছি এই টিউনটি আপনাকে ChatGPT কে সঠিক Prompt দিতে সাহায্য করবে।
আজকে এ পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোন টিউনের সাথে ততদিন ভাল থাকুন, আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।