অজানা ১০ টি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকের এই টিউনে আমি সেরা ১০ টি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল নিয়ে আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।

সময়ের সাথে সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল গুলো হয়ে উঠছে দারুণ কাজের যেগুলো বাঁচিয়ে দিচ্ছে আমাদের সময় এবং শ্রম। যারা AI টুল নিয়ে আগ্রহী তাদের জন্যই এই ১০ টি টুল।

১. Neural Frames

আপনি মুহূর্তের মধ্যে আপনার ইমেজকে এনিমেশন ভিডিওতে কনভার্ট করে ফেলতে পারবেন। আপনার ইমেজ এবং নির্দিষ্ট Prompt এর মাধ্যমে তৈরি হয়ে যাবে চমৎকার কালার-ফুল একটি ভিডিও।

প্রথমে Neural Frames ওয়েবসাইটে চলে যান এবং Create video from txt এ ক্লিক করুন, স্টাইল সিলেক্ট করুন এবং আপনার ইমেজ আপলোড করে দিন। বাম পাশে Prompt লেখার একটি বক্স পাবেন। প্রয়োজন মত prompt দিয়ে রেন্ডারে ক্লিক করুন। তৈরি হয়ে গেলে ডাউনলোড করে নিন।

Neural Frames

অফিসিয়াল ওয়েবসাইট @ Neural Frames

২. Firefly

Adobe এর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল ব্যবহার করে আপনি ইমেজের বিভিন্ন কাজ কর‍তে পারবেন। টেক্সট থেকে ইমেজ তৈরি, ব্যাকগ্রাউন্ড রিমুভ, টেক্সট ইফেক্ট সহ আরও অনেক কিছু করতে পারবেন এখান।

চলুন আমরা ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি। এজন্য প্রথমে Firefly ওয়েবসাইটে চলে যান এবং generative fill এ ক্লিক করুন। আপনার ইমেজ সিলেক্ট করুন। নিচে Background এ ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ড চলে যাবে। এবার ফাকা বক্সে লিখুন কি ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি চাচ্ছেন, সর্বশেষ Generate এ ক্লিক করুন। আপনার নির্দেশনা মত ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। পোশাক সিলেক্ট করে Prompt দিয়ে আপনি পোশাকও চেঞ্জ করে ফেলতে পারবেন।

Firefly

অফিসিয়াল ওয়েবসাইট @ Firefly

৩. VidRapid

আপনি বড় ইউটিউব ভিডিও দেখতে অনিচ্ছুক? কোন সমস্যা নাই আপনার জন্য রয়েছে Vidrapid। চমৎকার এই টুলটি আপনার দীর্ঘ ইউটিউব ভিডিও সামারাইজ করে দিতে পারবে মুহূর্তেই।

VidRapid ওয়েবসাইটে চলে যান, বক্সে নির্দিষ্ট ইউটিউব ভিডিও লিংকটি দিয়ে Submit এ ক্লিক করুন। এটি ভিডিও সামারাইজ করার পাশাপাশি টাইম অনুযায়ী টপিকও তৈরি করে দেবে। Transcript এ ক্লিক করে আপনি পুরো ভিডিও এর ট্রান্সক্রিপশনও দেখতে পারবেন। এই টুলটি অন্য ভাবেও ব্যবহার করা যায়, ভিডিও লিংকের আগে Sum লিখে দিলেও এটি আপনাকে Vidrapid ওয়েবসাইটে নিয়ে আসবে। তাছাড়া এর একটি ক্রোম এক্সটেনশনও রয়েছে।

VidRapid

অফিসিয়াল ওয়েবসাইট @ VidRapid

৪. CreatorKit

আপনি যদি প্রফেশনালি প্রোডাক্ট ইমেজ তৈরি করতে চান তাহলে এখন আর ব্যয়বহুল সেটআপ লাগবে না। সাধারণ প্রোডাক্ট ইমেজ দিয়েই চমৎকার চোখ ধাঁধানো প্রফেশনাল প্রোডাক্ট ইমেজ তৈরি করে ফেলতে পারবেন।

প্রফেশনাল প্রোডাক্ট ইমেজ তৈরি করতে প্রথমেই চলে যান CreatorKit ওয়েবসাইটে। Try it এ ক্লিক করে আপনার ইমেজ আপলোড করুন। প্রোডাক্ট ক্যাটাগরি সিলেক্ট করে, স্টাইল সিলেক্ট করে, Prompt দিন। ইমেজ পছন্দ না হলে Render Again এ ক্লিক করতে পারেন। ফাইনালি ইমেজ ডাউনলোড করুন। ইমেজটি ছোট আকারে ডাউনলোড হবে, এটিকে হাই রেজুলেশন করতে পরের টুলটি আমরা ব্যবহার করব।

CreatorKit

অফিসিয়াল ওয়েবসাইট @ CreatorKit

৫. Replicate

লো কোয়ালিটি ইমেজকে মুহূর্তেই ফটোশপ ছাড়া হাই কোয়ালিটি ইমেজে কনভার্ট করতে আপনাকে সাহায্য করবে Replicate। যেকোনো ইমেজকেই এটি হাই রেজুলেশনে কনভার্ট করতে পারবে।

Replicate ওয়েবসাইটে চলে যান এবং Super Resolution এ ক্লিক করুন, পরের পেজ থেকে mv-lab/swin2sr অপশনটি সিলেক্ট করুন। এবার আপনার লো কোয়ালিটি ইমেজ আপলোড করে Submit করুন। কিছু সময়ের মধ্যে আপনার ইমেজটি তৈরি হয়ে যাবে, ডাউনলোড করে নিন।

Replicate

অফিসিয়াল ওয়েবসাইট @ Replicate

৬. GravityWrite

আপনি যদি কন্টেন্ট লিখে সেটা গুগলে র‍্যাংক করতে চান তাহলে আপনাকে সাহায্য করতে পারে GravityWrite। GravityWrite টুলটির মাধ্যমে আপনি SEO অপটিমাইজড কন্টেন্ট তৈরি করতে পারবেন এবং SEO অপটিমাইজড হওয়াতে সার্চ ইঞ্জিনে সেগুলোর র‍্যাংকিং থাকবে ভাল।

GravityWrite ওয়েবসাইটে যান এবং Blog Workflow থেকে Quick 1 Click Blog post সিলেক্ট করুন। টাইটেল লিখে Create content এ ক্লিক করুন আর দেখুন জাদু। এই টুলটির মাধ্যমে আপনি ব্লগ Post এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, ইউটিউব স্ক্রিপ্ট, এড এবং ইমেইল কপিও তৈরি করতে পারেন।

GravityWrite

অফিসিয়াল ওয়েবসাইট @ GravityWrite

৭. BrandCrowd

গ্রাফিক্স ডিজাইন জ্ঞান না থাকলে লোগো ডিজাইন করা কতটা কঠিন এটা আমরা সবাই জানি। তবে আপনি যদি আপনার কোম্পানির জন্য চমৎকার লোগো ডিজাইন করতে চান তাহলে আপনার জন্য রয়েছে Brandcrowd। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলের মাধ্যমে মুহূর্তেই পছন্দ মত লোগো ডিজাইন করে ফেলতে পারবেন।

প্রথমে BrandCrowd ওয়েবসাইটে চলে যান এবং কোম্পানির নাম লিখুন, এর পর টপিক লিখুন Continue এ ক্লিক করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন বিভিন্ন লোগো। এখান থেকে পছন্দ মত লোগো সিলেক্ট করে ইচ্ছেমত এডিট করতে পারবেন। ফ্রিতে ডাউনলোড করতে গেলে অবশ্য ওয়াটার মার্ক থাকবে তবে Watermarkremover.io থেকে আপনি ওয়াটার-মার্ক রিমুভ করে নিতে পারেন।

BrandCrowd

অফিসিয়াল ওয়েবসাইট @ BrandCrowd

৮. Lumen5

আপনি টেক্সটকে ভিডিওতে কনভার্ট করতে চান আপনার জন্য রয়েছে Lumen 5। এই টুলের মাধ্যমে আপনার ব্লগ Post কে ভিডিওতে কনভার্ট করে ফেলতে পারবেন।

Lumen 5 ওয়েবসাইটে যান এবং সাইন-আপ করুন। প্লাস আইকনে ক্লিক করে পছন্দ মতো টেম্পলেট সিলেক্ট করুন। বাম পাশের বক্সে আপনার ওয়েবসাইটের লিংক দিয়ে import এ ক্লিক করুন। ফাইনালি Convert to video তে ক্লিক করুন। ইচ্ছেমত এডিট করে Publish এ ক্লিক করুন।

Lumen 5

অফিসিয়াল ওয়েবসাইট @ Lumen 5

৯. Predis.ai

আপনার সোশ্যাল মিডিয়া একাউন্ট গুলোর জন্য প্রফেশনাল মানের Post তৈরি করতে ব্যবহার করতে পারেন Predis.ai টুলটি। টুলটি আপনাকে একই সাথে কন্টেন্ট, ডিজাইন এবং ইমেজ যোগ করে দেবে।

চমৎকার সোশ্যাল মিডিয়া Post তৈরি করে ফেলতে প্রথমে চলে যান, Predis.ai ওয়েবসাইটে, এবং Generate your first post এ ক্লিক করুন। প্রথমে সিলেক্ট করুন কি ধরনের Post তৈরি করতে চান যেমন Business, Meme, Quotes ইত্যাদি, এরপর আপনার বিজনেস সম্পর্কে আইডিয়া দিন, কন্টেন্ট কেমন হবে যেমন, সিঙ্গেল ইমেজ নাকি ভিডিও সিলেক্ট করুন এবং ফাইনালি থিম সিলেক্ট করে Generate post এ ক্লিক করুন। আপনি Post পেয়ে যাবেন এবং ইচ্ছেমত স্টাইল সিলেক্ট কর‍তে পারবেন, এডিটও করতে পারবেন। সোশ্যাল মিডিয়া সিলেক্ট করে Post শিডিউল ও কর‍তে পারবেন।

Predis.ai

অফিসিয়াল ওয়েবসাইট @ Predis.ai

১০. Mubert

যারা ইউটিউব বা ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করেন তারা জানেন যে মনের মত মিউজিক পাওয়া কতটা কঠিন কাজ। মিউজিক পেলেও দেখা যায় সেগুলো কপিরাইটেড থাকে। ভিডিও এর জন্য সঠিক মিউজিক পেতে আপনাকে সাহায্য করবে Mubert টুলটি।

প্রথমে Mubert ওয়েবসাইটে চলে যান এবং Generate a track now এ ক্লিক করুন। এখানে আপনি অনেক গুলো AI জেনারেটেড ট্র‍্যাক দেখতে পাবেন। নিজের পছন্দ মতো ট্র‍্যাক পেতে স্ক্রিনের বামপাশে Prompt দিন, ডিউরেশন সিলেক্ট করে Generate Track এ ক্লিক করুন। ডাউনলোড আইকনে ক্লিক করে ট্র‍্যাকটি ডাউনলোড করতে পারেন। Search by reference এ ক্লিক করে নির্দিষ্ট অডিও লিংক দিয়ে, প্রায় একই রকম ট্র‍্যাক তৈরি করে নিতে পারবেন। এখানে আপনি ইউটিউবের অডিও রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারেন।

Mubert

অফিসিয়াল ওয়েবসাইট @ Mubert

শেষ কথা

এই টিউনের কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল সম্পর্কে আপনি পূর্বপরিচিত থাকলেও বেশিরভাগ টুল গুলো সম্পর্কে হয়তো আজকেই জেনেছেন। আশা করছি টুল গুলো আপনাদের চমৎকার লেগেছে।

আজকে এ পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোন টিউনের সাথে ততদিন ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস