আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, আশা করছি ভাল আছেন। বরাবরের মত হাজির হলার নতুন একটি টিউন নিয়ে।
সম্প্রতি roomGPT নামে একটি দারুণ AI টুল রিলিজ করা হয়েছে যার মাধ্যমে আপনি মুহূর্তেই আপনার ঘরের ডিজাইন চেঞ্জ করে ফেলতে পারবেন। আপনার ঘরের ডিজাইন কেমন হবে সেটা নিয়ে কনফিউশনে থাকলে এই টুলটি আপনাকে দারুণ ভাবে সাহায্য করতে পারে।
roomGPT একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই ভিত্তিক টুল যা দিয়ে হোম ডেকোরেশন আইডিয়া পাওয়া যায়। নির্দিষ্ট রুমের ছবি এই টুলটিতে দিলে এটি মুহূর্তের মধ্যে বিভিন্ন ডিজাইন ক্রিয়েট করে দিতে পারে। যেকোনো স্পেস দ্রুত সময়ের মধ্যে রি-ডিজাইন করতে
টুলটি বেশ কার্যকর।
roomGPT একটি সম্পূর্ণ ফ্রি এবং ওপেন সোর্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল। ইউজাররা চাইলে রি-ডিজাইন করতে বিভিন্ন থিম, modern, neutral, monochromatic, complementary, analogous, warm, cool, pastel, ইত্যাদি ব্যবহার করতে পারবে। সিলেক্ট করতে পারবেন বিভিন্ন ধরনের রুম রয়েছে living room, dining room, bedroom, bathroom, office, kitchen, gaming room, guest room, laundry room, এবং home theatre অপশন।
অফিসিয়াল ওয়েবসাইট @ roomGPT
প্রথমে roomgpt.io ওয়েবসাইটে যান এবং লগ ইন করুন।
Upload an Image এ ক্লিক করুন এবং রুমের ছবি আপলোড করুন।
Room Type সিলেক্ট করুন
Themes সিলেক্ট করে Render Designs এ ক্লিক করুন।
কয়েক সেকেন্ডের মধ্যে ঘরের নতুন ডিজাইন পেয়ে যাবেন।
আপনার ঘরের যেকোনো রুমকে মনের মত সাজিয়ে নিতে সাহায্য করতে পারে roomGPT অ্যাপটি। এই মুহূর্তে রুম রি-ডিজাইন করার বিভিন্ন অ্যাপ বা টুল পাওয়া গেলেও roomGPT সবার চেয়ে আলাদা।
আজকে এ পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোন টিউনের সাথে ততদিন ভাল থাকুন, আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।