কীবোর্ডেই ফ্রিতে ব্যবহার করুন ChatGPT

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, আশা করছি ভাল আছেন। বরাবরের মত হাজির হলার নতুন একটি টিউন নিয়ে।

জেনারেটিভ AI বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। সবাই এই মার্কেটটি ধরতে চাইছে। অনেক কোম্পানি নিজেদের ইউজার বাড়াতে বিভিন্ন AI টুলের সাথে কোলাবোরেশান করছে। এমনই একটি উদাহরণ হতে পারে মাইক্রোসফট Bing এ ChatGPT। ফ্রিতে ChatGPT ব্যবহার করার সুযোগ দেয়ায় বৃদ্ধি পেয়েছে মাইক্রোসফটের ইউজার সংখ্যা। Bing সার্চে ChatGPT ইন্টিগ্রেশনে ইউজাররা সার্চের ক্ষেত্রে পাচ্ছে দারুণ এই AI সুবিধা।

আর এখন আপনি Bing এর সহযোগিতায় SwiftKey ব্যবহার করে আপনার কীবোর্ডেই পেয়ে যাবেন ChatGPT। এখানে আপনি ফ্রিতে GPT-4 মডেল ব্যবহার করতে পারবেন।

কীভাবে কীবোর্ডে ChatGPT ব্যবহার করবেন?

প্রথমে আপনার ফোনে Swift Key ইন্সটল করে নিন। সব ধরনের পারমিশন দিয়ে এটিকে ডিফল্ট কিবোর্ড হিসেবে সেট করুন।

Bing আইকনে ক্লিক করুন

Chat এ ক্লিক করে মাইক্রোসফট একাউন্টে সাইন ইন করে নিন।

আপনার জন্য ChatGPT রেডি!

এখানে আপনি তিনটি স্টাইলে কনভারসেশন করতে পারবেন যেমন, Creative, Balanced, এবং Precise।

শেষ কথা

চমৎকার এই কীবোর্ডের মাধ্যমে আপনি এখন থেকে ফোনের যেকোনো অ্যাপে গিয়ে ChatGPT এক্সেস পেয়ে যাবেন। যেহেতু এখানে GPT-4 মডেলের এক্সেস থাকবে সেহেতু কীবোর্ডটি আপনাকে ফ্রিতেই এই মডেল ব্যবহারের সুযোগ করে দিচ্ছে। এই ফিচারটি এখন শুধু মাত্র অ্যান্ড্রয়েড ফোনেই ব্যবহার করা যাচ্ছে আশা করা যায় iOS এ খুব তাড়াতাড়ি এটি নিয়ে আসা হবে।

আজকে এ পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোন টিউনের সাথে ততদিন ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস