আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে।
আজকের টিউনে দারুণ কিছু AI টুল নিয়ে আলোচনা করব। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক,
ভিডিও রিলেটেড দারুণ একটি AI টুল হচ্ছে Runway। অনেক ধরনের ফিচারই আপনি এখানে পাবেন, তবে এর সবচেয়ে অবাক করার মত ফিচার হচ্ছে টেক্সট টু ভিডিও ফিচারটি। এত দিন আপনি টেক্সট টু ইমেজ তৈরি করেছেন এবার টেক্সট থেকে ভিডিও তৈরি করতে পারেন।
Runway ওয়েবসাইটে যান, সাইন আপ করে Generate video with text prompts এ ক্লিক করুন। ইচ্ছে মত Prompt দিন আর দেখুন যাদু।
অফিসিয়াল ওয়েবসাইট @ Runway
Clipdrop.co একটি টেক্সট টু ইমেজ AI টুল। এর মাধ্যমে আপনি দারুণ সব ইমেজ তৈরি করে ফেলতে পারবেন। এই টুলটি শুধু মাত্র এই কাজটিই করে না আরও অনেক কাজ করা যায় এটি দিয়ে।
Clipdrop.co ওয়েবসাইটে চলে যান এবং টুল থেকে Stable Diffusion XL সিলেক্ট করুন। Prompt দিয়ে সাথে সাথে পেয়ে যাবেন দারুণ সব ইমেজ। এর আরেকটি ফিচারের কথা না বললেই নয়। Clipdrop.co এর Uncrop ফিচারটি দিয়ে আপনি চাইলে ছবিকে এক্সপান্ডও করে নিতে পারেন। টুলটির Relight ফিচারটি দিয়ে আপনি ইমেজের লাইটিং ও কন্ট্রোল করতে পারবেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ Clipdrop
আপনি যদি ইমেজকে মিক্স করতে চান তাহলে এই AI টুলটি আপনাকে সাহায্য করতে পারে। আপনার ইমেজে যেকোনো আর্ট যোগ করতে পারবেন এই টুলের মাধ্যমে। ইউজ করা বেশ সহজ দুটি ইমেজ সিলেক্ট করে দিলেই এটি আপনার ইমেজ মিক্স করে দিয়ে দেবে।
Ostagram.me ওয়েবসাইটে চলে যান সাইন আপ করে আপনার ইমেজটি আপলোড করুন এবং নিচ থেকে যেকোনো একটি আর্ট সিলেক্ট করে দিন। চাইলে আর্ট আপলোডও করতে পারবেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ Ostagram
ইন্টারনেটে হাজার হাজার ইমেজ রিলেটেড AI টুল চলে এসেছে Adobe চুপ করে বসে থাকবে এমনটি হতে পারে না। Photoshop এর মধ্যেও এখন পাবেন AI টুল। এখন ফটোশপ দিয়ে ইমেজ এক্সপান্ড করার পাশাপাশি ইমেজে বিভিন্ন এলিমেন্টও যোগ করতে পারবেন।
ফটোশপে ইমেজ ইম্পোর্ট করুন, Select অপশন এ ক্লিক করে ইমেজটির বাইরের অংশ গুলো সিলেক্ট করুন, নিচে একটি AI মেনুবার পেয়ে যাবেন। Generate বাটনে ক্লিক করুন, এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ইমেজকে ফিল করে দেবে। আপনি এখানে তিনটি অপশন পাবেন, ইমেজ সিলেক্ট করার। শুধু তাই নয় আপনি ইমেজে lasso টুল দিয়ে মার্ক করে বক্সে কোন এলিমেন্ট লিখলে সেটাও ইমেজে এড হয়ে যাবে।
অফিসিয়াল ওয়েবসাইট @ Photoshop
গুগলের বিভিন্ন প্রোডাক্টেও আপনি ব্যবহার করতে পারবেন AI ফিচার। যেমন AI আপনাকে ইমেইল লিখতে সাহায্য করতে পারে অথবা, Google Docs এ কন্টেন্ট লিখা আরও সহজ করে দিতে পারে।
লিংকে গিয়ে গুগল একাউন্টে AI পারমিশন নিয়ে নিন। এখন থেকে আপনি গুগলের প্রোডাক্ট গুলোতে AI ফিচার ব্যবহার করতে পারবেন। Gmail এ গিয়ে Compose এ ক্লিক করলে আপনি Sent বাটনের পাশে একটি ম্যাজিক পেন টুল দেখতে পাবেন। টুলটিতে ক্লিক করে Help me Write এ ক্লিক করে ইচ্ছে মতো Prompt দিতে পারেন। যেকোনো কিছু নতুন করেও লিখতে পারেন অথবা সংশোধনও করতে পারেন। Google Docs এর মধ্যেও আপনি এমন একটি টুল পেয়ে যাবেন।
QR কোড তৈরি করার দারুণ একটি AI টুল এটি। বিভিন্ন চমৎকার ডিজাইনে আপনি এখানে QR কোড বানিয়ে ফেলতে পারবেন। আপনার QR কোডটি কেমন ডিজাইনে হবে সেটা Prompt এর মধ্যে লিখে দিলে টুলটি আপনাকে দারুণ QR কোড তৈরি করে দেবে।
Qrcraft ওয়েবসাইটে যান, Generate yours Now বাটনে ক্লিক করুন এবং প্রথম বক্সে আপনার Prompt দিন, এর নিচের বক্সে লিংক দিন। সবশেষে Generate QR এ ক্লিক করুন।
অফিসিয়াল ওয়েবসাইট @ Qrcraft
ডিপ ফেকের নাম হয়তো আপনি আগে শুনেছেন। Reface.ai হচ্ছে এমনই একটি ডিপফেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল। আপনি যেকোনো ভিডিওতে আপনার মুখ বসিয়ে দিতে পারবেন এই টুলটির মাধ্যমে।
Reface.ai ওয়েবসাইটে চলে যান এবং try on web এ ক্লিক করুন। ভিডিও আপলোড করুন Swap Face সিলেক্ট করুন। এবার ভিডিওতে ফেস গুলো নির্দিষ্ট করে দিন।
অফিসিয়াল ওয়েবসাইট @ Reface
Blockade labs এর মাধ্যমে আপনি তৈরি করতে পারবেন ভার্চুয়াল একটি জগৎ এবং তা ঘুরে দেখতে পারেন। ইচ্ছেমতো Prompt দিয়ে আপনার ইচ্ছে মত জগত তৈরি করে ফেলতে পারবেন। ইচ্ছেমত Style ও সিলেক্ট করতে পারবেন এখানে।
Blockade labs ওয়েবসাইটে চলে যান, Dream up your world বক্সে ইচ্ছে prompt দিয়ে Generate এ ক্লিক করুন।
Blockade labs
অফিসিয়াল ওয়েবসাইট @ Blockade labs
Wonder dynamics বেশ মজার একটি AI টুল। এটি দিয়ে ভিডিওতে চাইলে আপনাকে পুরোপুরি বদলে দিতে পারেন রোবটে বা অন্য কিছুতে। ভিডিওতে আপনি যেমন নাড়াচাড়া করবেন সেটিও একই ভাবে নাড়াচাড়া করবে।
Wonder dynamics ওয়েবসাইটে চলে যান এবং সাইন-আপ করুন। এবার নিজের করা কোন ভিডিও আপলোড করে দিন। ইমেজটি ইম্পোর্ট করার পর, ফেসটি ক্লিয়ারভাবে বুজা যায় এমন একটি ফ্রেম সিলেক্ট করুন। এবার ডানপাশ থেকে ক্যারেক্টর সিলেক্ট করে দিন।
অফিসিয়াল ওয়েবসাইট @ Wonder dynamics
ফ্রিতে আনলিমিটেড আর্ট তৈরি করতে ব্যবহার করতে পারেন DiffusionBee। এটি একটি ম্যাক অ্যাপ, মজার ব্যাপার হল ইন্টারনেট কানেকশন ছাড়াই এটি আপনাকে ইমেজ ক্রিয়েট করে দিতে পারবে।
অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করুন। প্রথমবার ওপেন হবার পর মডেল ডাউনলোড করতে কিছুক্ষণ সময় নেবে। এখানে আপনি Prompt দিয়ে, এবং Style সিলেক্ট করে ইচ্ছে মতো ইমেজ তৈরি করতে পারবেন।
অফিসিয়াল ওয়েবসাইট @ DiffusionBee
আশা করছি এই টুল গুলো আপনার AI অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। আমার সবচেয়ে ভাল লেগেছে গুগলের AI ফিচার গুলো। এখন আপনি সহজেই প্রফেশনাল মানের ইমেইল লিখে ফেলতে পারবেন মুহূর্তেই।
তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।