ChatGPT কে জানান টাটা বাই বাই! ব্যবহার করুন এই ৮ টি Mind Blowing AI টুল!

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যুগে আপনি ChatGPT নিয়ে কিছু শুনেছেন। আপনার চোখে এটা সেরা হতে পারে কিন্তু জেনে অবাক হবেন এর চেয়েও ভাল কিছুও কিন্তু আছে। বিশ্বব্যাপী যে AI যুদ্ধ শুরু হয়েছে এখানে ChatGPT থেকে ভাল কিছু আশা করা দোষের কিছু না। সবাই নিজেদের জায়গা থেকে সেরা দেয়ার চেষ্টা করে চলেছে।

আজকের এই টিউনে আমরা দেখতে চলেছি আটটি দুর্দান্ত AI যেগুলো ক্ষেত্র বিশেষে ChatGPT থেকে ভাল কাজ করে। আমি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলোকে ChatGPT এর বিকল্প কখনোই বলব না তবে নির্দিষ্ট কাজে এগুলো আপনাকে অবাক করে দিতে পারে এমন কিছু করতে পারে যা এখনো ChatGPT করতে পারে নি।

১. ChatSonic

লিখা এবং চ্যাটিং এর ক্ষেত্রে ChatSonic কে আপনি ChatGPT এর সাথে তুলনা করতে পারেন। এই দুই কাজের দিক বিবেচনা করলে দুইটি AI এ আপনি প্রায় একই অভিজ্ঞতা পাবেন। তবে এখানে Chatsonic কিছুটা এগিয়ে থাকবে। আমরা জানি ChatGPT একটি ল্যাংগুয়েজ মডেল যা ডেটা লাইব্রেরী দিয়ে তৈরি করা। এর মানে হল, এখানে একটি নির্দিষ্ট পরিমাণ ডেটার তথ্য পাওয়া যাবে। আর আমাদের সবারই এটা জানা ChatGPT তে আমরা আপডেট কোন তথ্য পাব না সব তথ্য সেপ্টেম্বর ২০২১ সালের আগের। কিন্তু এই সমস্যা ChatSonic এর নেই।

ChatSonic এ আপনি আপডেট তথ্য পাবেন, রিসেন্ট নিউজ ইভেন্টের তথ্য এখানে পাওয়া যাবে। এটিও GPT 4 পাওয়ারড AI তবে এখানে Google এর ইন্টিগ্রেশন রয়েছে। এখানে আপনি প্রশ্ন করার আগে পারসোনালিটি নির্ধারণ করে নিতে পারবেন যার ফলে আপনাকে স্পেসিফিক তথ্য দেয়া হবে। যেমন কোন ট্যুর গাইড থেকে জানতে চাইতে পারেন, কীভাবে সহজে ও কম খরচে কোন জায়গা থেকে ঘুরে আসা যায়।

এটাকে DALL·E এবং Stable এর সাথে কানেক্ট করা হয়েছে যার ফলে আপনি চ্যাটের মধ্যেই ইমেজ জেনারেট করতে পারবেন। রেজাল্ট অবশ্যই নির্ভর করবে আপনি কতটা ঠিক ভাবে Prompt দিতে পারছেন তার উপর। এখানে স্পিচ কমান্ডও সাপোর্ট করে যাকে আপনি Google Assistant ও Siri এর মত ব্যবহার করতে পারবেন। এটি দিয়ে আপনি ব্লগ লিখতে পারবেন কপিরাইটিং করতে পারবেন। প্রোডাক্ট ডিটেল, হেডলাইন, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট প্ল্যান সহ ওয়েবসাইট ল্যান্ডিং পেজও তৈরি করতে পারবেন।

ChatSonic এর একটি অসুবিধা হচ্ছে এটা ফ্রিতে আপনি প্রতি মাসে ১০, ০০০ ওয়ার্ড পর্যন্ত ব্যবহার করতে পারবেন। GPT 4  মডেল ব্যবহার করতে মাসে ১২.৬৭ ডলার পে করতে হবে।

ChatSonic

অফিসিয়াল ওয়েবসাইট @ ChatSonic

২. Durable

যাদের বিভিন্ন কারণে একটি ওয়েবসাইট লাগবে তাদের জন্য বেশ উপকারী হতে পারে Durable। ওয়েবসাইট তৈরি করা কতটা জটিল প্রক্রিয়া একবার কল্পনা করুন কিন্তু Durable এই কাজটি আপনাকে করে দেবে খুব সহজে। কয়েটা প্রশ্নের উত্তর দিলেই এটি আপনাকে একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করে দিতে পারবে। আপনি চাইলে ওয়েবসাইটের প্রতিটি পার্ট আলাদা আলাদা করেও তৈরি করতে পারেন।

যারা নতুন বিজনেস শুরু করেছেন এবং একটি ওয়েবসাইট প্রয়োজন তাদের জন্য মূলত এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটি। এটা সম্পূর্ণ ফ্রি তবে কোন পরিবর্তন করতে হলে এখানে রেজিস্ট্রেশন করতে হবে

Durable

অফিসিয়াল ওয়েবসাইট @ Durable

৩. Eightify

আপনি ChatGPT তে একটি বিষয় খুঁজতে পারেন সেটা হচ্ছে ভিডিও। আপনি ভিডিও সংক্রান্ত কোন কাজ হয়তো ChatGPT তে পাবেন না। চিন্তার কোন কারণ নেই আপনার জন্য রয়েছে Eightify। এটি এমন একটি AI যা মুহূর্তেই আপনার ভিডিও সামারাইজ করে দিতে পারবে। এটি একটি ক্রোম এক্সটেনশন।

কখনো এমন হয় ইউটিউব থেকে আমরা কিছু শিখতে চাই কিন্তু এত লম্বা ভিডিও দেখার ধৈর্য থাকে না, এই সমস্যার সমাধান করতে পারে Eightify। এখন লম্বা ভিডিও এর সামারি করে ফেলতে পারবেন আপনি মুহূর্তেই।

Eightify

অফিসিয়াল ওয়েবসাইট @ Eightify

৪. Perplexity

Perplexity আরেকটি দারুণ চ্যাটবট তবে ChatGPT এর চেয়ে এর রয়েছে দারুণ এক সুবিধা। এটা রিয়েল টাইম সার্চ সাপোর্ট করে এবং প্রতিটি উত্তরের সাথে এর সোর্স লিংক দিয়ে দেয়। আরও তথ্য জানতে এটি রিলেটেড সার্চও সাজেস্ট করে।

যারা রিয়েল ইনফরমেশনের সোর্স খুঁজেন তাদের জন্য এটা বেশ কাজের হতে পারে। ChatGPT এর দেয়া তথ্য কখনো ভুলও হতে পারে এটা অবশ্য তারাই স্বীকার করছে তবে যেহেতু Perplexity তে আপনি সোর্স পাবেন সেহেতু এখানে ভুল সঠিক যাচাই করার সুযোগ পাচ্ছেন। এটা সার্চ ইঞ্জিনের ভবিষ্যৎ হতে পারে যেখানে আলাদা রেজাল্টে গিয়ে তথ্য খুঁজতে হবে না, প্রতিটি রেসপন্সে সোর্স পাওয়া যাবে।

এই AI দিয়ে চাইলে আপনি ChatGPT এর মতই ইমেইল এবং Essay লিখতে পারবেন।

Perplexity

অফিসিয়াল ওয়েবসাইট @ Perplexity

৫. Runway ML

কমপ্লেক্স এবং পাওয়ারফুল একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে Runway ML। ইমেজ দিয়ে যা যা করা যায় সবই পারবেন এখানে। Stable diffusion এবং DALL·E কে আপনি সেরা ভাবলে একবার Runway ML ট্রাই করে দেখার অনুরোধ থাকবে। এটি আপনি টেক্সট টু ইমেজ কনভার্টার হিসেবে ব্যবহার করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, ইমেজ এক্সপান্ড, ইরেজ এমনকি ইমেজে অবজেক্টও রিপ্লেস করতে পারবেন।

ভিডিও এর জন্যও এখানে অনেক ফিচার আপনি পাবেন। ভিডিও ফ্রেম লো করা, স্লো মোশন ভিডিও, ফেস ব্লার করার মত কাজ করতে পারবেন Runway ML এর মাধ্যমে। এটি আপনার ভিডিওতে গ্রিন স্ক্রিনও এড করতে পারবে। কন্টেন্ট ক্রিয়েশনকে আরও সহজ করে দিতে পার এই Runway ML। এটি ফ্রিতেই আপনি ব্যবহার করতে পারবেন তবে এক্সপোর্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম কোয়ালিটি হবে 720P।

Runway ML

অফিসিয়াল ওয়েবসাইট @ Runway ML

৬. Amazon Code Whisper

ChatGPT দিয়ে কিছু মাত্রায় কোডিং করা যায় তবে আপনি যদি একজন কোডার হয়ে থাকেন তাহলে ভাল করেই এটা জানেন যে রিয়েল লাইফ কোডিং এ এটা যথেষ্ট নয়। ছোট টাস্ক কোডিং করতে পারলেও ChatGPT এ আপনার কোডিং Infrastructure ইন্টিগ্রেট করতে পারবে না। এসব ক্ষেত্রে আপনাকে পূর্ণ সহযোগিতা করতে পারে Amazon Code Whisper। এখানে কোডিং আপনি টিউমেন্ট করতে পারবেন পাবেন অপটিমাইজড সাজেশন। এটি আপনার কোড এনালাইসিস করে কনট্যাক্স অনুযায়ী Code Snippet সাজেস্ট করতে পারে। এটি functions, variable names, এমনকি পুরো কোড লাইনও সাজেস্ট করতে পারে।

দারুণ ব্যাপার হল এটি Python, Java, SQL এবং Scala সহ আরও অনেক প্রোগ্রামিং ল্যাংগুয়েজ সাপোর্ট করে।

Amazon Code Whisper

অফিসিয়াল ওয়েবসাইট @ Amazon Code Whisper

৭. Cactus AI

বিশেষ করে স্টুডেন্টদের জন্য ডিজাইন করা AI হচ্ছে Cactus AI। এর প্রতিটি ফিচার শিক্ষার্থীদের চাহিদা বিবেচনা করে তৈরি করা হয়েছে। তবে এর সমস্যা কেবল প্রাইজিং এ। এর কোন ট্রায়েল ভার্সন নেই, এটি ব্যবহার করতে হলে আপনাকে কিনেই ব্যবহার করতে হবে।

স্টুডেন্টদের প্রোডাক্টিভিটি বাড়তে এটি বেশ কাজের একটি AI। এটি ডিসকাশনের জন্য প্রশ্ন তৈরি করতে পারে, সামারি লিখতে পারে। আপনি যদি প্রোগ্রামার হতে চান তাহলে এটি সিঙ্গেল ক্লিকে আপনার জন্য প্রোগ্রাম লিখতে পারবে। যেমন এটি কয়েক সেকেন্ডে আপনার জন্য Python প্রোগ্রাম লিখে ফেলতে পারবে। এটি জটিল প্রোগ্রামিং অবশ্যই করতে পারবে না তবে স্কুল লেভেলের প্রোগ্রামিং এর জন্য এটি যথেষ্ট।

Cactus AI

অফিসিয়াল ওয়েবসাইট @ Cactus AI

৮. REimagine Home

হোম ডেকোরের জন্য চমৎকার একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে REimagine Home। এটি আপনার ঘরের ডিজাইন পরিকল্পনা করে দিতে পারবে। এটি Prompt এর উপর ভিত্তি করে আপনার ঘরের ফটো এনালাইজ করবে এবং নতুন একটি ভিজুয়ালাইজেশন তৈরি করে আপনাকে দেবে। ঘরের কোথায় কোন ফার্নিচারটি ভাল মানাবে কোন কালার ভাল দেখাব সব কিছু এর মাধ্যমে আপনি নিরূপণ করতে পারবেন।

REimagine Home

অফিসিয়াল ওয়েবসাইট @ REimagine Home

শেষ কথা

বিজনেস, পড়াশুনা, পারসোনাল লাইফ প্রায় সব বিষয়ের উপরেই রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দিন যতই যাচ্ছে নতুন নতুন আইডিয়া আসছে আর সেগুলোকে AI এ রূপান্তর করা হচ্ছে। আর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলো আমাদের জীবন যাত্রাকে আরও সহজ করে তুলছে। আশা করছি এই টিউনে উল্লেখিত আটটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার লাইফকে আরও সহজ করে তুলবে।

তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস