৬ টি আকর্ষণীয় ফেস রিকগনিশন সার্চ ইঞ্জিন, অপরিচিত ব্যক্তির পরিচয় বের করার

Level 15
কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা

আমরা প্রায় সকলেই কোন কিছু অনুসন্ধান করার জন্য বিভিন্ন সার্চ ইঞ্জিন ব্যবহার করি। আর এসব সার্চ ইঞ্জিনগুলো আমাদেরকে সেই কি-ওয়ার্ডের সাথে মিলে রেখে বিভিন্ন ওয়েবসাইট সাজেস্ট করে। কিন্তু, অনেক সময় আমাদেরকে আরো ভিন্নভাবে সার্চ করতে হতে পারে।

উদাহরণস্বরূপ, আমাদের কাছে অনেক ইমেজ অপরিচিত হতে পারে এবং আমাদের সেই ইমেজ সম্পর্কে জানার আগ্রহ থাকতে পারে। এমন যদি হয়, আপনি সেই ছবিটি চেনেন না অথবা আপনার আশেপাশেরও কেউ চেনে না, তাহলে অবশ্যই সেটির ব্যাপারে জানার জন্য আরো অনেক লোকের সাহায্য দরকার। আর এক্ষেত্রে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সহযোগিতা নিতে পারেন, যেখানে বিভিন্ন ব্যক্তি আপনাকে সেই ছবিটি সম্পর্কে ধারণা দিতে পারবে।

তবে, এই পদ্ধতিতে কোন একটি ছবির রহস্য বের করা অনেক বেশি সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য ব্যাপার। আমরা যেমন কোন একটি বিষয় লিখে গুগল অথবা অন্য কোন সার্চ ইঞ্জিনে যখন সার্চ করি, তখন কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা সেটির সমাধান পেতে পারি। কিন্তু, একটি পিকচারের ব্যাপারে কেন এত জটিলতা হবে?

মজার ব্যাপার হলো, আপনি সার্চ ইঞ্জিনে কোন কিওয়ার্ড লিখে সার্চ করার মতোই ছবি থেকে ও কাউকে খুঁজে পেতে পারেন। বর্তমানে এরকম কিছু Face Recognition Search Engine রয়েছে, যেগুলো ব্যবহার করে ছবি থেকে কারো মুখ শনাক্ত করা যেতে পারে।

যদিও কোন ব্যক্তির মুখ আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট এর মত অতটা ইউনিক নয়, তবে এটি চাইলে খুব সহজেই ক্যাপচার করা যায় এবং অনুসন্ধান ও করা যায়। তবে, কিছু পাওয়ারফুল টুল ব্যবহার করে, নজরদারি ক্যামেরা বা অনলাইন প্রোফাইল থেকে নেওয়া ডাটার সংমিশ্রণে কোন ব্যক্তির মুখ শনাক্ত করা সম্ভব। স্বাভাবিকভাবে, আপনার অজান্তেই অনেক সময় আপনার ফেস অনলাইনে কোন এক জায়গায় প্রকাশ হয়ে যেতে পারে। আপনি আপনার নিজের ছবি অনলাইনে চেক করার জন্য এই টুল ব্যবহার করতে পারেন অথবা অন্য যেকোনো অপরিচিত ব্যক্তির মুখ অনুসন্ধান করার জন্য ও আজকের ফেস রিকগনিশন সার্চ ইঞ্জিন গুলো ব্যবহার করতে পারেন। তাহলে চলুন, এবার দেখে নিও যাক এসব Face Recognition Search Engine গুলো আপনার অথবা আপনার বন্ধুদের সম্পর্কে একটি তথ্য প্রকাশ করে।

১. গুগলের ইমেজ সার্চ ব্যবহার করে যেকোনো ফেস সার্চ করুন

আপনি কি জানেন, আপনি গুগল ব্যবহার করে যেকোনো ছবি সার্চ করতে পারবেন? আপনি কীওয়ার্ডের পরিবর্তে, কোন কিছু সার্চ করার জন্য যেকোনো ছবি ও ব্যবহার করতে পারেন। একটি ইমেজ দিয়ে সার্চ করার জন্য, সার্চ বারের Camera আইকনে ক্লিক করুন। এরপর একটি পিকচার সার্চ করার জন্য এখানে সেটির URL Paste করতে অথবা ছবি আপলোড করতে পারেন। এরপর, Enter করলে, Google আপনার ছবির সাথে মিল রেখে অনুরূপ একটি ছবি খুঁজে দিবে। আপনি যখন কোন অপরিচিত একটি ছবির দেখা পাবেন, তখন এই পদ্ধতি ব্যবহার করে সেই ছবি সম্পর্কে জেনে নিতে পারেন।

আর আপনি গুগল থেকে সামান্য কিছু কোড যুক্ত করেও শুধুমাত্র Face এর জন্য অনুসন্ধান করতে পারেন। আপনি যখন গুগলে Image Search করতে যাবেন, তখন আপনার কোয়্যারি লিখে এন্টার করুন এবং তারপর URL এর শেষে &imgtype=face যোগ করে আবার সার্চ করুন। আপনি যদি গুগলের ইমেজ সার্চ ব্যবহার করে কোন ব্যক্তির ফেসটিকে বেশি ফোকাস করে অনুসন্ধান করতে চান, তাহলে এটি আপনার Face-related Search কে আরো বেশি গুরুত্ব দেবে।

উদাহরণস্বরূপ, আমি গুগলের ইমেজ সার্চে "basil" লিখে সার্চ করছি এবং পরে ফেস সহ ইমেজ খুঁজে বের করার জন্য Search URL এর শেষে &imgtype=face টাইপ করে আবার সার্চ করছি।

Google photo face recognition

আপনি যখন সার্চ ইউআরএল এর শেষে &imgtype=face যুক্ত করবেন, তখন সেই ছবির সাথে ফেস যুক্ত ছবি আসবে। Google Photos আপনাকে Face Recognition এর সুবিধা প্রদান করে। তার মানে হলো যে, আপনি এটি ব্যবহার করে কোন ব্যক্তি অথবা যেকোন বস্তুর ছবি ওয়েবে সার্চ করতে পারবেন। চলার পথে যদি আপনি এমন কোন একটি অপরিচিত বস্তুর সাথে পরিচিত হন, তাহলে গুগল ফটোস ব্যবহার করে আপনি সেই ছবিটির নাম বের করতে পারেন। ‌গুগলের ফটো রিকগনিশন আপনাকে অপরিচিত ফটোর রহস্য খুঁজে বের করতে সাহায্য করবে।

Google Image Search Tool

অফিসিয়াল ওয়েবসাইট @ Google Image Search Tool

২. Pinterest ব্যবহার করে ইমেজ সার্চ করুন

Pinterest ব্যবহার করে ইমেজ সার্চ

গুগলের বিপরীতে, আপনি Pinterest ব্যবহার করেও ফটো অনুসন্ধান করতে পারবেন। এক্ষেত্রে Pinterest এর একটি Reverse Image Search Option রয়েছে, যা আপনি Similar Photos অথবা Face সমূহ Find করার কাজে ব্যবহার করতে পারেন। এই প্লাটফর্ম ব্যবহার করে কোন একটি ফটো খোঁজার জন্য, সেই টার্গেট ফটো আপলোড করার মাধ্যমে প্রথমে আপনার জন্য একটি Pinterest Pin Create করুন।

এরপর, Pinterest Pin টি ওপেন করুন এবং ছবিটির নিচের ডান কোণে Magnifying Glass আইকনে ক্লিক করুন। এবার Pinterest আপনার সামনে সেই পিনটির সাথে মিল রেখে ছবি দেখাতে থাকবে।

এটি ব্যবহার করে ইমেজ অনুসন্ধান করার ক্ষেত্রে আপনি আরো একটি অতিরিক্ত সুবিধা পেতে পারেন। আর তা হল, আপনি সেই ইমেজটির যেকোনো একটি অংশকে সিলেক্ট করার মাধ্যমে সার্চ রেজাল্ট কে আরো বেশি Improve করতে পারবেন। এক্ষেত্রে, আমি যখন কোন ব্যক্তির ফেস উল্লেখ করে সার্চ ফলাফল চাইবেন, তখন শুধু তার Face এ Frame Adjust করুন এবং সিলেক্টেড অংশটিকেই সার্চ করুন। আপনি যখন কোন গ্রুপ ফটো থেকে নির্দিষ্ট একজন ব্যক্তিকে উল্লেখ করে সার্চ করতে যাবেন, তখন নির্দিষ্ট ব্যক্তিকে এভাবে Frame দিয়ে ড্রয়িং করার মাধ্যমে তার ফেসকে সার্চ করতে পারবেন।

অন্যান্য ইমেজ সার্চিং টুলগুলো থেকে এই পদ্ধতি ব্যবহার করার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। কেননা, আপনি যখন Pinterest ব্যবহার করে ফটো সার্চ করতে যাবেন, তখন শুধুমাত্র Pinterest এর Pin গুলো ব্যবহার করে সার্চ করতে পারবেন। যে বিষয়টি আপনার কাছে ভালো নাও লাগতে পারে। তবে, আপনি যদি কোন ব্যক্তি সম্পর্কে তথ্য সত্যিই খুঁজে বের করতে চান, তাহলে অনুসন্ধান করার অংশ হিসেবে আপনি Pinterest কেও ব্যবহার করতে পারেন।

Face Search by Pinterest Pin

অফিসিয়াল ওয়েবসাইট @ Face Recognition by Pinterest Pin

৩. PicTriev এর মাধ্যমে অপরিচিত ব্যক্তির ফেস অনুসন্ধান

PicTriev এর মাধ্যমে অপরিচিত ব্যক্তির ফেস অনুসন্ধান

PicTriev হল অনলাইনে ফেস অনুসন্ধান করার ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে। তবে, দুর্ভাগ্যবশত এই ফিচারটি শুধুমাত্র সেলিব্রিটিদের মত ব্যক্তিদের চেহারা অনুসন্ধান করার মধ্যেই সীমাবদ্ধ।

আপনি যদি কোন একজন সেলিব্রিটি বা ব্যক্তির সম্পর্কে অনুসন্ধান করতে চান, তাহলে এই ওয়েবসাইটে এসে তার একটি ইমেজের URL যুক্ত করুন অথবা JPG বা JPEG ফরমেটে একটি ছবি আপলোড করুন, যারা সাইজ অবশ্যই 200 KB এর বেশি হওয়া যাবে না। আপনি যখন একটি ছবি আপলোড করে সার্চ করবেন, তখন এই সার্চ ইঞ্জিন অনলাইনে পাওয়া সেলিব্রেটিদের ছবিগুলো আপনার সামনে এনে দিবে।

মজার ব্যাপার হলো, আপনি যখন PicTriev ব্যবহার করে কোন একটি ছবিকে অনুসন্ধান করবেন, তখন সার্চ রেজাল্টে সেই ইমেজটি সম্পর্কে আপনি অতিরিক্ত কিছু অপশন দেখতে পাবেন। যেমন, সার্চ রেজাল্টে দেখানো ছবিগুলোর সাথে আপনার আপলোড করা ছবির কতটা মিল রয়েছে এবং ছবিটির আনুমানিক বয়স কেমন। আপনি যদি কোন সেলিব্রিটির ছবি অনুসন্ধান করেন, তাহলে এটি আরো অনেক ভালো কাজ করে।

এছাড়াও PicTriev আপনাকে সেই দুটি মুখের মিল তুলনা করতে বাঁধ দুটি মুখের ফটো একই ব্যক্তির কিনা তা অনুমান করার মত সুবিধা প্রদান করে। আপনি যদি দুইজন ব্যক্তির মুখের মিল তুলনা করতে চান, তাহলে উপরের ডানদিকে অবস্থিত মিটার আইকনে ক্লিক করুন এবং তারপর দুটি ফটো আপলোড করুন। এরপর আপনি Similarity অথবা Identity সিলেক্ট করুন এবং তারপর PicTriev সেই ছবিটির সম্পর্কে আপনাকে তথ্য দিবে।

Unknown People Find by PicTriev

অফিসিয়াল ওয়েবসাইট @ PicTriev Image Finder

৪. TinEye ব্যবহার করে ইমেজ সার্চ করুন

TinEye ব্যবহার করে ইমেজ সার্চ করার পদ্ধতি

TinEye এর ইমেজ সার্চ ফিচারটি প্রায় গুগলের মতোই কাজ করে। গুগলের মতোই আপনি এটি ব্যবহারের সময় ছবি আপলোড করতে পারেন অথবা URL পেস্ট করার মাধ্যমে সার্চ করতে পারবেন। TinEye ওয়েবসাইটটি আর কোন সার্চ কে সাপোর্ট করে না, যে কারণে অন্যান্য ইমেজ সার্চ ওয়েবসাইট এর চাইতে এটি অনেক Simple এবং Basic।

আপনি যদি কোন ব্যক্তির পরিচয় খুঁজে বের করতে চান, তাহলে তার ফটোটি উপরে দেওয়া বিভিন্ন টুলগুলো দিয়ে অনুসন্ধান করার পাশাপাশি TinEye এর মাধ্যমে ও সার্চ করতে পারেন। গুগলের মতো, এই ওয়েবসাইটটিও আপনাকে ইন্টারনেট জুড়ে থাকা ছবিগুলোর সাথে মিল রেখে আপনাকে ছবি খুঁজে বের করে দিতে পারে।

আপনি যদি কোন অপরিচিত ছবি দেখতে পান, তাহলে ছবিটি সম্পর্কে বিস্তারিত তথ্য খুঁজে বের করার জন্য গুগলের পাশাপাশি TinEye ওয়েবসাইটটিও ব্যবহার করা যেতে পারে। যা আপনাকে, কোন ব্যক্তির পরিচয় অথবা কোন একটি বস্তুর নাম খুব সহজে বের করে দিতে পারে। তাহলে, আজ থেকেই কোন ব্যক্তির মুখের ছবি থেকে পরিচয় বের করার জন্য এই ওয়েবসাইটটি ব্যবহার করুন।

TinEye

অফিসিয়াল ওয়েবসাইট @ TinEye

৫. PimEyes দিয়ে ফেস সার্চ

PimEyes দিয়ে ফেস সার্চ করার উপায়

গুগলের‌ Reverse Face Search এর মত, PimEyes ও ১০ মিলিয়নেরও বেশি ওয়েবসাইট থেকে ফেস সমূহ অনুসন্ধান করে। এই ওয়েবসাইটটি ব্যবহার করে একসাথে অনেকগুলো ছবি আপলোড করতে পারেন এবং সেগুলোর মাধ্যমে ব্যক্তিটির পরিচয় অনুসন্ধান করতে পারেন।

উদাহরণস্বরূপ, আপনি একেবারে চারটি ভিন্ন ভিন্ন ফটো ব্যবহার করে কোন ব্যক্তির ফেস অনুসন্ধান করতে পারবেন। ‌ এক্ষেত্রে PimEyes সেই ফটোর সাথে মিলি রেখে অরিজিনাল ফটোগুলি খুঁজে বের করবে এবং সেই সাথে অন্যান্য মিল থাকা ছবিগুলো ও প্রদর্শন করবে।

PimEyes দিয়ে ফেস সার্চ

PimEyes ব্যবহার করে ফেস অনুসন্ধান করার সময় আরো Better রেজাল্টের জন্য আপনি সেই ব্যক্তির কয়েকটি ফটো একসঙ্গে আপলোড করতে পারেন। এতে করে, সমস্ত ফটো একসঙ্গে বিশ্লেষণ করে এই ওয়েবসাইটটি আপনাকে সেই ব্যক্তি সম্পর্কে তথ্য দিতে পারে। তবে, অনলাইনে পাওয়া যায় এমন সব ধরনের ছবি আপনি খুঁজে নাও পেতে পারেন। অর্থাৎ, আপনি যদি এমন কোন ব্যক্তির ছবি আপলোড করে সার্চ করেন, যার ছবি ইতিমধ্যেই কোন একটি ওয়েবসাইট রয়েছে, তাহলে অনেক ক্ষেত্রে তার ছবিটিকে খুঁজে নাও পেতে পারেন।

তবে, আপনি যখন এই ওয়েবসাইটে ব্যবহার করে কোন ব্যক্তির ফেস অনলাইনে সার্চ করবেন, তখন এই ওয়েবসাইটটি আপনার ব্যবহৃত আসল ছবিগুলো খুঁজে বের করে দিতে পারে। তাহলে, আপনি যদি সত্যিই কোন ব্যক্তির ছবি দিয়ে তার সম্পর্কে তথ্য বের করতে চান, তাহলে আজ থেকেই PimEyes ওয়েবসাইট টিকেও ব্যবহার করতে পারেন।

PimEyes

অফিসিয়াল ওয়েবসাইট @ PimEyes

৬. Betaface ফেসিয়াল রিকগনিশন ব্যবহার করে ফেস সার্চ

Betaface ফেসিয়াল রিকগনিশন ব্যবহার করে ফেস সার্চ

Betaface হলো আজকের তালিকায় আলোচনা করা PicTriev এর মতো Photo Identification টুল। আপনি এই ওয়েবসাইট ব্যবহার করে একটি ছবি আপলোড করে অথবা ছবিটির URL ব্যবহার করে ফেস অনুসন্ধান করতে পারেন

আপনি যখন একটি ছবি আপলোড করে ফেস সার্চ করবেন, তখন এই টুলটি Image Analyze করবে। এরপর, সেই ছবিটি সম্পর্কে আরো সার্চ করার জন্য মুখের উপরের আয়তক্ষেত্রে ক্লিক করুন।

এরপর আপনি যদি সেই ব্যক্তির মুখের সাথে অন্য কোন ব্যক্তির মুখের তুলনা করতে চান, তাহলে Compare Faces বাটনে ক্লিক করুন এবং অন্য ব্যক্তির ফটোটি আপলোড করুন। আর আপনি চাইলে সেই ব্যক্তি সম্পর্কে আরো অনুসন্ধান করার জন্য Search Celebrities, Search Wikipedia অথবা Browse Celebrities অপশনে ও ক্লিক করতে পারেন। আপনি যখন ফটোটি Analyze করার জন্য Search Celebrities অথবা অন্য কোন বাটনে ক্লিক করবেন, তখন সেটি ব্রাউজারের নতুন ট্যাবে প্রদর্শিত হবে।

আপনি এই টুলটি ব্যবহার করে প্রচুর পরিমাণে ফটো আপলোড এবং একটি ব্যক্তির সাথে অন্য একটি ব্যক্তির মুখের মিল খুব ভালোভাবে কম্পেয়ার করতে পারবেন। ‌এই ওয়েব টুলটিতে রয়েছে ২২ টি Basic Facial Points এবং ১০১ টি Pro Facial Points এর উপর ভিত্তি করে কোন ব্যক্তির ফেস শ্রেণীবদ্ধ করার ব্যবস্থা। ‌এছাড়া আপনি এখানে আরো কিছু ফিচার Enable করার মাধ্যমে আরো সর্বোচ্চ মানের ম্যাচিং করা ছবি খুঁজে বের করতে পারেন। এর মধ্যে যেমন, আপনি “best face only” ফিচার Enable করতে পারেন। তবে এই প্রসেসিং প্রক্রিয়াটি অনেক ধীরগতির, কিন্তু আপনি এই পদ্ধতিতে আপনার ফটো ম্যাচিং কোয়ালিটি আরো বৃদ্ধি করতে পারেন।

তবে, Betaface ব্যবহারের সময় আমি ফটো দিয়ে ইমেজ অনুসন্ধান করার ক্ষেত্রে তেমন সন্তুষ্ট হতে পারিনি। কেননা, এটি বেশিরভাগ ক্ষেত্রে আমাকে সেই ফটোটির ব্যক্তিকে খুঁজে বের করে দিতে সক্ষম হচ্ছিল না, যেমনটি আমাকে অন্যান্য টুল বের করে দিয়েছিল। তবে, দুইটি ফটো তুলনা করার ক্ষেত্রে এটি বেশ ভালো কাজ করছিল এবং আপলোড করা ব্যক্তির ফটোর সাথে মিল রেখে অন্যান্য আরো একই চেহারার ব্যক্তিদের লিস্ট এনে দিচ্ছিল। এক্ষেত্রে, আমার আপলোড করা পিকচারটির সাথে অন্য সেসব ব্যক্তিদের চেহারার কত % মিল রয়েছে, তা ইমেজ এর উপর প্রদর্শিত হয়।

যাইহোক, আপনি যদি একই চেহারার বা কাছাকাছি ব্যক্তিদের ব্যক্তিদের খুঁজে বের করতে চান, তাহলে Betaface ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন।

Betaface

অফিসিয়াল ওয়েবসাইট @ Betaface

পেইড Face Search এড়িয়ে চলুন

পেইড Face Search এড়িয়ে চলা

এমন অনেক টুল রয়েছে, যারা ফটো ব্যবহার করে লোকদের খুঁজে বের করার মত সার্ভিস অফার করে। কিন্তু এদের মধ্যে কয়েকটি বিনামূল্যের এবং বিশ্বস্ত। এসব টুল গুলোর মধ্যে থেকে Social Catfish অন্যতম এবং এটি Comprehensive People Search Engine হিসেবে নিজেকে উপস্থাপন করে, যা Social Networks, Forums, এবং অন্যান্য Online Networking Site থেকে সেসব ব্যক্তিদের খুঁজে বের করে দেয়।

তবে, এই টুলটি যখন আপনার কাঙ্খিত ব্যক্তির সাথে অন্য ছবিগুলোর মিলগুলো খুঁজে পাই এবং একটি সার্চ রেজাল্ট প্রদান করে, তখন আপনি সেই রেজাল্টটি ফি প্রদান করার আগে দেখতে পাবেন না। ‌ অর্থাৎ, সেই সার্চ ফলাফল দেখার জন্য আপনাকে অর্থ প্রদান করতে হবে। ‌যেখানে, এ ধরনের বেশিরভাগ সার্ভিসই সম্পূর্ণভাবে রেজাল্ট প্রদান করতে ব্যর্থ হয়। অন্যদিকে, আজকের আলোচনা করা বিনামূল্যের টুলগুলোই আপনাকে ভালো সার্ভিস দিতে পারে। তাই, ফটো দিয়ে কোন একজন ব্যক্তিকে খুঁজে বের করার জন্য এ ধরনের সার্ভিসগুলো থেকে দূরে থাকাই ভালো।

ফটো দিয়ে কোন একজন ব্যক্তির পরিচয় উদঘাটন করার জন্য, আপনাকে প্রথমে বিনামূল্যের ফটো সার্চিং টুলগুলোর দিকেই নজর দেওয়া উচিত।

ফেস রিকগনিশন কি অনিরাপদ হতে পারে?

ফেস রিকগনিশন কি অনিরাপদ হতে পারে?

ফেস রিকগনিশন এবং এ ধরনের সার্চ টুলে বিভিন্ন ধরনের দরকারি এপ্লিকেশন রয়েছে। এ ধরনের টুল গুলো শুধুমাত্র সিকিউরিটি ক্যামেরা থেকে ফুটেজ নিয়ে সন্দেহভাজনদের সনাক্ত করার কাজই করেনা, বরং তারা প্রফেশনাল ফটোগ্রাফার বা মিডিয়ার লোকজনকেও ভিজুয়াল ম্যাটেরিয়াল গুলো সরবরাহ করে। আর যা তাদের একটি বড় এবং খুব সহজে ফটো সার্চিং এর জন্য একটি বৃহৎ সংরক্ষণাগার তৈরি করার জন্য সহায়তা করতে পারে।

তবে অন্যান্য টুলগুলোর মতোই এই টুলের ও একটি খারাপ দিক রয়েছে। খুব বেশিদিন আগে নয়, Facezam Viral Marketing একটি স্ক্যাম প্রকাশিত করেছিলো যে, Face Recognition আপনার প্রাইভিস নিয়ে কি করতে পারে। অ্যাপটির নির্মাতা দাবি করেছিল সে, আপনি যে কারো মুখের ছবি আপলোড করে কয়েক সেকেন্ডের মাধ্যমে তার ফেসবুক প্রোফাইল খুঁজে বের করতে পারেন। যদিও এ ধরনের অ্যাপ Facebook এর প্রাইভেসি পলিসি Violate করে। ‌

তবে, আপনাকে এটি মনে রাখা উচিত যে, ফেসবুকের Face Search Engine FBI এর Identification Tool এর চাইতে ভালো। আর যে কারণে তারা বিভিন্ন অপরাধীকে শনাক্ত করার ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে থাকে।

অনেক সময় আপনার কোন রকম প্রশ্ন আসে যে, যদি ফেসবুকে সত্যি ফটো ব্যবহার করে কোন ব্যক্তির প্রোফাইল বের করা যায়, তাহলে এটি কি নিরাপদ হতে পারে? এখানে যেহেতু আপনি স্বেচ্ছায় ফেসবুকের ডাটাবেসে আপনার ফটোগুলো জমা করে রাখছেন, তাই আপনি নিজেই তাদের AI কে FBI এর চাইতে আরো বেশি দ্রুত Improve করতে সাহায্য করছেন।

আপনি যেহেতু তাদের শর্তাবলী মেনে ফটো আপলোড করছেন এবং তা জমা করে রাখছেন, আর তাই এটি সম্পূর্ণ Legal। অনলাইনে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ক্ষেত্রে আপনি আপনার মুখ অবশ্যই লুকাতে পারবেন না। ‌তবে, অনলাইনে আপনি আপনার প্রাইভেসি রক্ষা করতে পারেন।

আপনি যখন কোন একটি ফটো সার্চিং টুল ব্যবহার করে কোন ব্যক্তির ফেস অনুসন্ধান করবেন, তখন আপনি সেই ওয়েবসাইটটির প্রাইভেসি পলিসি পড়ে নিতে পারেন। এক্ষেত্রে সেসব ওয়েবসাইট গুলো আপনার ফটো স্টোর করে রাখে কিনা, সেটি দেখে নিতে পারেন। আর আজকের তালিকার ওয়েবসাইট গুলো ব্যবহার করে ফটো অনুসন্ধান করার ক্ষেত্রে তারা সেইসব ফটোগুলো জমা করে রাখেনা ‌।

শেষ কথা

ইন্টারনেট ব্যবহার করার সময় আমরা অনেক ছবির সাথে পরিচিত হই, যেসব ব্যক্তিদের পরিচয় আমরা ইতিমধ্যে জানিনা। এক্ষেত্রে আমরা কিছু টুল ব্যবহার করার মাধ্যমে খুব সহজেই সেসব ব্যক্তিদের পরিচয় সনাক্ত করতে পারি। আর কোন অপরিচিত ব্যক্তির ছবি দিয়ে পরিচয় বের করার জন্য এরকম কিছু ফটো রিকগনেশন টুল রয়েছে, যেগুলো বিনামূল্যে ব্যবহার করা যেতে পারে। আর, আপনিও যদি কখনো কোন অপরিচিত ব্যক্তির ফটো দেখতে পান, তাহলে তার ফেস অনুসন্ধান করার জন্য আজকের তালিকার ফটো সার্চিং ওয়েবসাইট গুলো ব্যবহার করতে পারেন। ধন্যবাদ আসসালামু আলাইকুম।

Level 15

আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস