অনলাইন নিরাপত্তা আপনার অনলাইন অ্যাকাউন্ট কতটুকু নিরাপদ?

বন্ধুরা আপনারা নিশ্চয় জানেন যে কিছু দিন পূর্বে মার্ক জুকারবার্গের ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম, পিনট্রেস্ট, এবং লিঙ্কডইন অ্যাকাউন্ট গুলো হ্যাক করে নেওয়া হয়েছিলো। আপনি এই পোস্টটি পড়তে থাকুন এবং আমি আজ আলোচনা করতে চলেছি অনলাইন নিরাপত্তা নিয়ে, মানে অনলাইন অ্যাকাউন্ট নিরাপত্তা নিয়ে। দেখুন বন্ধুরা, মার্ক জুকারবার্গ হলো ফেসবুক, হোয়াটস অ্যাপ,  ইন্সটাগ্রাম ইত্যাদির মালিক। তো যদি তার অ্যাকাউন্টই হ্যাক হয়ে যায় তবে আমাদের সামনে একটি বিশাল প্রশ্ন বোধক চিহ্ন এসে দাঁড়ায়। যে আমাদের অনলাইন নিরাপত্তা কতটুকু? দেখুন একজন নিরাপত্তা সজাগ ব্যবহারকারী হিসেবে এতটুকুই বলবো যে, এখনো পর্যন্ত এমন কোন সিস্টেম বানানো সম্ভব হয়নি যা সম্পূর্ণ রূপে হ্যাক প্রুফ। তবে কিছু নিয়ম কানুন অবশ্যই রয়েছে যা পালন করার মাধ্যমে বা অভ্যাস করার মাধ্যমে আমরা আমাদের অনলাইন অ্যাকাউন্ট সমূহ অনেকটা নিরাপদ বানাতে পারি। একদম হয়তো হ্যাক প্রুফ বানাতে পারবো না, কিন্তু হ্যাকারের কাছে হ্যাকের জন্য অসুবিধা নিশ্চয় করে দিতে পারি। বন্ধুরা ভাবুন একবার,  অনলাইন থেকে যেমন মুহূর্তেই কিছু কেনা কাটা করা যায় তেমনি মুহূর্তেই হারিয়ে যেতে পারে আপনার সব তথ্য এবং ক্রেডিট কার্ড এর বালেন্স হয়ে যেতে পারে নিমিষেই ৳০০.০০। আর এই অভিজ্ঞতা যে কারো যে কোন সময় হতে পারে। তাই সময় থাকতে সতর্ক থাকা ভালো যাতে আজকের কোন ছোটো ভুল এর মাশুল কাল বড় করে না দিতে হয়। যাই হোক, আর বড় ভূমিকা না নিয়ে জেনে নেওয়া যাক মার্ক জুকারবার্গের আইডি গুলো কীভাবে হ্যাক হয়েছিলো এবং কীভাবে আপনি আপনার অনলাইন আইডি গুলো নিরাপদ রাখতে সর্বচ্চ ব্যাবস্থা গ্রহন করবেন।

জুকারবার্গের আইডি গুলো কীভাবে হ্যাক হয়েছিলো?

হ্যাকার

বন্ধুরা লিঙ্কডইন ওয়েবসাইটে ২০১২ সালে একটি হ্যাকারটিম আক্রমণ করেছিলো। এবং সেখান থেকে ১৬৭ মিলিয়ন ইউজার ডিটেইলস বের করে নেওয়া হয়েছিলো নামে চুরি করা হয়েছিলো। এবং এই ইউজার লিস্ট ডার্ক ওয়েবে গত মাসে মাত্র ৫ বিট কয়েনের (প্রায় ৩, ২০০ অ্যামেরিকান ডলার) বিনিময়ে বিক্রি করা হচ্ছিলো [জানুন ডীপ ওয়েব এবং ডার্ক ওয়েব সম্পর্কে, বিস্তারিত]। এখন হতে পারে সে লিস্টে মার্ক জকারবার্গের লিঙ্কডইন অ্যাকাউন্টের ডিটেলস ছিল। এবং সেটা কাজে লাগিয়ে তার ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম, পিনট্রেস্ট আইডি গুলো হ্যাক করা হয়।

এখন প্রশ্ন হলো আজকের দিনে আপনার যেকোনো অনলাইন অ্যাকাউন্ট যেমন ফেসবুক, ইমেইল, হোয়াটস অ্যাপ ইত্যাদি এগুলো কতটা নিরাপদ (হোয়াটস অ্যাপ হ্যাক থেকে বাঁচার উপায়)? এগুলোর পাসওয়ার্ড গুলো কতটা শক্তিশালি? চলুন আপনি আপনার অনলাইন অ্যাকাউন্ট গুলো কীভাবে নিরাপদ রাখেন তার কৌশল গুলো আমাদের সাথে টিউমেন্টে শেয়ার করুন, সেটা আমাদের সকলের জন্য ভালো অনুশীলন হবে। তাছাড়া আমি “কীভাবে অনলাইনে নিরাপদ থাকা যায়?” এই বিষয়ের উপর পূর্বেই কিছু টিপস শেয়ার করেছি। আপনি সেগুলোও যথারীতি অনুশীলন করতে পারেন। এবং আজও আমি কিছু টিপস শেয়ার করবো যেগুলো ঠিকঠাক পালনে আপনি যথেষ্ট মজবুত অনলাইন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।

বাকি অংস দেখুন 

Level 2

আমি মোঃ হাফিজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস