কিভাবে ১৮+ অ্যাড পপআপ থেকে মুক্তি পাবেন আপনিও অ্যাডওয়্যারে আক্রান্ত নাতো?

আশাকরি ভাল এবং সুস্থ্য আছেন। আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচিছ যা সবার জন্যেই জটিল হোক সে টেকি কিংবা ননটেকি  আবার অনেকে জেনে থাকবেন কারণ আমি একাই তো আর সব জানতা নই। সমস্যা টি হলো এক ধরনের ভাইরাস যেটি আপনার ডিফল্ট ব্রাউজারের মাধ্যমে অ্যাড প্রদর্শণ করে থাকে যা আত্যন্ত বিরক্তিকর  একের পরে এক অ্যাড আসতেই থাকে যাকে অনেকেই Adware  বলে থাকে।

কিছু জিজ্ঞাশা :

প্রশ্ন : Adware চেনার উপায়?

উত্তর : বিভিন্ন অ্যাড অনবরত প্রদর্শণ করতে থাকে যা অসামাজিক, কিছু সারভারের নাম সাধারনত দেখা যায় যেমন : News-speaker.com এবং কিছু  18+ গেমের পেজ।

[এই স্ক্রীনশট ব্যতীত আর কোন ছবি না থাকায় সমস্য সমাধানের প্রয়োজনে ব্যবহার করতে হচ্ছে সকলেই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন]

প্রশ্ন : এটি  কি?

উত্তর : এটি একটি ভাইরাস জনিত সমস্যা যার মাধ্যমে একদল আসাধু ব্যাবসায়ী নিজেদের উপার্জণ বৃদ্ধি করার চেষ্টা করে।

প্রশ্ন : এই ভাইরাস কিভাবে কম্পিউটারে প্রবেশ করে?

উত্তর : এটি আমাদের অসচেতনের ফলে আমাদের মাধ্যমেই কম্পিউটারে প্রবেশ করে। অনকে সময় আমরা  অপরিচিত উৎস  থেকে সফটয়্যার ডাউনলোড এবং ইনস্টল করে থাকি। এই বিশ্বাসের সুযোগ নিয়ে  অনেকেই সফটয়্যারের মধ্যে এমন অ্যাড এর স্ক্রিপ্ট যোগ করে থাকে।

চলুন দেখি আমরা এর সমাধান কিভাবে করতে পারি?

1. Cortana Searchbar যেয়ে Control Panel লিখি।

2. এবার Control Panel প্রবেশ করি।

 

3. এবার Program  প্রবেশ করি

4. এবার Program and  Features প্রবেশ করি।

5. এবার আপনার  ইনষ্টলকৃত সফটয়্যারটি খুঁজে বের করুন। খুঁজে বের করার ক্ষেত্রে অপরিচিত সফটয়্যারকে বেশি গুরুত্ব দিন যেমন আমার এখানে একটি অপরিচিত উৎস থেকে ডাউনলোড করে ইনষ্টল করা একটি সফটয়্যার পেয়েছি যেটির নাম SEO PowerSuite এটির কারনেই আসলে আমার অ্যাড গুলা আসছে। এটি আমি আনইনষ্টল করছি।

 

এই ধাপে আমরা দেখবো কিভাবে একটি এন্টিভাইরাস সেটআপ দিতে পারি

1.   Click Here to Download  ক্লিক  করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে এবার অপেক্ষা করুন।

2. এবার ডাউনলোডকৃত ফাইল এর উপরে ডাবল ক্লিক করুন

 

3. এবার Run এ ক্লিক করুন

 

4. এবার OK তে ক্লিক করুন

5. এবার Personal Computer সিলেক্ট করে Continue তে ক্লিক করুন

6. Agree and Install  এ ক্লিক করুন

7. সম্পূর্ণ হয়ে গেলে Finish  করুন

8. এবার সফটওয়্যার টি  ওপেন করুন

9. Scan  Now তে  ক্লিক করুন এবং অপেক্ষা করুন

 

10. স্টেপ বাই স্টেপ হবার জন্যে অপেক্ষা করুন

11. এবার Quarantine Selected এ  ক্লিক করুন

আমাদের কাজ শেষ এবার আশা করি অ্যাড এর জালা থেকে মুক্তি পাবেন আর কথা না বাড়িয়ে আজ এই পর্যন্তই

আপনাদের সময় হলে আমার ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন যেখানে আমি আর্টিকেল লেখার চেষ্টা করেছি |  আমার অয়েব লিংকঃ Windows Phone Tricks

 

 

 

 

Level 2

আমি নাজমুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস