অ্যান্টিভাইরাস ব্যবহারের কিছু সুবিধা জানতে বিস্তারিত পড়ুন

প্রিয় টেকটিউনস এর টিউনার এবং পাঠকবৃন্দ কেমন আছেন সবাই? বাংলা ভাষায় সেরা ব্লগিং প্লাটফর্ম ব্লগ সাইট হচ্ছে টেকটিউনস। আমি আমার প্রিয় টেকটিউস এ অ্যান্টিভাইরাস সম্পর্কে একটি টিউন করলাম।

রিভ অ্যান্টিভাইরাস

অ্যান্টি ভাইরাস, ইন্টারনেট সিকিউরিটি ও টোটাল সিকিউরিটি—তিনটিই রয়েছে রিভের। বাংলাদেশি প্রতিষ্ঠানের তৈরি এটি। এক বছর মেয়াদি একক ব্যবহারকারীর জন্য দাম পড়বে ৪৯০ টাকা। রিভের এক বছর মেয়াদি একক ব্যবহারকারীর জন্য ইন্টারনেট সিকিউরিটির দাম পড়বে ৮৯০ টাকা। আর টোটাল সিকিউরিটির জন্য এক বছর মেয়াদি একক ব্যবহারকারীর দাম পড়বে ১ হাজার ৪৫০ টাকা। রিভ সিস্টেমসের সহকারী ব্যবস্থাপক ওয়ালিউর রশিদ বলেন, তাঁদের ইন্টারনেট সিকিউরিটির মাধ্যমে নির্দিষ্ট কোনো ওয়েবসাইট ব্লক করে রাখা যাবে এবং সেই ওয়েবসাইটে কেউ প্রবেশ করার চেষ্টা করলেও জানা যাবে। রয়েছে বিনা মূল্যে পরীক্ষামূলক (ট্রায়াল) সংস্করণও।
ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস।

ফ্রিতে অ্যান্টিভাইরাস ব্যবহারের কিছু অসুবিধা জানুন  এখান থেকে

ব্যক্তিগত ব্যবহার, ক্ষুদ্র-মাঝারি ব্যবহার ও বড় আকারের প্রতিষ্ঠানে কম্পিউটার ব্যবহারকারীদের জন্য ক্যাসপারস্কি অ্যান্টি ভাইরাস পাওয়া যায়। ব্যক্তিগত ব্যবহারকারীদের জন্য ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস, ইন্টারনেট সিকিউরিটি, সিকিউরিটি ফর ম্যাক রয়েছে। ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি-২০১৭ একজন ব্যবহারকারীর জন্য পাওয়া যাচ্ছে ৮০০ টাকা এবং তিনজন ব্যবহারকারীর জন্য দাম ১ হাজার ৬৫০ টাকা।

ম্যাকাফি অ্যান্টিভাইরাস

ইনটেলের অ্যান্টিভাইরাস পণ্য ম্যাকাফির ইন্টারনেট সিকিউরিটি ও টোটাল প্রোটেকশন নামে দুটি অ্যান্টি ভাইরাস সফটওয়্যার আছে দেশের বাজারে। দেশে ম্যাকাফির পরিবেশক কম্পিউটার ভিলেজের পরিচালক তৌফিক এলাহী বলেন, মূলত এই অ্যান্টি ভাইরাস যখন অনলাইনে যুক্ত হয়, তখন কম্পিউটারের সুরক্ষা যেমন দেবে, তেমনি ইন্টারনেটের নিরাপত্তাও দেবে। এক বছর মেয়াদি একক ব্যবহারকারীর জন্য ইন্টারনেট সিকিউরিটির দাম পড়বে ১ হাজার টাকা এবং টোটাল প্রোটেকশনের দাম পড়বে ১ হাজার ৫০০ টাকা। তবে কম্পিউটার ভিলেজের ২০ বছরে পদার্পণ উপলক্ষে ছাড় দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে ইন্টারনেট সিকিউরিটি ও টোটাল প্রোটেকশন পাওয়া যাবে যথাক্রমে প্রায় ৬০০ ও ১০০০ টাকায়।

অ্যাভিরা অ্যান্টিভাইরাস

অ্যাভিরার মূল বৈশিষ্ট্য হলো বিনা মূল্যে সংস্করণের নির্দিষ্ট কোনো মেয়াদ নেই। আপনার পুরো অনলাইন জীবনজুড়ে ব্যবহার করতে পারবেন। অ্যাভিরা প্রোর দাম পড়বে ৫৫০ টাকা।

ই-স্ক্যান অ্যান্টিভাইরাস

ই-স্ক্যান ইন্টারনেট সিকিউরিটি ও টোটাল সিকিউরিটির দাম পড়বে যথাক্রমে ৪৯৯ ও ৫৫০ টাকা।

ই-সেট অ্যান্টিভাইরাস

বাজারে রয়েছে ই-সেটের স্মার্ট সিকিউরিটি। একজন ব্যবহারকারীর জন্য দাম পড়বে ১০৯৯ টাকা। তবে বাজারে ছাড়ে পাওয়া যাচ্ছে এই অ্যান্টি ভাইরাস। এর বাইরেও রয়েছে মোবাইল সিকিউরিটি হোম সংস্করণ।

প্যান্ডা অ্যান্টিভাইরাস

একজন ব্যবহারকারীর জন্য প্যান্ডা ইন্টারনেট সিকিউরিটির দাম ৪৯৯ টাকা।

My Blog Site  ব্লগ৭১

Level 2

আমি রোহান বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 91 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাংলাদেশী এন্টিভাইরাস দিবে প্রটেকশন????? হা, হা, হা।
BitDefender, Kaspersky, Norton, Eset, AVG এর বিশ্ববিখ্যাত কোম্পানিগুলা পাওয়ারফুল R&D (রিসার্চ & ডেভেলপমেন্ট) পাওয়ার নিয়াও যেখানে মাঝে মাঝে নাকানি-চুবানি খায় সেখানে একদম বিদেশি প্রডাক্ট এর সমমান এক-দেড় হাজার টাকা দিয়ে দেশি মাল কিনে টাকাটা জলে ফেলবে কোন আবুলে??

নিয়ে নিন বিশ্বখ্যাত ইসেট স্মাট সিকিউরিটি এন্টিভাইরাস জেনুইন লাইসেন্স ফাইল সহ। এবার আর লাইসেন্স ফাইল নিয়ে ভয় নাই! যখনই সমস্যাতে পড়বেন আমাদের সাইটে আপডেট পাবেন। বিস্তারিতঃ https://goo.gl/8WXBDH