শুভ সকাল
সবাই কেমন আছেন।
আশা করি সবাই ভালো আছেন।
টেকটিউনস এর সাথে থাকলে তো
সবাই ভালো থাকে আমি ও ভালো আছি।
আজকে আপনাদের মাঝে চমৎকার একটি এন্টিভাইরাস অ্যাপ নিয়ে হাজির হয়েছি আছে যে অ্যাপটা প্রতিটি এন্ডয়েড মোবাইলে থাকা দরকার শুধু মোবাইল সিকুরিটি করে রাখবে। ভাইরাস ও এন্টিভাইরাস এর সাথে সবাই পরিচিত। কারন একটা আমাদের ক্ষতি করে আর অন্যটা সমাধান দেয়।তেমনি এন্ড্র য়েড এ ভাইরাস ঢুকতে পারে।আর আমাদের মুল্যবান তথ্যের ক্ষতি করতে পারে।তাই সবাইকেই এন্টিভাইরাস এপ ব্যবহার করতে হয়।
এইসব এপ ব্যবহার করলেই বুঝবেন কতটা জরুরি।আমি সবাইকেই সাজেস্ট করবো সবাই কোন না কোন এন্টিভাইরাস এপ ব্যবহার করবেন। নয়তো যেই যুগ এসেছে ভাইরাস এখন ইন্টারনেট এ ও আমাদের জন্য অপেক্ষা করে আছে কখন ঢুকবে আর আমাদের তথ্য গ্রাস করবে।
তাই ভালো মানের এন্টিভাইরাস এপ ব্যবহার করুন। সরাসরি কাজের কথায় আসি।
1.Step:অ্যাপটা ওপেন করুন এখানে ট্যাব করুন।administore permission চাইলে On করে দিন।
2.Step:দেখে এলরেডি automatic
স্কান হওয়া শুরু হয়ে গেছে।এভাবে ১০০% পযর্ন্ত স্কান হবে।আপনার ক্ষতিকর অ্যাপ গুলো Threat এ দেখাবে,এবার Boost করুন।
3.Step:এছাড়া ও আপনি আপনার পারসোনাল অ্যাপকে লক করতে পারবেন এবং পারসোনাল ভিডিও,পিকচার vault মাধ্যমে লুকিয়ে রাখতে পারবেন।
ডাউনলোড লিংক এখানে
মানুষ মাত্রই ভুল হয়,
ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আমি জয়দেব বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।