এখনকার দিনে ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যার এর জনপ্রিয়তা ব্যপক তা নিয়ে কোন সন্দেহ নেই। প্রত্যেক বছর সবচেয়ে বেশী রেটিং পাওয়া সফটওয়্যারগুলো প্রায় লক্ষাধিকবার ডাউনলোড হয়। এসব সফটওয়্যার কোম্পানির সমস্যা হল এতে নতুন ফিচার যোগ করতে গিয়ে সফটওয়্যারের অনেক বেশী পরিমানে আপডেট তারা রিলিজ করে। তবে বেশীর ভাগ মানুষই এই আপডেট গুলো ইন্টারনেট সমস্যার জন্য ডাউনলোড করতে পারেনা। সেক্ষেত্রে তারা অফলাইন ইন্সটলার খুঁজে থাকে যা তারা ইন্টারনেট কানেকশন ছাড়াই ইন্সটল এবং ব্যবহার করতে পারবে।
তো যাই হোক, আজকের এই টিউনে আপনাদের সামনে এরকম কিছু হিডেন টিপস শেয়ার করবো যা আপনাকে এই রকম অফলাইন ইন্সটলার গুলো খুব সহজেই ডাউনলোড করার পথ দেখিয়ে দিবে। তবে এর জন্য আপনাকে যা করতে হবে তা হলো আমার টিউনটি মনোযোগ সহকারে পড়তে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে।
তো যাই হোক চলুন দেখে নেয়া যাক কিছু অ্যান্টিভাইরাসের অফলাইন ইন্সটলার ফাইল খুঁজে বের করার উপায়।
Ad-Aware অফিসিয়ালি পুরো সেটাপ ফাইল দেয়না, কিন্ত ভাগ্য ভালো যে এর নতুন অফলাইন ভার্সন দুটি ডাউনলোড পোর্টাল সাইট FileHippo এবং MajorGeeks এ পাওয়া যায়। আপনি এখান থেকে নামিয়ে নিয়ে নিতে পারেন।
AVG এর অফলাইন ইন্সটলার ফাইলটা সবসময় সিক্রেটলি থাকে যা ডাউনলোড করতে আপনাকে সামান্য কিছু স্টেপ অবলম্বন করতে হবে। প্রথমে আপনাকে নিচের দেয়া লিঙ্কে যেতে হবে তারপরে "FREE VERSION"এ ক্লিক করতে হবে তাহলেই আশা করি আপনি আপনার কাঙ্ক্ষিত ফাইলটি ডাউনলোড করতে পারবেন।
তবে এক্ষেত্রে আপনি ৩২-বিট এবং ৬৪-বিটের দুইটা অপশন পাবেন সেখান থেকে আপনার পিসি এর কনফিগারেশন অনুযায়ী প্রোডাক্ট ইন্সটলার ফাইলটি ডাউনলোড দিতে পারবেন। নিচের লিঙ্ক আপনাকে সরাসরি সেখানে নিয়ে যাবে।
আপনি চাইলে তাদের সকল প্রো ভার্সন গুলোও সেখান থেকে ডাউনলোড করা যাবে এবং তবে এক্ষেত্রে অফলাইন ইন্সটলার পেতে আপনাকে AVG-এর সাপোর্ট পেজ ভিজিট করতে হবে। এখন আপনি যে প্রোডাক্টটি চান তার উপর ক্লিক করুন তারপর ইন্সটলেশন ফাইলটি সিলেক্ট করুন। ব্যাস কাজ শেষ!
Avira এর অফলাইন ফাইল খুঁজে বের করা যে খুব একটা কঠিন কাজ তা কিন্তু না। আপনি যদি প্রোডাক্ট পেজের মূল ডাউনলোড বাটনে ক্লিক করেন তাহলে আপনি ২এমবি ওয়েব ইন্সটলার পাবেন। কিন্তুঅফলাইন ইন্সটলারটি থাকে ডাউনলোড পেজের "More Versions" লেখা লিঙ্কে। তবে আপনাদের সুবিধার্থে আমি নডাইরেক্ট ডাউনলোড করার জন্য পেজের লিঙ্কটি নিচে দিয়ে দিয়েছি। আপনাকে শুধু নিচের দেয়া লিঙ্কে ক্লিক করতে হবে এবং পরবর্তী পেইজ থেকে নিচের দেয়া ছবিতে দেয়া ২২৯ এমবি ফাইলটি ডাউনলোড করতে হবে।
Bitdefender তাদের ফোরামে বলে যে তারা বর্তমানে কোন ধরনের ফ্রি এবং অফলাইন সেটাপ ইন্সটলার তৈরী করছেন না। ফ্রি Bitdefender এর সবচেয়ে বড় ইন্সটলার ফাইলটি হলো ৮-৯ এমবির কাছাকাছি। তারপরেও ইন্টারনেটের সাহায্যে আরেকটি হিডেন EXE ফাইল আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন। তবে এক্ষেত্রে তাদের সার্ভারের কারনে ডাউনলোডের সময় আপনাকে কিছুক্ষন অপেক্ষা করতে হতে পারে। নিচে আমি ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক গুলো দিয়ে দিচ্ছি। আপনি চাইলে চেস্টা করে দেখতে পারেন।
এমন শোনা যায় যে FortiClient Lite সফটওয়্যারের পুরো ইন্সটলারের ডাউনলোড লিংক কোথাও দেয়া নেই। পুরো ইন্সটলার পাওয়ার একমাত্র উপায় হল ১১এমবি ফাইল ডাউনলোড করা এবং ২৫০কে ইন্সটলারে রান করা যা নিচের ফোল্ডারে বড় সেটাপ ইন্সটলার হিসেবে দেয়া আছে। এটা ডাউনলোড করে রান করুন।
C:\ProgramData\Applications\Cache\{random xxx}\[version]\FortiClientLite.msi
Immunet তাদের কোম্পানির ডিসিশন অনুযায়ী অফলাইন ইন্সটলারের কোন ভার্সন ডাউনলোড দিতে দেয়না এবং তা শুধু ৫০০কে ফ্রন্টেন্ডে থাকে। তবে আপনি চাইলে আপনি নিচের দেয়া লিঙ্ক থেকে যেকোন একটা ডাউনলোড করে নিতে পারবেন। শুধু একটি কথা "ডাউনলোড শুরু হতে কয়েক সেকেন্ড সময় লাগতে পারে। "
Panda Cloud এন্টিভাইরাস ইন্সটল দেয়ার জন্য মুলত তাদের একটি উইকি(Wiki) পেজ আছে। এবং এই পেজে অফলাইন ইন্সটলারের ডাইরেক্ট লিঙ্ক-ও পাবেন। শুধুমাত্র আপনাকে ছোট একটি কাজ করতে হবে আর তা হলো নিচের দেয়া লিঙ্কে ভিজিট করে নিয়ম অনুযায়ী ডাউনলোড করতে হবে।
যদিও PC Tools তাদের অফলাইন ইন্সটলারের জন্য কোন তথ্য দেয় না তারপরেও তাদের ৪০এমবির কাছাকাছি একটা একটা কম্প্রেসড ফাইল আছে যেটা ১০গুন বড় ফাইল, যা তাদের অফিসিয়াল পেজ এবং অধিকাংশ ডাউনলোড পোর্টালে আছে সেই ফাইলটি। বর্তমানে নতুন ফাইলটি হল 9.1.0.2900-SDavfree-lite_en.exe
কিন্ত ভবিষ্যতে এটা অবশ্যই বদলে যাবে। দেখা গিয়েছে যে এর ভার্সন বছরে কয়েকবার বদলে গিয়েছে। তারপরও যেকোন ভার্সনের সাথে নতুন ভার্সন মিলাতে এই লিংকটি ব্যবহার করুন।
download.pctools.com/mirror/updates/xxxxx-SDavfree-lite_en.exe
উপরের ইউআরএল x's এর যায়গায় নতুন ভার্সনের নাম্বার দিন তাহলে নতুন অফলাইন ইন্সটলার ডাউনলোড হবে। Techspot এবং Downloadcrew থেকে আপনি দেখে নিতে পারেন নতুন ভার্সন কোনটি।
ZoneAlarm এর অফলাইন ইন্সটলার একটি নির্দিষ্ট পেজে রয়েছে কিন্ত তা ফ্রি ভার্সনের জন্য নয়। তারপরও এটা খুব সহজভাবে পাওয়া যাবে। শুধু স্ট্যান্ডার্ড ডাউনলোড লিঙ্কে ক্লিক করার পর যখন "Thank you for downloading ZoneAlarm" লেখা পেজ আসবে তখন click here এ রাইট বাটন ক্লিক করে ইউ আর এল টি কপি করুন। এটা কিছুটা এমন আসবে -
download.zonealarm.com/bin/free/1001_za/zaSetupWeb_110_000_057.exe
ব্রাউজারে অ্যাড্রেস বারে পেস্ট করুন এবং ঐ ফাইলের নাম থেকে Web ডিলেট করুন। এখন এই এডিট করা URL-এ ভিজিট করুন তাহলেই নতুন ইন্সটলার ফাইলটি ডাউনলোড হবে। শুধু ছোট ইন্সটল ফাইলটি(অনলাইন ইন্সটলার) ডিলেট করে দিন যা একাই ডাউনলোড হয়েছে।
পরিশেষে একটা কথাই বলবো যেসকল ক্র্যাক অ্যান্টিভাইরাস বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যায় সেসকল অ্যান্টিভাইরাসগুলো কিছু ট্রোজান ভাইরাস দ্বারা মডিফাই করা হয়ে থাকে যা কম্পিউটারের জন্য ক্ষতিকর। তাই আপনাদের অনুরোধ করবো ক্র্যাক অ্যান্টিভাইরাস গুলো ব্যবহার করার চেয়ে ফ্রি ভার্সনগুলো ব্যবহার করুন। এতে আশা করি অনেক ভালো ফলাফল পাবেন।
যাই হোক, এই সম্পূর্ণ টিউনটি লিখেছেন The Smart Mind এর একজন লেখক। তাই তাদের ওয়েবসাইটটি গুরে দেখার অন্য অনুরোধ করা হলো!
আর আপনাদের এই টিউনটি যদি একটুও কাজে লেগে থাকে তাহলে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে সময় দিয়ে পড়ার জন্য। পরবর্তী টিউনে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকবেন!
আমি ওয়াহেদুজ্জামান তুহিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I'm a student of Computer Science & Engineering.