আসসালামু আলাইকুম।
প্রিয় টেকটিউনস বাসী আপনারা সবাই কেমন আছেন?
আশা করি ভালই আছেন। আর আমি! অলটাইম ভালদের দলে! 😆 😆 😆
বন্ধুরা আমি তেমনটা এক্সপাট না তাই লিখায় যদি কোন ভূল ত্রুটি থাকে তাহলে ক্ষমা দিষ্টিতে দেখবেন।
আর কথা বাড়িয়ে লাভ নেই এখন আমরা কাজের কথায় আসি। আজকে যেই টপিকস টি শেয়ার করতেছি সেটি মূলত নতুন দের জন্য আর যারা জানেন, তারা তো বিষয়টি আমার চেয়ে ভাল জানেন তার পরেও জানার শেষ নাই। বত্যমান সময়ে মোবাইল অথবা কম্পিউটার যাদের আছে তাদের কাছে মেমুরি কার্ড আথবা পেনড্রাইভ থাকাটা স্বাভাবিক কারন মেমুরি ও পেনড্রাইভের এর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ন ডাটা আদান প্রদান করে থাকি আর এই, মেমুরি অথবা পেনড্রাইভে যদি শর্টকাট ভাইরাসের আক্রমনে পড়ে তাহলে আমাদের গুরুত্বপূন্য ফাইল গুলো শর্টকাট হয়ে নষ্ট হয়ে যায়। আর এই সমস্যার ফলে আমরা অনেকে মেমুরি অথবা পেনড্রাইভ ফরমের্ট দিয়ে থাকি তার পরেও দেখি সেই শর্টকাট ভাইরাস মেমুরি, পেনড্রাইভ ছেড়ে যায় নাই। আর সমস্যা টি মেমুরি পেনড্রাইভ ব্যবহার অযোগ্য করে তোলে আর এই সমস্যার সমাধান ভিডিও টিটোরিয়ালটি। টিউন টি সম্পুন্য লেখার চেয়ে ভিডিও টিটোরিয়াল টি আপনাদের বুঝাতে বেশি কাজে দেবে কারন আপনারা বারে বারে ভিডিও টি দেখে সমস্যা সমাধান করতে পারবেন, আর এই কারনে আপনাদের জন্য আমার এই ভিডিও টিটোরিয়ালটি।
তাই নিচের এই লিংক থেকে ভিডিও টিটোরিয়াল টি দেখে নিন।
আর কোন Problem হলে FB তে আমি তো আছিই।
আর সবাই ভাল থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য কিছু লিখা উপহার দিতে পারি।
আল্লাহ হাফেজ
আমি নিশাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।