আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্র রহমতে সবাই ভাল এবং সুস্থ আছেন। আজকে নিয়ে হাজির হলাম এডভান্সড সিস্টেম কেয়ার আল্টিমেট .৭.০ ফুল ভার্সন নিয়ে। এডভান্সড সিস্টেম কেয়ার এর নাম শোনেননি বা ব্যবহার করেননি এমন লোক খুজে পাওয়া দুষ্কর। এটি একাধারে পিসি পারফর্ম্যান্স বুস্টার, সিস্টেম বুস্টার আর এন্টিভাইরাস। এটি উইন্ডোজ ৭ এর সাথে উইন্ডোজ ৮ ও উইন্ডোজ ৮.১ এও সাপোর্ট করে।
কি কি আছে এই একটি মাত্র সফট্ওয়্যারএর মধ্যে?
দেখে নেই কিছু স্ক্রীনসটঃ
আসুন এবার ডাউনলোড করা যাক।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। (৫৮.৮ মেগা বাইট)
প্যা-চ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (৯০০ কিলোবাইট)
আসুন দেখে নেই কিভাবে প্যাচ করবেনঃ
১. প্রথমেই asc-ultimate7-setup.exe ইন্সটল করুন।
২. এবার প্যা-চ আর্কাইভটি ডিকম্প্রেস করে নিন এবং এর ভিতরের ফাইলটিতে Right click করে Run as administrator এ ক্লিক করে প্যা-চ করে নিন।
৩. ভিতরে প্রয়োজনীয় লাইসেন্স কী এবং ইন্সটল করার পদ্ধতিও দেওয়া আছে।
লাইসেন্স এক্টিভ করার সময় ইন্টারনেট ডিসকানেক্ট করার কোন প্রয়োজন নেই।
আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই আশা বাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। রসদ পেলে শীঘ্রই আবার টিউন নিয়ে হাজির হব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nice. Thanks for sharing.