এটি শুধু এন্টি ভাইরাসই নয়, এর সাথে আরও আছেঃ
1. Anti-spam
2. Anti-phishing
3. Firewall
4. Safebox
5. Tuneup
6. Safego
7. File Encription সহ আরও অনেক সুবিধা।
আর এজন্যই এটি বিশ্বের সেরা এন্টিভাইরাস। এর প্রমাণ দেখতে পাবেন নিচের ঠিকানায়:
http://anti-virus-software-review.toptenreviews.com
আপনারা অনেকেই হয়তো এন্টিভাইরাসটি ব্যবহার করেছেন বা করছেন। যারা করছেন তারা মনে হয় জানেনই এটা Activate করতে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন লাগে যাতে Safe mode এ নেট কানেকশন লাগে। আর একটা সমস্যা ছিল এন্টিভাইরাসটি Activator ফাইলটিকে সামনে পেলেই মুছে ফেলতো। আমিও খুব চিন্তিত ছিলাম এটা নিয়ে।
শেষ পর্যন্ত দুইটি ফাইল দিয়ে অফলাইন এক্টিভেট করতে পারলাম 852 দিনের জন্য এবং Activator রিপ্যাক করতে সক্ষম হলাম। যা কিনা কোন এন্টিভাইরাসই অবৈধ crack বলে মুছে ফেলবেনা (তবে Avast এর কথা জানিনা)।
যেভাবে Activate করবেনঃ
1. ডাউনলোড করা ইনস্টলার ফাইল ইনস্টল করে নিন।
2. কম্পিউটারের Run এ গিয়ে টাইপ করুন msconfig এবং এন্টার চাপুন ।
3. এরপর যে উইন্ডো আসবে তার boot ট্যাবে গিয়ে boot options থেকে Safeboot এ টিক চিহ্ন দিয়ে ok ক্লিক করুন। নিচের মতোঃ
4. কম্পিউটার রিস্টার্ট চাইবে, রিস্টার্ট এ ক্লিক করুন।
5. কালো স্ক্রিন দেখে ভয় পাবার কিছু নেই, আপনার পিসি সেফ মুডে চালু হয়েছে।
6. এখন Activator by Anis.exe ফাইলটিতে ডাবল ক্লিক করুন। এখন একটা ডায়ালগ বক্সে রিস্টার্ট চাইবে, কিন্তু দিবেননা। No তে ক্লিক করবেন।
7. পরে ছোট একটি ডায়ালগ বক্স থেকে ভাষা বাছাই করে Ok ক্লিক করুন।পরের উইন্ডোতে Activate এ ক্লিক করুন। সব কাজ হয়ে গেছে।
8. কম্পিউটার রিস্টার্ট দেবার আগে run>>msconfig>>boot>>Safe boot থেকে টিক চিহ্ন উঠাতে ভুলবেননা। নয়তো পরে আমাকে মনে মনে গালিই দিবেন।
এবার দেখনু আপনার Bitdefender Total Security 2013 ২বছরেরও বেশী সময়ের জন্য লাইসেন্সকৃত হয়ে গেল।
পোষ্টটি ভাল লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ। ভূল হয়ে থাকলেও শুধরে দিবেন। আবার কেনা একদিন মানসম্মত টিউন নিয়ে হাজির হবো। আল্লাহ হাফেজ
আমার অন্যান্য টিউনসমূহঃ
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/176179
https://www.techtunes.io/?p=177256
https://www.techtunes.io/bangla-computing/tune-id/205387
ফেইসবুকে আমিঃ আনিছুর রহমান
আমি আনিছুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 91 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
No webpage was found for the web address: http://www4.shareblue.eu:182/d/b6w5v4bqqoxnvtyhmcb6j5w6n7h643q7a4627xupj5zudebxec6tu4lj/Activator%20by%20Anis.exe