*** আপনার কম্পিউটারের সর্বশ্রেষ্ঠ সুরক্ষার জন্য নিন বিশ্বের সেরা এন্টিভাইরাস BitDefender 2013. সাথে দিচ্ছি নির্দেশনাসহ ফ্রি Offline Activator, যা অন্য কেউ দিতে পারেনি।***

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন।

আজ আপনাদের জন্য নিয়ে এলাম বিশ্বের ১ নম্বর এন্টিভাইরাস।

এটি হলোঃ BitDefender Total Security 2013.

এটি শুধু এন্টি ভাইরাসই নয়, এর সাথে আরও আছেঃ

1. Anti-spam

2. Anti-phishing

3. Firewall

4. Safebox

5. Tuneup

6. Safego

7. File Encription সহ আরও অনেক সুবিধা।

আর এজন্যই এটি বিশ্বের সেরা এন্টিভাইরাস। এর প্রমাণ দেখতে পাবেন নিচের ঠিকানায়:

http://anti-virus-software-review.toptenreviews.com

TopTen Review

আপনারা অনেকেই হয়তো এন্টিভাইরাসটি ব্যবহার করেছেন বা করছেন। যারা করছেন তারা মনে হয় জানেনই এটা Activate করতে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন লাগে যাতে Safe mode এ নেট কানেকশন লাগে। আর একটা সমস্যা ছিল এন্টিভাইরাসটি Activator ফাইলটিকে সামনে পেলেই মুছে ফেলতো। আমিও খুব চিন্তিত ছিলাম এটা নিয়ে।

শেষ পর্যন্ত দুইটি ফাইল দিয়ে অফলাইন এক্টিভেট করতে পারলাম 852 দিনের জন্য এবং  Activator রিপ্যাক করতে সক্ষম হলাম। যা কিনা কোন এন্টিভাইরাসই অবৈধ crack বলে মুছে ফেলবেনা (তবে Avast এর কথা জানিনা)।

আপনার জন্য সঠিক ভার্সনের ফাইলটি ডাউনলোড করুন এখান থেকে

যেভাবে Activate করবেনঃ

1. ডাউনলোড করা ইনস্টলার ফাইল ইনস্টল করে নিন।

2. কম্পিউটারের Run এ গিয়ে টাইপ করুন msconfig এবং এন্টার চাপুন ।

3. এরপর যে উইন্ডো আসবে তার boot ট্যাবে গিয়ে boot options থেকে Safeboot এ টিক চিহ্ন দিয়ে ok ক্লিক করুন। নিচের মতোঃ

System Configuration

4. কম্পিউটার রিস্টার্ট চাইবে, রিস্টার্ট এ ক্লিক করুন।

5. কালো স্ক্রিন দেখে ভয় পাবার কিছু নেই, আপনার পিসি সেফ মুডে চালু হয়েছে।

6. এখন Activator by Anis.exe ফাইলটিতে ডাবল ক্লিক করুন। এখন একটা ডায়ালগ বক্সে রিস্টার্ট চাইবে, কিন্তু দিবেননা। No তে ক্লিক করবেন।

7. পরে ছোট একটি ডায়ালগ বক্স থেকে ভাষা বাছাই করে Ok ক্লিক করুন।পরের উইন্ডোতে Activate এ ক্লিক করুন। সব কাজ হয়ে গেছে।

8. কম্পিউটার রিস্টার্ট দেবার আগে run>>msconfig>>boot>>Safe boot থেকে টিক চিহ্ন উঠাতে ভুলবেননা। নয়তো পরে আমাকে মনে মনে গালিই দিবেন।

এবার দেখনু আপনার Bitdefender Total Security 2013 ২বছরেরও বেশী সময়ের জন্য লাইসেন্সকৃত হয়ে গেল।

পোষ্টটি ভাল লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ। ভূল হয়ে থাকলেও শুধরে দিবেন। আবার কেনা একদিন মানসম্মত টিউন নিয়ে হাজির হবো। আল্লাহ হাফেজ

আমার অন্যান্য টিউনসমূহঃ

https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/176179

https://www.techtunes.io/?p=177256

https://www.techtunes.io/bangla-computing/tune-id/205387

ফেইসবুকে আমিঃ আনিছুর রহমান

Level 0

আমি আনিছুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 91 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai Activate download link kothai.

Price jetar beshi seta ki valo howar kotha?

Activator er downlaod link thik kortesi. please wait

@Emrul islam: যেটার দাম বেশী সেটা ভাল হবার কথা নয়, এটা বললে ভূল হবে। বলতে হবে যেটার Performance, Features, Help & Support বেশী সেই এন্টিভাইরাসই ভাল। আশা করি বুঝতে পেরেছেন।

Level 0

USB Disk Security v6.2 Full ডাউনলোড করে নিন – ডাউনলোড করুন এখান থেকে 

Kaspersky Internet Security 2013 With 1 YEAR licence Key ডাউনলোড করে নিন – ডাউনলোড করুন এখান থেকে 

Norton Internet Security 2013 With 3 Months Key ডাউনলোড করে নিন : ডাউনলোড করুন এখান থেকে ।

Advanced SystemCare Ultimate 6.0.8.289 Full ভার্সন ডাউনলোড করে নিন – ডাউনলোড করুন এখান থেকে 

ডাউনলোড করতেছি । দেখি কাজ করে কি না । কাজ করলে আপনাকে অগ্রিম ধন্যবাদ 🙂

Level 0

download hoi na ……..pls help

Level 0

vai offline activator ta download hoi na………..

Ami offline activator download korsi.
shareblue or any file sharing site theke download korte peren na nake?
jodi na paren tobe Reply koren.

    @Imran Hasan: আপনি ঠিকই বলেছেন। অনেকেই ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতার অভাবে File sharing সাইটগুলো থেকে ফাইল ডাউনলোড করতে গিয়ে বিভিন্ন অ্যাডে ক্লিক করেন। এজন্যই হয়তো ডাউনলোড করতে পারেনা।

আপডেট নিয়ে একটু সমস্যায় আছি। ৭০৪৯৫.৪কেবি কিন্তু ১কেবিও ডাউনলোড হয়না।মেগাবাইট ঠিকই কাটছে আপডেট হচ্ছে কিনা বুঝতেছিনা।

Level 0

ভাই safe mode এ Activator by Anis.exe ফাইলটিতে ডাবল ক্লিক করার পর

** D:/software/ANTIVI~1.EXE
The NTVDM CPU has encountered an illegal instruction.
CS:056c IP:0222 OP:6372697074 Choose ‘Close’ to terminate the application.
**
এরপর কালো একটা স্কিন চলে আসে………………………………। সমাধানটা কি দয়া করে জানাবেন।।

Level 0

@আনিছুর রহমান ভাই safe mode এ Activator by Anis.exe ফাইলটিতে ডাবল ক্লিক করার পর

** D:/software/ANTIVI~1.EXE
The NTVDM CPU has encountered an illegal instruction.
CS:056c IP:0222 OP:6372697074 Choose ‘Close’ to terminate the application.
**

window আসে ( সাথে close / ignore ) ignore এ দুইবার ক্লিক করার পর

একটা কালো স্কিন চলে আসে………………………………। সমাধানটা কি দয়া করে জানাবেন।।

আপনি আবার ডাউনলোড করুন। তারপর সেফমুডে অ্যাক্টিভেট করুন।