ভুক্তভোগীমাত্রই জানেন কী-লগার শায়েস্তা করার জন্য কোন এন্টিভাইরাস সফটওয়্যারই যথেষ্ট নয়। ট্রোজান, ম্যালওয়্যার, স্পাইওয়্যারসহ তাবত কী-লগারকে শায়েস্তা করতে সিনেট, পিসি ওয়ার্ল্ড, সফটপেডিয়া, টুকাউ, রেমন্ড-এর মত টেকিসাইটের এডিটরদের মত আমারও প্রথম পছন্দ ZEMANA AntiLogger. আমার পিসিতে নর্টন ইন্টারনেট সিকিউরিটি ২০১৩'র পাশাপাশি zemana বাড়তি নিরাপত্তা দিচ্ছে অনেকদিন ধরেই
ফ্রি ফ্রি অরিজিনাল লাইসেন্স : প্রথমে এই লিঙ্ক থেকে Zemana AntiLogger প্রোগ্রামের ১৫-দিনের ট্রায়াল ভার্সনের সেটাপ ফাইলটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। তারপর প্রোগ্রামটি চালু করে Services-এ যান। License বাটনে ক্লিক করে “Enter License” বক্সে নিচের লাইসেন্স কী টি পেস্ট করে “Activate” বাটনে ক্লিক করুন:
পুনশ্চ-১: অরিজিনাল লাইসেন্সের এই প্রমোশনাল অফারটি আগামী ২৪ ঘন্টা পর্যন্ত কাজ করবে। কাজেই অফারটি উপভোগ করতে চাইলে এর মধ্যেই লাইসেন্স এক্টিভেট করে নিতে হবে ।
পুনশ্চ-২: লেখাটি আমার সামু ব্লগে পূর্বপ্রকাশিত
আমি রাফি মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঘাড়ের দিকের একটা রগ ত্যাড়া। ত্যাড়ামির জন্য জীবনে এখন পর্যন্ত অনিচ্ছুক বা বাধ্য হয়ে কোন কাজ করতে হয়নি; হয়ত এ কারণেই জীবন নিয়ে কোন হতাশা, অনুশোচনাবোধ কিংবা অতৃপ্তি নেই। পছন্দের লিস্ট অনেক বড়, অপছন্দ হাতেগোনা। বলার চাইতে শুনতে পছন্দ করি এবং যা শুনি তা বিশ্বাস করার চেষ্টা করি। মানুষকে সহজে...
ভাই install ফাইল পাসওয়ার্ড প্রোটেক্ট দেখায় কেন?