আমার তৈরি প্রথম 3D ফ্লুইড এনিমেশন !

আশা করি ভাল আছেন সবাই। সম্প্রতি আমি থ্রি ডি স্টুডিও মেক্স এ  ফ্লুইড এনিমাশন নিয়ে কিছুটা ঘাটাঘাটী করছি । আজকাল ত বেশিরভাগ এড এর মধ্যেই ফ্লুইড আনিমাশন লাগে। আগে জানতাম এত মজার মজার জিনিশ করা যায় ফ্লুয়িড দিয়ে ...

আমার করা প্রথম ফ্লুইড এনিমাশন

এনিমেশন টা এখান থেকে নামিয়ে ফেলুন, মাত্র ১৮ মেগাবাইটঃ  http://www.mediafire.com/?bhx9vk2qkh4clbh

ভাবছি ফ্লুয়িড সিমুলাশন এর উপরে একটা টিউটরিয়াল করব যদি আপনাদের ইচ্ছা থাকে ... কমেন্টস ওয়েলকাম ।

Level 0

আমি মোঃ এহসানুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আরকিটেকচারাল ভিসুয়ালাইজেশণ এ সুধু বাইরের কাজ করি freelancer হিসাবে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

wow nyc…..vaia 3Dsmax niya chain tune koren!!kiso shikte chai…..oi video ta deke chocolate ta keye flte icce korlo!!!!

Level 0

ধন্যবাদ, অবশ্যই টিউটরিয়াল করবেন। আমি অপেক্ষায় থাকব।
আমি 3Ds Max & Maya এর A 2 Z শিখতে আগ্রহী, কোন প্রতিস্টান বা উপায় থাকলে প্লিস জানান।

করেন ভাই টিউন

Level 0

Vi Blender (3D Animation) ei software shikhar kono teaching center ase.pls janaben

Level 0

Awesome!! PLZ..TEACH US!!!

Level 0

Ehsanul vi many thanks…….tobe Dhaka te ki kono Teaching center ase vi!!!!!!!!!

Level New

very nice, bhai

চেইন টিউন চাই…
অতি শিঘ্রই।

ডাউনলোড করলাম…..খুবই সুন্দর হয়েছে…….. শিখতে চাই মেক্স…… প্লিজ সহযোগিত চাই………..

চেইন টিউন চাই। ধন্যবাদ

vai,………..
ei gula sudhu share korlei cholbe na. [Protibad]
Amader must sikhate hobe.
Naile mind khamu.
Please Max er upor urgent A2Z tune start koren.
Amar dream 3d designing.
Plz… taratari koren.

hmm, khub e valo hoise, apni ata niye chain tune shuru kore din, amar time thakle onek agei ata niye chain tune shuru kore ditam

Level New

অনেকদিন পর আবার 3d নিয়ে টিউন করলেন এবং একদম মনের মতো একটা ব্যাপার নিয়ে। আশা করি শীঘ্রই টিউটোরিয়াল পেয়ে যাব।
ভাই আরেকটি কথা, আমি VFX এর কাজের জন্যই 3ds max এর কাজ শিখতে চাচ্ছি। আমি ইন্টারনেট থেকে কিছু টিউটোরিয়াল নামিয়ে সেগুলো কমপ্লিট করেছি, কিন্তু এই ক্ষেত্রে অধিকাংশ ব্যাপারই আমি না বুঝে শুধু অন্ধের মত করে গেছি। এই ব্যাপারে আপনার পরামর্শ চাচ্ছি।

    @বাধন: ম্যাক্স জিনিশ টা ত বিশাল , আপনি কি ধরনের VFX শিখতে চান ওইটা আগে ঠিক করুন। তারপর একটা একটা করে শিখতে থাকেন।

      Level New

      @মোঃ এহসানুল ইসলাম: ভাই এই বিশালতার কারনেই তো কিছুই বুঝতেছি না। আসলে কাজ তো আর নির্দিষ্ট করা যায় না, এক সময় লাগে আগুন, এক সময় রক্ত। এখন আমি কি ইন্টারনেট থকেই শিখে শিখে কাজ চালিয়ে যাব নাকি আগে একটি বেসিক কোর্স করে নিব? আপনি কোনটি সাজেস্ট করেন?

      ম্যাক্স এর বেসিক জানা থাকলে আর কুনো প্রব্লেম এ হয় না … দরকার মত টুকটাক যখন জা লাগে সিখে নিলেই হয় …

করেন করেন করেন করেন করেন করেন করেন করেন করেন করেন

জটিল হইছে। ভাই আপনি থ্রীডি স্ট্যুডিও ম্যাক্সের উপর যদি ধারাবাহিক টিউন করেন ভালো হয়।

বিল্ডিং তৈরির কাজ শিখতে হলে কি করতে হবে……

Level 0

কইরেন না কইরেন না কইরেন না কইরেন নাকইরেন না কইরেন নাকইরেন না কইরেন নাকইরেন না কইরেন নাকইরেন না কইরেন না

Level 0

Great animation. my profession is also related with ur works. I think u’ve used RF 4 creating fluid simulation & import Mesh into 3dmax, 3dmax cant do dis.

Awesome…

Ekta blender 2.63 download korechi. Kintu er kOnO kaj 2 parina, tai bolte cacchi J zodi kono project er sondhan dite paren khub upokrito hobo.