আমরা অনেকেই মনে করি আমাদের ছবিকে আকর্ষনীয় এবং সুন্দর করার জন্য ফটোশপ এর বিকল্প নেই কিন্তু কয়জনই বা ফটোশপ ব্যবহার করতে পারে । আমরা ফটোশপ না ব্যবহার করেই আমাদের ছবিগুলোকে আরও আকর্ষনীয় করতে পারি । তার জন্য প্রয়োজন হবে সফটওয়ার যা আপনি এখানেই পাবেন । আশা করি সফটওয়ার গুলো ব্যবহার করা পর আপনি বুঝতে পারবেন এই সফটওয়ারগুলো ব্যবহার করা কতটা সহজ । এর জন্য কোন প্রশিক্ষন বা বেশী সময় ধরে ঘাটাঘাটি করার প্রয়োজন নেই । মাত্র ৫ মিনিটের ও কম সময় নাড়াচাড়া করলেই চলবে । তো এখন কথা না বাড়িয়ে কাজের কথায় আশা যাক ।
১ . Photo shine : এই সফটওয়ারটিতে আপনি নয়টি টুল পাবেন । ঠিক এরকম
আপনারা ব্যবহার না করলে বুঝবেনই না যে কত সুন্দর সুন্দর ইফেক্ট আপনি আপনার ছবিতে ব্যবহার করতে পারবেন । আমি আমার কয়েকটি ছবি আপনাদের দেখাচ্ছি । আমি এই সফটওয়ারটি নিয়ে বেশীক্ষন নাড়াচাড়া করি নি ।
আমি আমার ছবিগুলো ছোট করে আপনাদের সামনে তুলে ধরলাম । সফটওয়ারটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন । সফটওয়ারটি ২৯ মেগাবাইটের । কষ্ট হলেও একবার ডাউনলোড করে ব্যবহার করে দেখুন । এই সফটওয়ার দিয়ে আপনি আপনার ছবি রিসাইজও করতে পারবেন ।
২ . Magic photo editor : এই সফটওয়ারটি অবশ্য ৪ মেগাবাইটের । এই সফটওয়ারটিও জটিল । এই সফটওয়ারটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন ।
২ টি সফটওয়ারেরই লাইসেন্স কে দিয়ে আরও বেশী সুবিধা পাবেন কিন্তু দুঃখের বিষয় অনেক চেষ্টার পরও লাইসেন্স কে খুজে পাইনি । তবে লাইসেন্স কে ছাড়া ব্যবহার করলে কোন অসুবিধা হবে না । আমি একটা ওয়ার্ডপেডে ১৯০০ টি সফটওয়ারের সারিয়াল কে পেয়েছি কারও দরকার হলে জানাবেন । কিন্তু আমি সিরিয়ালগুলো ট্রাই করে দেখিনি । আমি সর্বদা আপনাদের ভাল কিছু দিতে চেষ্টা করি । সকলকে ধন্যবাদ .............
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
ভাল লাগল।