জী হ্যাঁ আবারো এনিমেশন নিয়ে লিখা। আপনারা হয়তো ভাবছেন আমি হঠাৎ এত এনিমেশন নিয়ে লিখছি কেন? আসলে বাংলাদেশে ইদানিং এত দারুন সব এনিমেশনের কাজ হচ্ছে যে না লিখে পারলাম না। অন্তত এসকল গুণী নির্মাতাদের কে আপনাদের কাছে তুলে ধরার দ্বায়িত্ববোধ থেকেই এই লিখা।
বর্তমানে চলচিত্রে সিজি (কম্পিউটার গ্রাফিকস) বা এনিমেশনের ব্যবহার অহরহ। হলিউডের বেশীর ভাগ চলচিত্রে সিজি এর ব্যবহার আজকাল সাধারন বিষয় হয়ে দাড়িয়েছে। তবে যদি বলি বাংলাদেশী চলচিত্রে সিজি এর ব্যবহার শুরু হয়েছে তাহলে অবাক হবেন নিশ্চই।
হ্যাঁ ঠিক এমনই একটি কাজ করে দেখিয়েছে " হাল্কা " নামের স্বল্প দৈর্ঘের (৪৫ মিনিট) প্যারোডি চলচিত্রটি। নামটা চেনা চেনা লাগছে তাইনা। হলিউড ফিল্ম হাল্কের মতই এবার বাংলাদেশেই তৈরী হল হাল্ক তবে নামটা হচ্ছে " হাল্কা "
হাল্কার মূল চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনি হলেন জাহিদুল আলম (সেলিম) । স্বল্প দৈর্ঘের এই চলচিত্রে যে সকল শিল্পী অভিনয় করেছেন তাদের প্রায় অনেকেই নবাগত শিল্পী। এমনো অনেকে আছেন যারা কখনো ক্যামেরার মুখমুখি হননি। সে হিসেবে বলা যায় ভালই অভিনয় করেছেন তারা। হাল্কা মুভিটির কিছু ক্লিপ http://www.youtube.com/user/rana3d এখান থেকে দেখতে পারেন। দেখে খুবই মজা পেলাম, নিশ্চিত করে বলতে পারি আপনারাও আনন্দ পাবেন।
হাল্কা তৈরীর পেছনে যিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন তিনি হলেন সোহেল আফগানী রানা এবং তার টিম " তার ছেড়াঁ " । আমরা অনেকেই তারা কার্টুন "দুই বলদ" , "বাসে একদিন" দেখে এসেছি। তিনি এধরনের মজার মজার কার্টুনের মাধ্যমে আমাদের আনন্দ দিয়ে এসেছেন, আশা করা যায় হাল্কাও এ ধারা অব্যাহত রাখবে। হাল্কা তৈরীতে ব্যাবহার করা হয়েছে বিভিন্ন সফটওয়্যার যেমন 3D Studio Max 9 , Poser 7 , Particle Illusion , V-ray , Character Studio , After Effect , Realviz , Adobe Premiere ইত্যাদি।
স্বল্প দৈর্ঘের চলচিত্র হলেও আফগানী রানা এবং তার টিম যে দারুন একটি কাজ আমাদের উপহার দিয়েছেন সেজন্য তারা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। শুধু তাই নয় তারা যে চলচিত্রে সিজি ব্যবহারের ধারার সূচনা করেছেন অদূর ভবিষ্যতে হয়তো দেখা যাবে হলিউডের মত বাংলাদেশী চলচিত্রেও সিজি ব্যবহারের প্রচলন শুরু হবে। " তার ছেড়াঁ " ভবিষ্যতেও নতুন শিল্পিদের প্রাধান্য দেবে।
হাল্কা খুব শিঘ্রই রিলিজ হবে কোন নন-কনভেনশনাল থিয়েটারে এবং পরবর্তীতে ডিভিডি আকারে প্রকাশ পাবে।
আরো জানতে চোখ রাখুন এখানে -
http://digiart-bd.com/forum/viewtopic.php?f=3&t=2
Facebook Group : http://www.facebook.com/group.php?gid=90745925551&ref=ts
মূল লিখা: http://www.foisal.com/2009/08/halka-first-cg-short-film-in-bd/
আমি darklord। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 111 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Share your knowledge with others..........
সত্যিই আজ অনেক ভালো লাগছ।আজ এটা ভাবতে ইচ্ছে করছে যে আমরাও পিছিয়ে নেই।