আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন।
আজ কথা বলবো Robot 2.0 মুভি নিয়ে। মুভিটি রিলিজ করা হয়েছে হিন্দি ভাষায়। মুভিটি তৈরি করা হয়েছে প্রযুক্তি ও অ্যাকশন নিয়ে। Robot মুভি ২০১০ এর পরে Robot 2.0 মুভিটি নিয়ে আসে। এই মুভিটি অনেক জনপ্রিয়তা পায়। কারণ Robot এর আপডেট ভার্সন হলো Robot 2.0। Robot ও Robot 2.0 মুভি দুইটা অনেক সুন্দর হয়েছে। মুভি দুইটা দেখে আমরা প্রযুক্তি ও মানুষ চাইলে অনেক কিছু করতে পারে। আর সকল দেশের উচিৎ 4G network উপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। যাতে পশু ও পাখির যাতে কোন ক্ষয় ক্ষতি হয়। এমনকি মানুষের ও। সকলের সৎচর হওয়া উচিত। এই মুভির পরিচালকের প্রতি আমরা সত্যি কৃতজ্ঞ।
নিচের লিংক থেকে মুভিটি ডাউনলোড করে নিন।
আমি মোঃ আলামিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
I am simple boy. My name is Alex.Al-Amin. My website name http://hdmoviestd.top