এক ঝলকে মাল্টিমিডিয়া এন্ড ক্রিয়েটিভ টেকনোলজি

বিজ্ঞানের প্রভুত উন্নতির ফলে কাগজ কলম পেন্সিলের জীবন থেকে আমরা চলে গেছি ডিজিটাল সাম্রাজ্যে। টোটাল একটা অটোমেশন যুগের দিকে ধাবিত হচ্ছে আমাদের জীবন। আর এই অটোমেশন যুগে তালমিলিয়ে চলার জন্য যেকটা টেকনোলজী বিদ্যমান তার মধ্যে মাল্টিমিডিয়া অন্যতম। Faculty of Science and Information Technology অনুষদের অধীনে Multimedia and Creative Technology বিভাগটি বাংলাদেশে শুধুমাত্র Daffodil International University তেই রয়েছে। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে সৃজনশীল ও নান্দনিক ক্রিয়াকর্মকে ডিজিটাল ক্যানভাসে তুলে আনা ও সৃজনশীল দক্ষ মানবসম্পদ তৈরী করাই এই বিভাগের মূল উদ্দেশ্য। ক্রিয়েটিভ আর্টস তথা চারুকলার ফ্লেভারের সাথে এখানে যোগ হয়েছে ম্যাথমেটিক্স, ফিজিক্স আর প্রোগ্রামিং। তার মানে you can get the combine taste of creative arts and technology. ৪ বছরের এই অনার্স কোর্সে ছাত্রছাত্রীরা ৪টি বিষয়ের উপর দক্ষতা অর্জন করে। তা হলো; ১) 3D animation and VFX engineering, ২) Visual Arts and Communication, ৩)Game Design and Development এবং ৪) Film and Media.

ভালো জিপিএধারীসহ ভর্তি হওয়ার পর ডিপার্টমেন্টের প্রতি সেমিস্টারে ভালো রেজাল্ট অর্জনকারী মেধাবীদের বিভিন্ন পর্যায়ের বৃত্তি প্রদান করা হয়ে থাকে।

প্রতি বছর তিনটি সেমিস্টারে (স্প্রিং, সামার ও ফল) ভর্তি নেওয়া হয়।

যোগাযোগ : ৪/২, সোবহানবাগ, মিরপুর রোড, ধানমণ্ডি, ঢাকা।

ফোন: ৯১২৮৭০৫, ৯১৩২৬৩৪, ০১৮৪৭১৪০০৫৬, ০১৮৪৭১৪০০৯৪।

ডিপার্টমেন্টের ওয়েবসাইট ঃ http://mct.daffodilvarsity.edu.bd/ 

ডিপার্টমেন্টের ফেসবুক পেজ ঃ https://www.facebook.com/mctDaffodilInternationalUniversity/

ডিপার্টমেন্টের ইউটিউব চ্যানেল ঃ http://gg.gg/youtube-mct

Level 0

আমি সাদিউর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস