মজার বিষয় নিয়ে কিছু ছবি-১ (না দেখলে মিসই করবেন)

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমি আজকে একটি মজার বিষয় শেয়ার করব আমার টেকটিউনার বন্ধুদের সাথে। মজার বিষয়টি হল প্রতিদিন চলার পথে আমরা মজার অনেক কিছু দেখি। দেখে মজা পাই। কিন্তু অন্যের সাথে শেয়ার করা হয়না। এরকম অনেক ছবি আমি সংগ্রহ করেছি  ব্লগ এবং অনলাইন থেকে যা আমার টেকটিউনারদের সাথে শেয়ার করতে চাই।

এই ছবিগুলো দেখুন:

কতবড় আবুল হলে একটা স্কুলের বিজ্ঞাপনে এরকম একটা ভুল লিখতে পারে!


বিজ্ঞাপনটি যেহেতু ভারতের তাই এটা নিয়ে মন্তব্য করতে চাইছি না।


গাজীপুরের রিক্সার পেছনে এরকম বিজ্ঞাপন দেয়া আছে। এটা এইডস্ নিয়ে কথা বললেও এইডস লেখাটা দেখা যাচ্ছেনা!


এক পার্কে দর্শনার্থীদের শালীনতা বজায় রাখতে বলা হয়েছে। :)


উপস্


উপস্


প্রসাব না প্রস্রাব?


টেলিযোগাযোগ কি এখানে নিয়ন্ত্রিত হয়!


আপনার আশে পাশেই হয়তো কেউ এটা খুঁজছে!


ইস্

হাস্যকর ব্যাপার!!!

ধন্যবাদ সবাইকে।

Level New

আমি সাহসী যুবক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 411 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I love technology.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাইজান…।।আপ্নার নাম এবং ছবি দেখে আমি তিব্র নিন্দা জানাচ্ছি।
আপনি নাম দিসেন Allah is one.কিন্তু ছবি টা কি দিসেন? আল্লাহ তায়ালার কোনো নাম এর ছবি দেন নাহলে আপনার নাম পরিবরতন করুন।

Level 0

ভাইজান…।।আপ্নার নাম এবং ছবি দেখে আমি তিব্র নিন্দা জানাচ্ছি।
আপনি নাম দিসেন Allah is one.কিন্তু ছবি টা কি দিসেন? আল্লাহ তায়ালার কোনো নাম এর ছবি দেন নাহলে আপনার নাম পরিবরতন করুন।

ভাই আপনার user name টা পরিবরতন করেন।আল্লাহ এর নাম নিএ কোন charecter বুঝানো যাবেনা।

হে—হে—হো—হো—-হা—হা— মজজজজা পাইছি। ধইননবাদ।

হুমম…… অনেক সময় ভক্তি প্রকাশ করতে গিয়ে আমরা ভুল করে ফেলি…… আমার মতে কোথাও সরাসরি আল্লাহ ও রাসুল নাম উল্লেখ করে আইডি না বানানই শ্রেয় ।

Level 0

আপনি নিজেকে বেশি পণ্ডিত ভাবেন তাই না ? আপনার আগের টিউন আমি দেখেছি । যে সব টিউন করেছেন তা অনেক আগেই মানুয এখানে দেখেছে।তাই আগে টেকটিউনস ভালোভাবে পড়ুন পড়ে টিউন করেন।এ সব ছবি দিয়ে কি টিউন করলেন বুজলাম না।এগুলো কমপিউটারের কি কাজে আসে ?

ভাইজান…।।আপ্নার নাম এবং ছবি দেখে আমি তিব্র নিন্দা জানাচ্ছি।
আপনি নাম দিসেন Allah is one.কিন্তু ছবি টা কি দিসেন? আল্লাহ তায়ালার কোনো নাম এর ছবি দেন নাহলে আপনার নাম পরিবরতন করুন।

আমি মুকুট ভাই এর সাথে একমত ।
আমি ভালোভাবে বাংলা লিখতে পাড়ি না।তাই ভুলগুলো মাফ করবেন।

    Level New

    তুমি তো আমার চেয়ে বেশী পন্ডিত। সব টিউনই যে একজন একজন করবে তা তো হতে পারে না। কারণ তোমার মত সবাই পন্ডিত নয়।
    টিউনে ভুল থাকলে তা বা পুরোটাই কপি-পেষ্ট করা হলে তা উল্লেখ কর।

gothonmulok somalochona obosshoi accepted. But amra kothin vasha porihar kore o bolte pari. coz amra chai tt er EI friendly envornment ta always bojay thakuk. asha korchi vaiya picture ta change korben. ebong amader coment gulu sohoj vabe niben. Dhonnobad shobaike.

    Level New

    ঠিক বলেছেন ভাই। এক মাঠের সব গরুর মধ্যে ইতর গরু ও পাওয়া যাবে। ধন্যবাদ।

    Level New

    টিউন করলাম কিসের জন্য আর কি হয়ে গেল। (আমার মনের কথা)
    ধন্যবাদ।

ওই মিয়া আপনার মাথায় কি "allah.is.one" ছাড়া আর কোন ডিসপ্লে নেম ছিল না??
তাড়াতাড়ি নামটা চেন্স করেন নইলে অতি শ্রিঘ্রই ব্যান খাইতে হবে।

    Level New

    সবার মাথায় তো আর থাকে না।

Level 0

এত কিছু হইল মাগার ভাইজান তার নাম টা পরিবরতন করলো না…।আল্লাহ তাকে হেদায়াত নসিব করুন

ভাল দোয়া করার জন্য আবারো ধন্যবাদ ভাইজান।

    ভাই নাম পরিবর্তন করলাম। পছন্দ হলে মন্তব্য করবেন। ধন্যবাদ।

আপনার কিছুরই বিরোধিতা করছি না, শুধু একটা রিকোয়েস্ট…
নামটা অনুগ্রহ পূর্বক পাল্টান, কারণ হয়তো আপনি এমন কিছু করলেন যাতে মানুষ (টিটিতে) আপনার প্রতি রাগবে, তখন যদি আপনার ইউজার নেমটা ব্যবহার করা হয় তবে কেমন বিব্রতকর অবস্থার সৃষ্টি হবে ভাবনে পারছেন, আশা করি আপনি আপনার ইউজার নেম পাল্টাবেন…

    পরিবর্তন করলাম তো ভাই
    "Allah.Is.One" থেকে 'আল্লাহর_গোলাম'
    ধন্যবাদ।

want more………………………………

😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀

"ঠিক বলেছেন ভাই। এক মাঠের সব গরুর মধ্যে ইতর গরু ও পাওয়া যাবে। ধন্যবাদ।" Vai kothata withdraw koren.. Apni nije k Cow vabte paren onno k keno bolben…TT akta family akhane asob cholbe na…Language thik krte parle asben…

    ঠিক বলেছেন ভাই। ধন্যবাদ আপনাকে।
    তাহলে মন্তব্যটাও family তে যেমন হওয়ার দরকার তেমন হওয়া উচিত।
    ভুল হলে সেটা প্রথমে ভালভাবে বুঝানো দরকার। ঠিক নয় কি?
    যেমন: mukut ভাইয়ের মন্তব্য। খুব ভাল লেগেছে।
    আপনাকে আবারো ধন্যবাদ।

Level 0

আরো চাই

হুম… চরম

Level 0

chorom

Level 0

very funny
Onek din por mone hoi Haslam pran khole