কিভাবে ইউটিউব এ বেশি ভিউ পাবেন?

আমরা এখন অনেকেই ইউটিউব এ কাজ করছি বা অনেকের ইচ্ছে করে ইউটিউব এ কাজ করার জন্য। কিন্তু সবাই ক্যামেরার সামনে কথা বলতে সাচ্ছন্দ বোধ করে না বা একটু অপ্রীতিকর অনুভব করে। ক্যামেরার সামনে কথা বলতে না পাড়লেও অনেকেরি ইচ্ছে করে ইউটিউবিং করতে। কারন ইউটিউব হচ্ছে এমন সকল শ্রেনীর মানুষের জন্যে উন্মুক্ত একটি মিডিয়া।

এখন কথা হচ্ছে,

ক্যামেরার সামনে কথা বলতে না পাড়লে আমরা কিভবে ইউটিউবিং করবো?

হ্যা কেমেরার সামনে কথা বলতে না পাড়লেও আমরা ইউটিউবিং করতে পাড়ি।

ক্যামেরার সামনে না এসে ভিডিও তৈরি করার অনেকগুলো পদ্ধতি রয়েছে যেমনঃ

  • স্লাইডশো তৈরি করে তার সাথে Voice over দেয়া
  • ইন্টারনেট থেকে ভিডিও ফুটেজ কালেক্ট করে তাতে Voice over দেয়া
  • ভিবিন্ন গেইমের স্ক্রিন-ক্যাপচার দিয়ে তাতে Voice over দেয়া
  • Whiteboard Animation তৈরী করে তাতে Voice over দেয়া

এখানকার সব কয়টি পদ্ধতির মধ্যে থেকে আমার কাছে মনে হয় সব থেকে সহজ এবং বেশী ভিউয়ারস পাওয়া যাবে Whiteboard Animation তৈরি করে।

আজকে আমি আপনাদেরকে এমন একটি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশান শেয়ার করবো যেটির মাধ্যমে আপনারা খুব সহজেই Whiteboard Animation  তৈরি করতে পাড়বেন।

Application টির নাম হচ্ছে Videoscribe

আজকে আমি আপনাদের সাথে এই সফটওয়্যার টির পিসি ভার্সন শেয়ার করবেন

পরের টিউন এ মোবাইল ভার্সন শেয়ার করবো ইনশা-আল্লাহ

অতএব, আপনারা চাইলে আপনাদের স্মার্টফোন ব্যবহার করেও Whiteboard Animation ভিডিও তৈরি করে ফেলতে পাড়বেন

Videoscribe Pc activate version:

https://mega.nz/#!PDRyBT7J!3prYa1TJfdOlBANDejcVF0oecwpYEt5FXq37prq5XHg

Screenshots:

বিঃদ্রঃ এটি একটি পেইড ভার্সন সফটওয়্যার যদি সম্ভব হয় অবস্যই সফটওয়্যার টি ক্রয় করে ব্যবহার করবেন

Level 0

আমি সোহাগ হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস