হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন। আজ একটি হট টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। যাই হোক আজকাল ইউটিউবে ঢুকলেই বিভিন্ন এনিমেটেড কার্টুনের ছড়াছড়ি দেখতে পাই। বিভিন্ন জোকস নিয়ে ভিডিওগুলা ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। অনেকেই বড় বড় সফটওয়্যারের কাজ জানে বলে এসব কার্টুন তৈরী করতে পারে না। হয়তো অনেকেই জানেন না যে শুধুমাত্র ক্যামতাসিয়া আর ফটোশপ হলেই এসব কার্টুন তৈরী করা সম্ভব। আমার কথা হয়তো অনেকেরই প্রথম দিকে বিশ্বাস হবে না। কিন্তু আজকের টিউটোরিয়ালটা দেখলে সবারই ধারনা বদলে যাবে বলে আমার বিশ্বাস।
কার্টূন তৈরী করতে হলে প্রথমে দরকার ভয়েজ। এর পর ফটোশপে কাজ করার অভিজ্ঞতা। খুব বেশি ফটোশপ জানতে হবে আবার তাও না। টুকিটাকি কাজ জানলেই এসব কার্টুন তৈরী করা সম্ভব। আজকের টিউটোরিয়ালটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি কি করে এসব টু ডি এনিমেটেড কার্টূন তৈরী করতে হয়।
মূলত ফটোশপ দিয়ে ফ্রেম তৈরী করে ক্যামতাসিয়া দিয়ে জোড়া লগিয়েই কার্টুন তৈরী করা হয়। কাজগুলা খুবই সহজ। হয়তো অনেকেই নিয়ম জেনে থাকবেন। আবার অনেকের কাছে অজানা। যারা নতুন তাদের জন্যেই এই টিউটোরিয়ালটা করা হয়েছে। চলুন কথা না বড়িয়ে টিউটোরিয়ালটি দেখে নেয়া যাক।
টিউটোরিয়াল দেখুন
যদি আমার টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের লাইক, টিউমেন্ট আর সাবস্ক্রাইবই হবে আমার পরবর্তি টিউটোরিয়াল তৈরী করার অনুপ্রেরোনা।
আমার চ্যানেল দেখতে এখানে ক্লিক করুন
আমি জোবায়ের রহমান। Founder, Jobayer Academy, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।