একদিন বাচ্চারা খেলাধুলা করতে করতে সুন্দর একটি ঝর্নার মতন জায়গায় এলো। তারা সবাই মিলে ঠিক করলো যে পাথর দিয়ে ঝর্নার মাঝখানে যেই মাটির অংশ আছে সেখানে নিশানা প্রেক্টিস করবে। প্রথম বাচ্চাটির নিশানা অতো ভালো না হওয়ায় প্রথম ঢিলটি পাথরে লাগলো বাকি গুলো সব পানিতে পড়লো। দ্বিতিয় বাচ্চাটির নিশানা খুব ভালো হওয়ায় তার সব গুলো ঢিলই লক্ষস্থানে গিয়ে পড়লো। তৃতিয় বাচ্চাটির ৩টি ঢিল পাথরে পড়লো আর বাকিগুলো পানিতে। চতুর্থ বাচ্চাটি ২টি ঢিল পাথরে লাগাতে পারলো আর বাকি ৩টি পানিতে। এর কিছুক্ষনের মধ্যেই চতুর্থ বাচ্চাটির গায়ে আর একটি ঢিল এসে পড়লো। এবং সে মারা গেলো। প্রশ্নটি হচ্ছে কে এই ঢিলটি ছুড়লো?
আমি মোঃ আতিকুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।