আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।
শুরুতে রয়েছে ফটোশপ শিখার টিউনারদের জন্য সু-খবর! হাতে নিয়েছি ফটোশপ শিখার, একটি সিডি তৈরির। ইনশাআল্লাহ কাজ চলছে! পেয়ে যাবেন।
বিঃদ্রঃ শুধুমাত্র টিটির বন্ধুদের জন্য যারা ফটোশপ যাদুর ১০০ তম টিউনে টিউমেন্ট করবে শুধু তারাই পাবেন আর থাকবে পাসওয়ার্ড তাই কেউ খুলতে পারবে না। সে পর্যন্ত অপেক্ষা করুন আর সাথে থাকুন।
তো আজ আমরা শিখব কিভাবে ছবির এনিমেশন বানাতে হয় তার নিয়ম।
gif এনিমেশন কি, তা আর বলতে হবে না, আমরা অনেকে অনেক ধরনের সফট ব্যবহার করি gif এনিমেশন তৈরি করার জন্য, আজ আমি দেখাবো কিভাবে বাড়তি সফট ছাড়া gif এনিমেশন তৈরি করতে হয় তার নিয়ম।
প্রথমে এডোবি ইমেজ রেডি চালু করুন।
তারপর যেগুলো ছবি গুলো দিয়ে এনিমেশন তৈরি করবেন সেগুলো ওপেন করুন। আমি এখানে ৬টা ওপেন করলাম।
তারপর একটা নতুন পেজ নিব,নিতে হলে File>New তে ক্লিক করে নিয়ে নিন। আর আমরা এই নিউ পেজে আমাদের ছবি গুলো কে আনব এনিমেশন করার জন্য। এইবার ছবিগুলো কে এক এক করে টেনে নতুন পেজে মুভ করুন।
এইবার নতুন পেজে নিচের মত সবগুলো ছবি ড্রাগ করুন।
তারপর নিচে দেখানো মত কাজ করুন।
তারপর এনিমেশন এর Play বাটনে ক্লিক করুন দেখুন এনিমেশন কেমন হল, যদি অনেক দ্রুত হয়, তাহলে সব গুলো ফ্রেম সিলেক্ট করে। নিচের মত করুন।
সব শেষ File>Save Optimized বাটনে ক্লিক করে যে কোণ নাম দিয়ে সেভ করে রাখুন।
ব্যাস তৈরি হয়ে গেল ছবির এনিমেশন।
আমার কষ্টের টিউন যদি আপনাদের মনে একটু ভাল লেগে থাকে, আর বুঝতে কোন প্রকার অসুবিধা হলে, নিচে টিউমেন্টের মাধ্যেমে আপনার মতামত জানাতে ভুলবেন না। কারন আপনার টিউমেন্ট এর দ্বারা আমি বুঝতে পারব, আমার টিউনটি করা সার্থক হয়েছে কিনা। আর আপনি অনেক কিছু শিখে যাবেন একটি মতামত জানাতে পারবেন না এটা কেমন কথা, টিউমেন্টে টিউনারদের উৎসাহিত করবেন। এখানে শিখতে এসেছেন কিছু শিখার চেষ্টা করুন, অযথা স্প্যাম করবেন না, কারন আপনার দেখাদেখি অন্যারা স্প্যাম করতে শিখবে, অযথা টেকটিউনস এর মনোরম পরিবেশ নষ্ট করবেন না। আর টিউনটি যদি ভাল লেগে থাকে এবং নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন করতে পারেন। সর্বশেষ যে কথাটি বলবো- সবাই মিলে করবো মোরা টেকটিউনস কে মনোরম পরিবেশ, আজ এখানেই আমার টিউনটি শেষ। ইনশাআল্লাহ দেখা হবে আগামী টিউনে। সে পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।
ফেইসবুকে আমি
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
ভাই আমি সাথে আছি। ফটোশপের জাদুর দুনিয়ায় আপনার দেয়া টিউন গুলা নিয়া হারাই যাইতাছি। ধন্যবাদ