আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।
কেমন আছেন আমার টিটির সকল বন্ধুরা, আমিও আল্লাহর রহমতে ভাল আছি।
টিউন করব করব করে আর হয়ে ওঠে না, আসলে আগে যে সময় পেতাম এখন আর সে সময় পাইনা পেলেও টিটি তে সময় দেওয়ার মত সময় পাইনা।
সকলে দোয়া করবেন আমাদের দাম্পত্য জীবনের জন্য যেন ভাল কাটুক আমাদের দাম্পত্য জীবন।
এটা আমার বিয়ের ছবি, তাই ভাবলাম এই ছবি দিয়ে একটি টিউন করব। তাই আজ সময় পেয়ে লেগে গেলাম টিউন করতে।
অনেক টিউন করা আছে বিভিন্ন টিপস এন্ড সফট এর উপর ইনশাআল্লাহ সময় পেলে সব শেয়ার করব। সাথে থাকবেন কিন্তু।
আজকের টিউন কিন্তু হেড লাইন দেখে বুঝা যাচ্ছে কি নিয়ে টিউন হবে। তো আর কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক।
প্রথমে এখান থেকে মূল সফট টি ডাউনলোড করুন। তারপর কি করতে হবে আর বলতে হবে না!
নিচের দেখানো আইকনে ক্লিক করে আপনার একটি ছবি নিন, কি জন্য নেওয়া হবে তা কিন্তু উপরে বলা আছে!
এখন বাম সাইটের টুলবার থেকে যে কোণ একটি টুল সিলেক্ট করে ছবির যে সাইটে ওয়াটার রিফ্লেকশন ইফেক্ট দিতে চান, সে সাইটে ক্লিক করে সিলেকশন করুন
এবার সেভ করে রাখুন বস কাজ শেষ দেখুন কেমন হয়েছে।
ইনশাআল্লাহ সময় পেলে আপনাদের জন্য নিয়ে আসব ভাল ভাল টিউন,
আর আমার শারীরিক এর জন্য দোয়া করবেন। কারন শরীর ঠিক থাকলে কাজ করতে মন চায়।
Download : http://www.mediafire.com/download/ivl58nvf2pr2cq4/Sqirlz+Reflect+By+Hossian+Ahmed%282%29.rar
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
বহু দিন অপেক্ষা করার পর আপনার দেখা পেলাম( টিউন পেলাম ) । অনেক অনেক ধন্যবাদ ।