সবাইকে সালাম জানিয়ে আমার টিউন শুরু করছি। নিজের ছবিকে এ্যানিমেটেড ছবিতে রুপান্তর করলে দেখতে কেমন হবে? কখনো ভেবে দেখেছেন কি? আর যারা গেম তৈরি করতে পারেন পারেন তারাতো নিজের ছবি দিয়েই গেম বানাতে পারবেন। হ্যা নিজের চেহারাকে এ্যানিমেটেড ছবি বা 3D মডেলে রুপান্তর করতে পারেন FaceGen Modeller নামের এই অসাধারন সফটওয়্যার দিয়ে।
এ সফটওয়্যার দিয়ে খুব সহজেই 3D ফেস তৈরি করা যায়।
নিচের চিত্রে মতো PhotoFit>Next>Load এ ক্লিক করে ছবি দিন।
তারপরের ধাপে চিত্রের মতো দেখিয়ে দিন।
তারপর Start Now তে ক্লিক করে ১-৩ মিনিট অপেক্ষা করুন। এরপর দেখবেন আপনার 3D মডেল তৈরি হয়ে গেছে। 😀
আরও বিস্তারিত জানতে এ ভিডিওটি দেখুন।
আমার 3D ছবি।
তাহলে আর দেরি কেন? এখনই তৈরি করে ফেলুন।
এরপর সিরিয়াল কী পাবেন যাদিয়ে করে নিন ফুলভার্শন।
আশা করি সবার কাজে আসবে।
ধন্যবাদ সবাইকে।
আল্লাহ হাফেজ।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 168 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
veryyyyyyyyyyyyyyyyy good