অ্যাডোব ফ্লাস অনেকের কাছে কঠিন মনে হয়। একেবারে যারা বেসিক ইউজার তারা এটি ব্যবহার করতে পারেন না। কিন্তু ফ্লাস ডিজাইন কি থেমে থাকবে? তা তো হতে পারে না। যারা খুব সহজেই সিম্পল ফ্লাস ডিজাইন করতে চান তারা ব্যবহার করতে পারেন একটি সফটওয়ার। এই সফটওয়ারের সাহায্যে আপনি খুব সহজেই ফ্লাস সহ জিপ অ্যানিমেটেড ডিজাইন করতে পারবেন।
সফটওয়ারটি ডাউনলোড করুন এখান থেকে। (মাত্র ২ মেগাবাইট)
ব্যবহার বিধি:
এই সফটওয়ার দিয়ে কাজ করা একদম সহজ। সফটওয়ারটি পোর্টেবল তাই ইনস্টল করার প্রয়োজন নেই। সিম্পলি Flash Intro and Banner Maker.exe ফাইলটি ওপেন করুন। চিত্রের মত দুটি উইন্ডো আসবে।
এখানে বাম পাশে নেভিগেশন মেন্যু পাবেন। এখান থেকে আপনি ফাইলের সাইজসহ বিভিন্ন টেক্সট ইফেক্ট দিতে পারবেন। কাজ শেষ হয়ে গেলে নিচের Publish এ ক্লিক করবেন। এখান থেকে আপনি কি ফরমেটে সেভ করবেন তা দেখিয়ে দিতে হবে। আপনি তিন ধরনের ফাইল সেভ করতে পারেন (.swf, .gif, .avi)
আমি এই সফটওয়ার দিয়ে এই ডিজাইনগুলো করেছিলাম। আশাকরি সফটওয়ারটি আপনাদের উপকারে আসবে।
আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...
আপনার তৈরী করা ডিজাইনগুলো চমৎকার লেগেছে। ফ্লাশের কাজের প্রতি অনেক বেশী দূর্বলতা but কিছুই পারিনা । আপনার কাছ থেকে টিউটোরিয়াল এবং এমন কিছুই আশা করছি । অসংখ্য ধন্যবাদ ।