গিম্প টিউটোরিয়াল [সিম্পল টেক্সট অ্যানিমেশন]

এর আগে অ্যানিমেশন তৈরি করতে ফটোসপে প্রথমে ডিজাইন করতাম তারপর তা ইমেজ রেডিতে গিয়ে ওপেন করে অ্যানিমেশন দিতাম। কিন্তু গিম্পের সাথে আলাদা আর কোন সফটওয়ার না থাকায় ভেবেছিলাম গিম্পে বোধহয় অ্যানিমেশন নেই। কিন্তু গুগলাতে গিয়ে দেখি গিম্পেও মজার মজার অ্যানিমেশন তৈরি করা যায়। চেষ্টা করলাম এবং সফলও হলাম। আসুন গিম্পে অ্যানিমেশন তৈরি করি। আজ আমরা মূলত টেক্সট অ্যানিমেশন করব। আস্তে আস্তে আমরা অন্যান্য অ্যানিমেশনের দিকে যাব। তো আসুন দেখি কিভাবে গিম্পে টেক্সট অ্যানিমেশন সহজেই তৈরি করা যায়।

প্রথমে গিম্প ওপেন করুন। তারপর 300*30 পিক্সেল এ একটি নতুন ডকুমেন্ট নিন। তারপর Text Tool (T) দিয়ে আপনার কাংখিত টেক্সট লিখুন। আমি যেমন আমি লিখলাম

http://www.rongmohol.com/uploads/1805_text_animation_in_gimp-1.gif

লেখাটি লিখলে লেয়ারে দেখবেন নতুন একটি লেয়ার তৈরি হয়ে গেছে।

http://www.rongmohol.com/uploads/1805_text_animation_in_gimp-2.gif

এখন লেয়ারকে কয়েকটি কপি করতে হবে এজন্য টেক্সট লেয়ারে সিলেক্ট রেখে লেয়ারের চিত্রে প্রদর্শিত স্থানে ক্লিক করুন।

http://www.rongmohol.com/uploads/1805_text_animation_in_gimp-3.gif

কমপক্ষে ৫/৬ টি লেয়ার তৈরি করুন। তারপর প্রথমের একটি লেয়ারে ক্লিক করে আপনার অন্য টেক্সট দিন যেমন আমি দিলাম

http://www.rongmohol.com/uploads/1805_text_animation_in_gimp-4.gif

এই লেয়ারটিকেও ৫/৬ বার কপি করুন আগের পদ্ধতিতে

তারপর Filter> Animation>Blend এ যান।

http://www.rongmohol.com/uploads/1805_text_animation_in_gimp-5.gif

এখানে গিয়ে চিত্রের মত মান দিন। কম বেশীও করতে পারেন

http://www.rongmohol.com/uploads/1805_text_animation_in_gimp-6.gif

নতুন আরেকটি ইমেজ চলে আসবে। এটাই আপনার অ্যানিমেশন। এখন এটাকে সেভ করার পালা। সেভ করার আগে আপনি একবার প্লে করেও দেখতে পারেন। এজন্য ওই উইন্ডোর ই Filter> Animation>Playback এ যান। নিচের মত আসবে। এখানে প্লে এ ক্লিক করলেই প্লে শুরু হবে

http://www.rongmohol.com/uploads/1805_text_animation_in_gimp-7.gif

এরপর সেভ করার পালা। সেভ করার জন্য ওই উইন্ডেতেই File>Save এ যান। তারপর চিত্রের স্থানে ক্লিক কর .GIF এক্সটেনশন চিনিয়ে দিন বা জিফ মুডে ক্লিক রেখে সেভ এ ক্লিক করুন

http://www.rongmohol.com/uploads/1805_text_animation_in_gimp-8.gif

চিত্রের মত বক্স আসবে এখানে Save As Animation করে সেভ করুন।

http://www.rongmohol.com/uploads/1805_text_animation_in_gimp-9.gif

তাহলেই অ্যানিমেশন হিসেবে সেট হয়ে যাবে। যেমন এতক্ষন ধরে নিচেরটা হয়েছে

 http://www.rongmohol.com/uploads/1805_animation_n_gimp_tutobd.gif

আশাকরি আপনারও পারবেন। আগামীতে আরও বিভিন্ন ধরনের অ্যানিমেশন নিয়ে আসব।

গিম্প ডাউনলোড করুন এখান থেকে

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তুমি কি একটার পর একটা শিখেই যাচ্ছো।??একটার পর একটার টিউটোরিয়াল দেখছি।খুব ভালো চালিয়ে যাও।;)

দারুন টিউটোরিয়াল ভাই চালিয়ে যান।

ফটোশপ টিউটোরিয়াল(বাংলা ও ইংরেজীতে): http://nextbarisal.com/english/graphic_design.php

দারুন টিউটোরিয়াল ভাই চালিয়ে যান আরও শিখতে চাচ্ছি নতুন কিছু।

রাসেল, তুমি কি ড্রিমোয়েভার আর ফ্লাশ এর কোন ওপেন সোর্স বিকল্প জানো?