আসসালামুআলাইকুম । পরম করুণাময়ের অনুগ্রহে সবাই ভালো আছেন আশা করি ।
আজ একটি মুভি শেয়ার করছি আপনাদের সাথে । যদিও অনেকেই দেখেছেন, আবার অনেকেই দেখেন নাই । আমার খুব প্রিয় একটা মুভি । যাদের অ্যানিমেশন ফিল্ম দেখার অভ্যাস নাই তাদের এই মুভিটা দেখার অনুরোধ করব । আশা করি এটা দেখার পর অ্যানিমেশন ফিল্ম সম্পর্কে আপনাদের ধারণা পালটে যাবে (আমার ক্ষেত্রে যেমন হয়েছিলো) । অ্যানিমেশন বা কার্টুন মুভিও যে কত হৃদয়স্পর্শী হতে পারে তা এরকম কিছু মুভি না দেখলে বোঝা সম্ভব না । মুভির নামটা তো দেখেছেন - "Grave of The Fireflies". আসুন মুভিটা সম্পর্কে কিছু তথ্য জেনে নিই -
অরিজিনাল টাইটেল - "Hotaru no haka" ( জাপানি ভাষা, মুভিটা জাপানি )
ইংরেজি টাইটেল - "Grave of The Fireflies"
ডিরেক্টর - Isao Takahata
লেখক - Akiyuki Nosaka (novel), Isao Takahata
মুক্তিপ্রাপ্ত হয় - ১৬ এপ্রিল, ১৯৮৮ (জাপান)
IMDb রেটিং - 8.4/10
কাহিনী সম্পর্কে বেশী কিছু বলব না । আগেই সব বলে দিলে দেখবেন কি ? 😛 শুধু এইটুকু বলি , ছবিটাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা দুই হতভাগা ভাইবোনের জীবনের মাধ্যমে অসাধারণভাবে চিত্রিত হয়েছে ।
ডাউনলোড -
এই সেকশনে এসে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ টরেন্ট ছাড়া আর কোন ভালো লিংক দিতে পারছি না । ১৯৮৮ সালের মুভি , তাই টরেন্ট লিংকও আধামরা । আমি zbigz থেকে আইডিএম দিয়ে ডাউনলোড করেছিলাম । ছবির সাইজ মাত্র ৭০৫ মেগাবাইট (রেজ্যুলেশন যথেষ্ট ভালো) । তাই Zbigz থেকে আরামে ডাউনলোড করতে পারবেন । সমস্যা হলে filestream বা অন্য কোন সাইট ব্যবহার করুন ।
টরেন্ট পেজ লিংক - "Grave of The Fireflies"
যারা টরেন্ট আইডিএম দিয়ে ডাউনলোডের পদ্ধতি জানেন না তাদের জন্য সংক্ষিপ্ত হিন্টস - Zbigz বা Filestream এ ফ্রী সাইনআপ করুন । ম্যাগনেট লিংকটা কপি করে সাইটে পেষ্ট করে আপলোড করুন । ফ্রী সিলেক্ট করুন ( Zbigz এর ক্ষেত্রে) । আপলোড বা ক্যাশিং হতে কিছু সময় নিবে । আপলোড শেষ হলে আইডিএম দিয়ে ফুল স্পিডে ডাউনলোড করুন ।
মুভিটা ইংরেজীতে ডাবিং করা আছে । সাবটাইটেল দেয়া নাই । কারো সাবটাইটেল লাগলে নিচের ডিরেক্ট লিংক থেকে ডাউনলোড করে নিতে পারেন ।
সাবটাইটেল - "Grave of The Fireflies"
meglariad ভাই কমেন্টে ইউটিউব লিংকটা শেয়ার করেছেন । এখান থেকেও ডাউনলোড করতে পারেন ।
ইউটিউব - "Grave of The Fireflies"
অনেকেরই ডাউনলোড দিতে কষ্ট হবে মনে হয় । তারপরও বলবো ডাউনলোড করে দেখুন , আপনার কষ্ট বিফলে যাবে না, কথা দিচ্ছি ! ছবিটা আপনাকে জীবন-সংগ্রাম সম্পর্কেও কিছুটা ধারণা দিবে । আরেকটা কথা, ছবি দেখার সময় টিস্যু বা রুমাল কাছে রাখতে পারেন, না থাকলেও সমস্যা নাই ! হাত তো আছে, হাত দিয়ে চোখ মুছবেন !! ছবিটা কেমন লাগলো জানবেন কিন্তু !
আমার আগের টিউন দুইটাও দেখতে পারেন সময় থাকলে !
ধন্যবাদ সবাইকে ! ভালো থাকবেন । খোদা হাফেজ ।
আমি Skylark। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব সুন্দর জিনিস শেয়ার করলেন। আপনাকে অনেক ধন্যবাদ…