3D Studio Max – ডেস্ট্রাকশন অ্যানিমেশন

হলিউড এর মুভি মানেই মার মার কাট কাট , এইটা ভাঙো ত অইটা ভাঙো। কিন্তু বেশিরভাগ ভাঙ্গাভাঙ্গি ( ডেমলিশন বা ডেস্ট্রাকশন )  ই কিন্তু থ্রিডি তে করা হয় । আর এর ডেস্ট্রাকশন সিমুলাশন কিন্তু খুব সহজেই করা যায় থ্রিডি সফটওয়্যার এর ভিতরে। আজকে তেমনি একটা ক্র্যা ক ডেমলিশন অ্যানিমেশন  করলাম , দেখুন কেমন হল ...

অ্যানিমেশন ডাউনলোড লিঙ্কঃ  http://www.mediafire.com/?hq7w7xvfp1gfop2 ( মাত্র ১৯ মেগাবাইট )

স্ক্রিনশটঃ

Level 0

আমি মোঃ এহসানুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আরকিটেকচারাল ভিসুয়ালাইজেশণ এ সুধু বাইরের কাজ করি freelancer হিসাবে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Mass FX naki RayFire?

Level 2

কিভাবে করলেন, এটার টিউটোরিয়ালটা দিলে ভাল লাগত। খামাখা আফসোস লাগতেছে। মনে হচ্ছে যদি নিজে করতে পারতাম।
শুভ কামনা রইল।

    @deenu: আসলে এসব অ্যাডভান্সড লেভেল এর টিউটোরিয়াল বানালে পাব্লিক খায় না … আমি আগেও বানিয়েছিলাম কয়েকটা টিউটোরিয়াল এর টিউন … রেস্পন্স এ হতাশ তাই পাব্লিক্লি শেখানো বাদ আপাতত

      Level New

      @মোঃ এহসানুল ইসলাম: খাঁটি কথা বলছেন ভাই, যারা টিউটোরিয়াল টিউটোরিয়াল করে মুখে ফেনা তুলে টিউটোরিয়াল করার পর তাদের কাউকেই আর খুজে পাওয়া যায় না।
      আর এনিমেশনটি!!!! great as always………….

Level 2

ভাই আমি আপনারে কম কইরা হইলে ও ৩-৪ তা email korsi. কিন্তু কোনও replay দিলেন নাহ ।
আপনার realflow ar tutorial দেখা একটু চেষ্টা করসিলাম / ভাই আমি mytv channel a job kori .
কি যে বিপদে পরসিলাম। কিন্তু আপনার সাথে contact করতে পারি নাই । আপনার help আমার খুব দরকার ছিল ।
যাই হক problem solve hoise.
কয়েকদিন পরে my tv channel এ পানির station id dekhabe ( saradin e cholbe). ওইটা আমি করসি দেখার আমন্ত্রন রইল /
ভাই পাবলিক খাক আর নাই খাক কিন্তু আপানার tutorial ar jonno কিন্তু আমি অপেক্ষা করি(হয়ত আমার মত আর ও অনেকে wait করে)।
ভাই আপনি যদি v-ray নিয়া কিছু tutorial den তাইলে খুব ভাল হয়।
আপনার জন্য এই ছোট ভাই wait করবে । বাকি টা আপনার ইসসা ।

Level 2

ভাই আপনার help এখন ও দরকার । ভাই plzz… দেখার পর আমাকে ভুল গুলা একটু বইলা দিএন plz…………….. [email protected]
আর ভাই আপনি কি v-ray niya কিছু tutorial diben ???
দিলে খুব ভাল হইত ।

Level 2

thanks brother…….

ভাই 3D max শিখার ইচ্ছে অনেক দিন ধরে। ভাই কেউ যদি 3D max এর উপর যদি কেউ ধারাবাহিক টিউটোরিয়াল করত তাহলে আমার মত অবাগাদের অনেক উপকার হত। ভাই কেউ পারলে এই বিষটা উপর একটু নজর দিয়েন। তাহলে উপকার হবে।

অনেক দিন পর আপনার টিউনস দেখে ভাল লাগছে। আপনাকে দেখে (টিউন পড়ে) অনুপ্রাণিত হয়েছিলাম ম্যাক্স শিখতে। যোগাযোগ করেছিলাম ইমেইলেও। https://www.techtunes.io/
graphics-designing/tune-id/176025 টিউনটি দেখলে কৃতজ্ঞ হব। শুভ কামনা রইল, ভাল থাকবেন।