যাবার সময় দিয়েছিলে কথা
ফিরে আসবে তুমি আবার......হেথা......
অপেক্ষার প্রহরগুলো
যেন উন্মুখ উছল হাওয়া
মিষ্টি মিষ্টি স্মৃতিগুলো নিয়ে
গভীর কল্পনায় সুখটুকু পাওয়া ।
কথা ছিল তুমি আসবে.........
ভালবাসবে আমায়
অশ্রুতে কেন ভাসিয়ে দিয়ে
হারিয়ে গেলে অজানায়........
প্রতিশ্রুতিগুলো কেন অপেক্ষার
সাধারণ ক্ষনগুলোকে করে অসহ্যতর
উদাসীনতায় উন্মুখ হয়ে অপেক্ষার ক্ষন
শেষ হয়ে আসবে কবে সেই তৃষ্ণার্ত প্রহর..........
ম্যাগাজিনে ডুবিয়ে দিয়ে মন
অযথাই পাথা উল্টিয়ে যাই
আর স্মৃতি হাতড়িয়ে ফিরি
অতীতের সুখটুকু যেন ফিরে পাই...........
তোমার জন্য কুঁড়িয়ে আনা কাটগোলাপ
ভাসিয়ে দিয়ে জলে.....
ভগ্নহৃদয়ে অপেক্ষার প্রহর গুনি
প্রতিদিন খেলাচ্ছলে.......
কাচের জানালায় আবছা আবছা হয়ে
ভেসে উঠে উদাসীনতায় ছেঁয়ে যাওয়া মুখ
স্মৃতিগুলো যেন ক্রমশ:ই হয়ে যাচ্ছে ধোঁয়া ধোঁয়া
বিষন্নতার কালো ছায়ায় আজ ভেসে গেছে সব সুখ.............
তুমি আসবে বলে
আবেগে আপ্লুত প্রকৃতি
এক ফসলা বৃষ্টিতে ভিজিয়ে দিয়ে
প্রকৃতিকে দিয়েছিল নতুন দ্যুতি.........
অপেক্ষার প্রহর হবে কবে শেষ
কবে ফুটবে আবার ফুল
আবেগে জড়িয়ে নেব দুজন দুজনাকে
মুছে দিয়ে অতীতের সব ভুল.......
জানি কেটে যাবে সব অপ্রাপ্তির কালো ছায়া
আবার হবে তোমার আমার দেখা....
আলতো ছোঁয়ায় ভরিয়ে দিবে মন
উদাসীনতায় কাটবে না আর প্রহর
আমার আকাশ থাকবে না আর কালো মেঘে ঢাকা.......
ফিরে আসবে সুখ
সুখ সুখ ক্ষন
অনুভূতিতে সুখ
মুছে যাবে সব দু:খ.........
আমি এই মেঘ এই রোদ্দুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 315 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
New Generation রবীন্দ্রনাথ!!!!!!!!!!!!!