অনেক দিন পরে কিছু ফ্রি টাইম পেলাম। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আজকে আপনাদেরকে থ্রিডি ফ্লুইড এনিমেশন (সিমুলেশন) সম্পর্কে একটা টিউটোরিয়াল দিব। আমরা টিভিতে যত এড দেখি তার একটা বিশাল অংশ তে ব্যাবহার করা হয় এই থ্রি ডি ফ্লুইড এর এনিমেশন। সবরকমের তরল পদার্থের এনিমেশন এ করা যায় থ্রিডি তে , আজকে সেটার ওয়ার্কফ্ল টাই আমরা শিখব। টিউটোরিয়াল টা ফলো করার জন্যে খুব একটা পূর্ব অভিজ্ঞতার দরকার নাই । বেসিকালি আমি কিছুদিন আগে একটা ফ্লুইড এনিমেশন তৈরি করেছিলাম আর টেকটিউন্স এ প্রকাশ করেছিলাম , সেটার উপর ভিত্তি করেই আজকের টিউটোরিয়াল। নিচে এনিমেশন টা দেখে নিন ...
http://www.youtube.com/watch?v=N5nhoVafQ80&feature=endscreen&hd=1
এনিমেশন বলতে বেসিক্যালি আমরা বুঝি যে এনিমেশন গুলো আমরা কিফ্রেম বসিয়ে করে থাকি। আর সিমুলেশন হচ্ছে যে এনিমেশন গুলো অটোম্যাটিক ভাবে ক্যাল্কুলেশন করে করা হয়। প্রথমে প্রয়োজনীয় ডাটা দিতে হয় তারপর এনিমেটর কে আর কিছুই করতে হইয় না, কম্পিউটার এর প্রসেসর বাকি কাজ করে দেয়। ফ্লুইড এনিমেশন হল এই রকমের এনিমেশন , আজকে যেটা আমরা শিখব। এছাড়া কাপড়ের এনিমেশন , বিভিন্ন ধরনের Destruction বা ফিজিক্স রিলেটেড এনিমেশন গুলো সিমুলেশন এর মাধ্যমে করা হয়। এতে এনিমেশন গুলো অনেক বেশি এক্যুরেট আর রিয়েলিস্টিক হয়।
1.Realflow 2012 (আগের ভার্সন দিয়েও হবে)
2. Autodesk 3d studio max /Autodesk Maya/ (যেকোনো ভার্সন)
টিউটোরিয়াল টা HD 720p তে দেখতে ভুলবেন না , নাহলে ডিতেইলস গুলো মিস করবেন।
আমি মোঃ এহসানুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আরকিটেকচারাল ভিসুয়ালাইজেশণ এ সুধু বাইরের কাজ করি freelancer হিসাবে।
দেখলাম, চরম!