Bluestacks এর নাম হয়তো অনেকেই শুনেছি কিংবা android গেম খেলার জন্য অনেকেই পিসিতে Bluestacks app ইন্সটল করেছে। পিসিতে Android গেম অ্যাপ ডাউনলোড করার জন্য Bluestacks হল একটি অত্যন্ত জনপ্রিয় Android এমুলেটর। আপনি সরাসরি আপনার পিসিতে আপনার প্রিয় অ্যান্ড্রয়েড গেম খেলতে Bluestacks ব্যবহার করতে পারেন।
Bluestacks app গেমের জন্য কাস্টমাইজড কন্ট্রোল, স্ক্রিনশট এবং স্ক্রিন রেকর্ড করার ক্ষমতার মতো অনেক বৈশিষ্ট্যে থাকেএবং এটি ভারী অ্যাপ্লিকেশন চালানোর সময় PC ব্যবহারকে অপ্টিমাইজ করে থাকে।
BlueStacks এ নিজস্ব অ্যাপ লাইব্রেরি আর হাজার হাজার বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে। আপনি সহজেই app store থেকে app সরাসরি ইন্সটল করতে পারবেন। কিন্তু এর একটি সমস্যা হলো
পুরানো সিস্টেমের পিসির জন্য এটি আদর্শ নয় কারণ এমুলেটরগুলির জন্য যথেষ্ট পরিমাণ শক্তি প্রয়োজন।
অনেক সময় আমরা আমাদের পুরাতন ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটার ফেলে রাখি কিংবা লো কনফিগার এর কারনে Windows OS (অপারেটিং সিস্টেম) তেমন একটা কাজে আসে না আমাদের তাই আজ জানাবো এমন কিছু OS (অপারেটিং সিস্টেম) সম্পর্কে যে OS গুলো চালনার জন্য দামি কম্পিউটারের দরকার নেই একদম কম দামের কিংবা পুরাতন কনফিগারেশন কম্পিউটার গুলোতেও চলবে এই OS গুলো সেই সাথে আপনি নিতে পারেবেন android OS এর ফিল।
Prime os হলো পিসির জন্য দ্বিতীয় সেরা অ্যান্ড্রয়েড ওএস। সুন্দর এবং স্মোথ ইউজার ইনটারফেজের সাথে এই os দিবে আপনাকে একদম প্রকৃত অ্যান্ড্রয়েড এর ফিল। সব ধরনের অ্যান্ড্রয়েড গেম এবং App সহজেই ব্যবহার করতে পারবেন। Prime os ওয়েব সাইট থেকে সহজেই prime os.exe file ডাউনলোড করে সরাসরি পিসি তে ইন্সটল করতে পারবেন অথবা iso ফাইল ডাউনলোড করে বুট করে ডুয়াল বুটে পিসিতে চালাতে পারবেন। Bluestacks এর মতো Prime os এ আছে দুর্দান্ত সব ফিচার এতে আছে কি ম্যাপেং, কাস্টমাইজিং গেম কন্ট্রোল এবং বিল্ডিন ফাইল ম্যানেজার। Prime os খুব হালকা সেই সাথে নিরাপদ। এই OS সহজেই পুরাতন বা ওল্ড কনফিগারেশনের ল্যাপটপ বা ডেস্কটপ এ চালাতে পারবেন।
Phoenix OS হল PC এর জন্য আরেকটি ভাল Android OS যা আপনি আপনার পিসিতে আপনার পছন্দের Android গেম এবং অ্যাপ চালাতে/ ব্যবহার করতে পারেন। phoenis OS অন্যান্য কিছু অ্যান্ড্রয়েড এমুলেটর থেকে ভিন্ন, phonex os মাল্টি-উইন্ডোজ সমর্থন করে এবং অ্যাপগুলির মধ্যে স্যুইচ করার জন্য এক-কী টগলের সুবিধা আছে।
Bluestacks এবং PrimeOS এর মতো, Phoenix OS আপনাকে কী বা মাউজ ম্যাপ করার অনুমতি দেয় যাতে আপনি আপনার কীবোর্ড এবং মাউজ ব্যবহার করে আপনার প্রিয় গেমগুলি খেলতে পারেন। Phoenix OS-এর কিছু দুর্দান্ত বৈশিষ্ট্য হল x64 আর্কিটেকচার সাপোর্ট, ইথারনেট এবং LAN সাপোর্ট, ইউনিভার্সাল সার্চ, ফাইল ম্যানেজার বিল্ডিন নোটিফিকেশন সেন্টার এবং একটি বিল্ট-ইন অ্যাপ ক্লোনার যা বিভিন্ন অ্যাকাউন্ট চালানোর জন্য একটি অ্যাপের ক্লোন করে ব্যবহার করা যায়। Phoenix Os ওয়েব সাইট থেকে সহজেই.exe file ডাউনলোড করে সরাসরি পিসি তে ইন্সটল করতে পারবেন অথবা. iso ফাইল ডাউনলোড করে বুট করে ডুয়াল বুটে পিসিতে চালাতে পারবেন।
Chrome OS হালকা হওয়ার জন্য অনেক জনপ্রিয়তা অর্জন করেছে যা এটিকে তুলনামূলকভাবে কম নির্দিষ্ট ক্রোমবুকগুলিতে চালানোর ক্ষমতা দেয়।
অনেক শিক্ষার্থী covid -19 মহামারী চলাকালীন অনলাইন ক্লাসের জন্য Chromebook কিনেছিল কারণ এটি উইন্ডোজ ল্যাপটপ বা ডেস্কটপের একটি সস্তা বিকল্প ছিল। ChromeOS এ আপনি Google Play Store থেকে সরাসরি Android অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। ChromeOS এর সাথে আসা কিছু দুর্দান্ত বৈশিষ্ট্য হল একটি ডেডিকেটেড লঞ্চার, ফ্রেন্ডলি ইউজার ইন্টারফেজ সেট আপ করা যা সত্যিই সহজ এবং সত্যিই নিরাপদ।
লো কনফিগারেশন কম্পিউটারে এই OS দুর্দান্ত পারফর্ম করতে পারে। কিন্ত দু:খের বিষয় হলো এই Os এ android গেম গুলো ভালো ভাবে অপ্টিমাইজড করতে পারে না। Chrome Os ওয়েব সাইট থেকে সহজেই.exe file ডাউনলোড করে সরাসরি পিসি তে ইন্সটল করতে পারবেন অথবা. iso ফাইল ডাউনলোড করে বুট করে ডুয়াল বুটে পিসিতে চালাতে পারবেন।
আপনার পিসিতে ব্যবহার করার জন্য একটি দুর্দান্ত অ্যান্ড্রয়েড OS হলো Remix OS। আপনি সহজেই এই os ইন্সটল করে পিসিতে ইউজ করতে পারবেন। এই os এর ইউজার ইন্টারফেস এতোই সুন্দর যে মনে হবে আপনি Windows Os ইউজ করতেছেন। এই OS এ সকল ধরনের android গেম এবং app সহজেই ব্যবহার করতে পারবেন। Remix OS ওয়েব সাইট থেকে সহজেই.exe file ডাউনলোড করে সরাসরি পিসি তে ইন্সটল করতে পারবেন অথবা.iso ফাইল ডাউনলোড করে বুট করে ডুয়াল বুটে পিসিতে চালাতে পারবেন।
আপনার পিসিতে android OS এর ফিল নিতে চাইলে কিংবা android গেম, app ইউজ করার জন্য Billis os ইন্সটল করতে পারেন। এটি একটি নিরাপদ সেই সাথে ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস যুক্ত OS.Bliss OS এর কিছু দুর্দান্ত বৈশিষ্ট্যগুলি হল কাস্টমাইজেশন, হাই ব্যাটারি লাইফ, দুর্দান্ত পারফরম্যান্স, x86 ARM আর্কিটেকচার, গেমপ্যাড কনফিগারেশন এবং আরো অনেক কিছু।
আপনি যদি অনেকগুলি বৈশিষ্ট্য সহ একটি ওপেন-সোর্স অ্যান্ড্রয়েড এমুলেটর চান তাহলে Bliss OS পিসির জন্য সেরা Android OSগুলির মধ্যে একটি৷ Bliss OS ওয়েব সাইট থেকে সহজেই.exe file ডাউনলোড করে সরাসরি পিসি তে ইন্সটল করতে পারবেন অথবা.iso ফাইল ডাউনলোড করে বুট করে ডুয়াল বুটে পিসিতে চালাতে পারবেন।
আপনার পিসিতে ব্যবহার করার জন্য আর একটি দুর্দান্ত অ্যান্ড্রয়েড OS হলো Openthos OS. এই OS এ আছে মাল্টি ওয়িন্ডো সাপোর্ট, ফাইল ম্যানেজার, টাস্ক ম্যানেজার সহ ডেস্কটপ ইন্টারফেজ। Openthos ওয়েব সাইট থেকে সহজেই.exe file ডাউনলোড করে সরাসরি পিসি তে ইন্সটল করতে পারবেন অথবা.iso ফাইল ডাউনলোড করে বুট করে ডুয়াল বুটে পিসিতে চালাতে পারবেন।
সুতরাং দেরি না করে আপনি আপনার পুরাতন ল্যাপটপ বা ডেস্কটপে OS গুলোর যে কোন একটি ইন্সটল করে Android app বা Game খেলতে পারেন অনায়েসেই।
আমি শেখ লাজু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যা জানি তা সবাই কে জানাতে চাই